WB HS Exam Routine – প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের নতুন রুটিন।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাল্টে গেল, উচ্চ মাধ্যমিকের সময়সুচী (WB HS Exam Routine)। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচী ঘোষণা করলেন। কার্যত সম্পূর্ণ বদলে গেল, আগের রুটিন।
আগামী 2 এপ্রিল থেকে এই পরীক্ষা (WB HS Exam Routine) শুরু হওয়ার কথা থাকলেও, ওই সময় আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ফলে, বদল করা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী। এছাড়াও, রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা ও সর্বভারতীয় জয়েন্ট (JEE Main) পরীক্ষা একই দিনে পড়ে যাওয়ায় ইতিমধ্যেই পরীক্ষার সূচিতে বেশ কিছু বদল আনা হয়েছে।
এরপর, JEE Main পরীক্ষার রুটিন আবার বদল হয় (WB HS Exam Routine)। এবং তার সাথে আগামী 11 ও 13 এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচন। যার ফলে, ফের বদল করা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।
আজ কিছুক্ষণ আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচী (WB HS Exam Routine) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা ২ এপ্রিল থেকেই শুরু হচ্ছে। তবে পরের দিনগুলো বদলে গেল।
6 এপ্রিলের থেকে 15 এপ্রিল পর্যন্ত যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই সকল পরীক্ষা, নির্বাচন এবং পর পর কয়েকটি ছুটি থাকায় পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর, 16 এপ্রিল থেকে ফের শুরু হবে পরীক্ষা।
আগামী 2 এপ্রিল হবে, প্রথম ভাষা, 4 এপ্রিল হবে দ্বিতীয় ভাষা। এরপর 5 এপ্রিল হবে ভোকেশন্যাল পরীক্ষা। এদিকে JEE Mains পরীক্ষার জন্য 21, 25 ও তারিখ কোনও পরীক্ষা রাখা হচ্ছে না। সেই পরীক্ষা আগামী 26 ও 27 তারিখ রাখা হয়েছে। WB HS Exam Routine
27 এপ্রিল শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে, যে সকল পড়ুয়ারা ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছে, তারা বিশ্রাম ও প্রস্তুতির জন্য হাতে তিনদিন সময় পেয়ে যাবেন বলেই জানান মুখ্যমন্ত্রী। WB HS Exam Routine
সংসদ আগেই জানিয়েছে, করোনা পরিস্থিতির জন্য চলতি বছর হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা, সেই নিয়মই বহাল থাকছে। ফলে, যে সকল স্কুলগুলিকে নির্বাচন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা কোনও ভাবেই সম্ভব নয়। ফলে এই সূচিও বদল করা হয়েছে।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন
২ এপ্রিল: প্রথমভাষা
৪ এপ্রিল: দ্বিতীয়ভাষা
৫ এপ্রিল: ভোকেশনাল পরীক্ষা
১৬ এপ্রিল: গনিত
১৮ এপ্রিল: অর্থনীতি
১৯ এপ্রিল: কম্পিউটার
২০ এপ্রিল: কমার্শিয়াল ল
২২ এপ্রিল: ফিজিক্স
২৩ এপ্রিল: স্ট্যাটিস্টিক্স
২৬ এপ্রিল: কেমিস্ট্রি
২৭ এপ্রিল: বয়োলজি
সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন