WB Higher Secondary – দ্বাদশের নাম্বার দিয়ে আর ভর্তি হওয়া যাবেনা কলেজে! নতুন পথ কী দেখে নিন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (WB Higher Secondary) জন্য নয়া নিয়ম। আর এই নিয়ম চালু হওয়ায় কার্যত বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। কি নিয়ম পরিবর্তিত হলো, দেখুন বিস্তারিত।
এতদিন ধরে দ্বাদশের পরীক্ষার (WB Higher Secondary) নাম্বার দেখেই ছেলেমেয়েরা তাদের পছন্দ ভিত্তিক কলেজ বাছাই করতে পারত। গুটিকতক কলেজে শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট প্রচলিত ছিল। কিন্তু এবার UGC অনুমোদিত যেকোনো কলেজে যাওয়ার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হয়ে গেল।
সারাদেশ ব্যাপী একটাই পরীক্ষা হবে স্নাতক স্তরের জন্য। সেই নাম্বারটাই প্রধান গুরুত্ব থাকবে। এতে দ্বাদশের পরীক্ষায় যে কাট অফের চাপের কথা বলত সেটা আর থাকবেনা। বিভিন্ন মহল থেকেই অভিযোগ উঠে আসে যে দ্বাদশের নাম্বারের (WB Higher Secondary) চাপের প্রভাব পড়ছে পড়ুয়াদের মনে।
আবার তারা বিষয়ভিত্তিক অনেক ভালো কলেজ বাছতেও পারেনা। সব ভেবেই এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কথা জানিয়ে দিল UGC. আর অতিমারী পরিস্থিতিতে একাধিক পরীক্ষার পর আবার নতুন করে সর্বভারতীয় পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ায় চাপ বাড়তে পারে বলে মনে করছেন সাধারন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে অনীহা দেখা দিচ্ছে পরীক্ষার্থীদের একাংশের।
ইউজিসি চেয়ারপার্সন জগদীশ কুমার জানিয়েছেন এক দেশ এক পরীক্ষা। দিল্লী বিশ্ববিদ্যালয় সহ যেকোনো কেন্দ্রীয় এবং সরকারী বা সরকারী সাহায্যপ্রাপ্ত যেকোনো কলেজ একই নিয়মের আওতায়। CUET( common university entrance Test) পাশ করার পর কলেজ যদিও কিছু কাট অফ মানদন্ড রাখতেই পারে।
বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষার একটা নূন্যতম নাম্বারকে তারা রাখতে পারে। কিন্তু অনেক কলেজ একশো শতাংশ কাট অফ রাখে সেটা আবার হাস্যকর। আর তুলনামুলক ভাবে কম মেধার পড়ুয়ারা অভিন্ন পরীক্ষায় নিজেদের টিকিয়ে রাখবে কিকরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর WiFi লাগবেনা, প্রতিদিন 5 জিবি নেট মাত্র 6 টাকায়, মাসে 189 টাকা,
সাধারণ বোর্ড পরীক্ষার শেষেই এন্ট্রান্স পরীক্ষা করা হয়। CUET ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিলের প্রথম থেকেই এবং পরীক্ষা হবে জুলাইতে। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। এখন সব ছাত্রছাত্রীই স্মার্টফোন ব্যাবহার করতে জানে। তাই তারা সেন্টারে এসে কম্পিউটারের মাধ্যমে মাল্টিপেল চয়েস উত্তর করবে। ন্যাশানাল টেস্টিং এজেন্সি(NTA) দ্বারাই এই পরীক্ষা করা হবে।
এই পরীক্ষা নিয়ে বিভিন্ন মত এবং চিন্তার বলিরেখা দেখা দিচ্ছে পরীক্ষার্থীদের কপালে। এই বিষয়ে আপনার কি মত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অতি মূল্যবান। WB Higher Secondary
উচ্চ মাধ্যমিক নিয়ে নির্দেশিকা, এই নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে।