Madhyamik Exam 2023 Routine – আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ, জানানো হবে পরের বছরের পরীক্ষার নির্ঘন্ট
প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে পরের বছরের পরীক্ষার ঢাকে কাঠি পড়ে যায় (Madhyamik Exam 2023 Routine). রেজাল্ট প্রকাশের পরপরই সাধারণত ঘোষণা করা হয় আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ। আগামীকাল এই বছরের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দিন।
অতিমারীর জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি। কার্যত দু’বছর পর এই বছর অফলাইনে মাধ্যমিক হয়েছে। তাই আগামী বছর মানে ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে তা জানতে সকলেই বেশ উত্তেজিত। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি (Madhyamik Exam 2023 Routine) ঘোষণার সম্ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের।
করোনা পরিস্থিতির পূর্বে চিরাচরিত নিয়ম মেনে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হয়ে যেত পড়ুয়াদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই বছর পরীক্ষা বেশ কিছুটা সময় পিছিয়ে নেই মার্চের মাঝে শুরু করা হয়েছিল, তবে আগামী বছর থেকে আবার পুরনো রীতিতেই ফিরতে চাইছে পর্ষদ। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারীর ২৪ বা ২৫ তারিখে পরীক্ষা শুরু হতে পারে। Madhyamik Exam 2023 Routine
শুক্রবার সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ফলপ্রকাশের পর তা জানা যাবে দুটি সরকারি ওয়েবসাইটে, wbresults.nic.in এবং wbbse.org. এছাড়াও SMS এর মাধ্যমেও জানা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা নিজেদের জন্মতারিখ আর রোল নম্বর দিয়েই জেনে নিতে পারবেন প্রাপ্ত নম্বর। ওইদিনই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। Madhyamik Exam 2023 Routine
দু’বছর পর ২০২২ সালে ফের হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। বৃদ্ধি হয়েছে পরীক্ষার্থীর সংখ্যাতেও। ৫০ হাজার বেড়ে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। তবে কতজন পরীক্ষা দিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ফলাফল প্রকাশিত হওয়ার সময় সেই সংখ্যাটা জানা যাবে বলে মনে করা হচ্ছে। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে। কোভিড বিধি মেনে কড়া নজরদারিতে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা।
জেলার বেশ কয়েকটি স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে সূত্রের খবর। Madhyamik Exam 2023 Routine
শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০ জনের মেধা তালিকাও ঘোষণা করবে পর্ষদ। যদিও গতবছর কোনো তালিকা প্রকাশ করা হয়নি পর্ষদের পক্ষ থেকে। সে ক্ষেত্রে এবারে কোন জেলা থেকে সবথেকে বেশি মেধা তালিকায় স্থান করে নিতে পারবে সে দিকেও বিশেষভাবে নজর থাকবে। মেদিনীপুর, বাঁকুড়া জেলায় প্রতিবারই ভালো ফল হয়, সেই তুলনায় অনেকটাই পিছিয়ে থাকে কলকাতা।
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়েও বড় আপডেট
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে। তা অনুমোদিত হলেই আগামীকালই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে আগের নিয়মেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। তার জন্য বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডারও তৈরি করা হয়েছে। Madhyamik Exam 2023 Routine
Written by Rupa Dutta
এবার টেলিকম পরিষেবা দেবে Amazon, টানা দুই বছর নেট, কল সব ফ্রী।