মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে পড়ুয়াদের জন্য নিয়ে আসা হয়েছে। এই ছাড়াও সরকারের তরফে সকল শিক্ষার্থীদের যাতে পড়াশোনা করতে কোন প্রকারের সমস্যা না হয়, সেই জন্য নানা ধরণের চেষ্টা ও প্রচেষ্টা করা হয়েছে। বিনামূল্যে বই, খাতা, ব্যাগ, জুতো, জামা, খাবার (Mid Day Meal) এবং উচ্চশিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা পড়াশোনা করানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত কিছু করার পরেও এমন অনেক পড়ুয়ারা রয়েছে যারা নিজেদের শিক্ষা গ্রহণ করতে পারে না।
Medhashree Scholarship এর সকল অজানা তথ্য সম্পর্কে জানুন।
যতই সব কিছুর ব্যবস্থা বিনামূল্যে করা হোক না কেন, বর্তমান যুগে শাশ্বত সত্য কথা যে টাকা ছাড়া এখন কোন কিছুই করা সম্ভব নয়। আর এই সত্য বোঝার পরে মুখ্যমন্ত্রীর তরফে এই মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। এই স্কলারশিপের (Medhashree Scholarship) মাধ্যমে রাজ্যের প্রায় ৩ লক্ষের কাছাকাছি OBC শিক্ষার্থীরা বার্ষিক ৮০০ টাকা করে সরকারের তরফে আর্থিক সাহায্য পাবে। এই সাহায্যের ফলে যেই সকল শিক্ষার্থীরা পড়াশোনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের পুনরায় বিদ্যালয়মুখী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) আবেদনের যোগ্যতা ও নথিপত্র
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত যে কোন OBC পড়ুয়া এই Medhashree Scholarship আবেদন করতে পারবে।
- পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের মধ্যে হতে হবে।
- মার্কসিট, আধার কার্ড, বর্তমান ক্লাসের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউণ্ট, OBC সার্টিফিকেট, পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ এই সকল তথ্য জমা করতে হবে।
- নিজের বর্তমানের রঙিন ছবি।
- পশ্চিমবঙ্গের যে কোন সরকারি প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
আরও পড়ুন, সবার ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে আজই টাকা জমা করুন।
মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) আবেদনের পদ্ধতি
১) অনলাইনের বা অফলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
২) www.wbmdfcscholarship.org এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) নিজের কিছু তথ্য দেওয়ার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং নিজেদের সকল তথ্য দেওয়ার মাধ্যমে এই আবেদন করতে পারবেন। আপনার আবেদন মঞ্জুর হলে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো হবে।
৪) অফলাইনেই আবেদন করতে চাইলে আপনারা এই ফর্ম বিদ্যালয় থেকে সংগ্রহ করে নেবেন।
৫) পূর্বে উল্লেখিত সকল নথিপত্রের জেরক্স আপনাদের এই ফর্মের সঙ্গে ফিলাপ করে নিজের বিদ্যালয়ের প্রধানের কাছে জমা করতে হবে।
৬) এরপর স্কুলের তরফে অনলাইন পোর্টালে এই সকল তথ্য আপলোড করে দেওয়া হবে।
৭) আর এই টাকা পাওয়া শুরু হলে বিদ্যালয়ের তরফে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
৮) আবেদনের পূর্বে এই সম্পর্কে সকল তথ্য আপনাদের সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমে আপনারা জেনে নেবেন।
৯) নির্ভুলভাবে সকল তথ্য আপনাদের প্রদান করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য।