Primary TET 2014, 2017 মেরিট লিস্টে গোলমাল, রোল আছে নাম নেই, ‘ভুতড়ে’ প্রার্থীদের খোঁজ চলছে স্যোশাল মিডিয়ায়।

প্রকাশিত Primary TET 2014, 2017 মেরিট লিস্টে বিস্তর গড়মিলের অভিযোগ। রোল নম্বর আছে, প্রাপ্ত নম্বর আছে কিন্তু নাম নেই। Primary TET 2014, 2017 নিয়ে এতো জলঘোলার পর অবশেষে মেরিট লিস্ট প্রকাশিত হলেও বিতর্ক এড়ানো গেল না। যা নিয়ে স্যোশাল মিডিয়া থেকে সংবাদ চ্যানেল, সর্বত্র আলোচনা তুঙ্গে। আর এরপর কি প্রতিক্রিয়া পর্ষদ সভাপতি গৌতম পালের?

রাস্তার অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন Primary TET 2014, 2017 সালের টেট পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য ছিল, 2014 এবং 2017 সালের টেট পরীক্ষায় মারাত্মক দুর্নীতি হয়েছিল, বের করা হয়নি কোনো মেধা তালিকা। পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পেরেছিলেন নিজেদের মোবাইলে আসা মেসেজের মাধ্যমে। পরীক্ষার্থীদের দাবি ছিল, পর্ষদকে বের করতে হবে 2014 এবং 2017 সালের মেধাতালিকা।

প্রার্থীদের পক্ষে রায় দেয় হাইকোর্টও। বহু দিন অবস্থান বিক্ষোভের পর অবশেষে পর্ষদের পক্ষ থেকে সোমবার রাতে Primary TET 2017 মেরিট লিস্ট ও নম্বরের তালিকা প্রকাশ করা হয়। আর শুক্রবার অর্থাৎ গতকাল পর্ষদ প্রকাশ করে ২০১৪ এর টেট উত্তীর্ণ প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর তালিকা। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রকাশিত সেই তালিকা রয়েছে অসম্পূর্ণ।

Primary TET 2014, 2017 মেরিট লিস্ট

Primary TET 2014, 2017 মেরিট লিস্ট

Primary TET 2014, 2017 মেরিট তালিকার অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে রোল নম্বর আছে কিন্তু প্রার্থীর নাম নেই। আবার বেশ কিছু ক্ষেত্রে রোল নাম্বার এবং নাম থাকলেও পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ঘর ফাঁকা। এই নিয়ে তালিকা প্রকাশ হবার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হয়। তবে এই অসম্পূর্ণ নম্বর তালিকা নিয়ে সাফাইও দেন বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল।

গৌতম পাল বলেন, ২০১৪ এর টেট অনেক আগে হওয়ায় এই মুহূর্তে পর্ষদের কাছে সমস্ত তথ্য নেই। সেই কারণেই কিছু কিছু ক্ষেত্রে Primary TET 2014, 2017 মেরিট লিস্টে প্রাপ্ত নম্বরের তালিকা অসম্পূর্ণ থেকে গিয়েছে। তবে খুব দ্রুত সমস্ত তথ্য সংগ্রহ করে উত্তীর্ণদের নম্বর তালিকায় আপডেট করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

পশ্চিমবঙ্গে পর পর 4 দিন ছুটি ঘোষণা, স্কুল কলেজ সরকারী অফিস সব বন্ধ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তির ভিত্তিতে যে পরীক্ষা হয়েছিল তাতে উত্তীর্ণ হয়েছিলেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জন। কিন্তু এতদিন তাদের নম্বরের তালিকা প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রায় ৫৮ হাজার জন বর্তমানে শিক্ষকের চাকরিও পেয়ে গিয়েছেন। কিন্তু সার্বিক কোন মেধাতালিকা প্রকাশ করেনি বলে অসন্তোষ দেখা দিচ্ছিল পরীক্ষার্থীদের মধ্যে।

এ রাজ্যে স্কুলে TET ছাড়াই আবারও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন।

ফলে, প্রার্থীরা হাইকোর্টে মামলা দায়ের করে। তবে, তালিকা প্রকাশ হলেও মিলল না স্বস্তি। অসম্পূর্ণ তালিকা বরং বিভ্রান্তিই সৃষ্টি করল প্রার্থীদের মধ্যে। প্রার্থীরা আবার এই অসম্পূর্ণ তালিকার বিরুদ্ধে কোর্টে যাবেন নাকি তার আগেই পর্ষদ সম্পূর্ণ তালিকা প্রকাশ করে ফেলতে পারবে, এখন সেটাই দেখার।
Written by Antara Banerjee.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment