WB HS Exam Routine Change – দুটি কারনে ফের বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের রুটিন।
এই মুহূর্তে বড় খবর, একটি নয়, দুটি কারনে ফের বদলাতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন (WB HS Exam Routine Change)। কিছুক্ষণ আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রুটিন ফের বদল হয়েছে। অন্যদিকে উপনির্বাচন রয়েছে, তাই ফের রুটিন বদলানোর পরিস্থিতি তৈরী হয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে, ফের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার রুটিন বদলে গেছে (WB HS Exam Routine Change)। আজ সোমবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৬ই এপ্রিলের পরিবর্তে এবার জয়েন্ট এন্ট্রান্স মেইন শুরু হবে ২১ শে এপ্রিল থেকে। যদিও NTA জানিয়েছে, বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষার সূচী মিলে যাওয়ায় এই পরিবর্তন (WB HS Exam Routine Change)। কিন্তু তাতেই বেধেছে সমস্যা।
ইতিমধ্যেই জয়েন্ট পরীক্ষার কারনে পশ্চিমবঙ্গ সরকার রুটিন বদলে দিয়েছে। আর শেষ পরীক্ষা ২৫ ও ২৬ তারিখে রয়েছে। কিন্তু এরই মধ্যে আজ ফের বলালো জয়েন্টের রুটিন। আর তাতেই বিপত্তি বেধেছে।
সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে, একই দিনে পরীক্ষা হওয়ার জন্য। যদিও সায়েন্স গ্রুপের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ১১ তারিখের মধ্যেই। তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। অন্যদিকে ভোটের কারন তো আছেই। তাই সব মিলিয়ে মহা বিপদে পরীক্ষার্থীরা।
এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পরীক্ষার্থী এবং তাদের পরিবারের পক্ষে বিষয়টি যে খুবই উদ্বেগের। এই ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে উচ্চ মাধ্যমিকের মধ্যেই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ পড়েছে। আর বিভিন্ন স্কুলেই ভোটকেন্দ্র হয়। সেক্ষেত্রে স্কুলে অন্তত দুই দিন ধরে ভোট কেন্দ্রের কাজ চলে।
অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মীর নির্বাচনী ডিউটি পড়ে। ভোটের পরদিন তাদের ছুটি থাকে। আর তাছাড়া তারাও ঐ কদিন আউট অফ ষ্টেশন থাকেন। কোথায় ডিউটি পরবে আগে থেকে বলা মুস্কিল। সিক্ষ না থাকলে পরীক্ষা নেবে কে? তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদলানো হবে কি না, সেই বিষয়ে সম্ভাবনা থেকেই যাচ্ছে। WB HS Exam Routine Change
কিন্তু এত কিছুর মধ্যে কার্যত চাপা কলে পড়েছে পরীক্ষার্থীরা। কারন তারাই কনফিউজ হয়ে যাচ্ছে, আসলে কি হবে? এমনিতেই ক্লাস না হওয়ায় একরকম পরীক্ষাভীতি কাজ করছে। অন্যদিকে এই পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি। সব মিলিয়ে এই পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে। WB HS Exam Routine Change
এই পরীক্ষার রুটিন নিয়ে আপনার কি মনে হয়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরীক্ষার্থীরা কি চাইছে, এটা এখন একটা বড় বিষয়। এই বিষয়ে বড় আপডেট শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন। WB HS Exam Routine Change