WB College Admission 2024 – অবশেষে কলেজে ভর্তির পোর্টাল চালু হলো। কিভাবে আবেদন করবেন?

উচ্চমাধ্যমিক রেজাল্টের পর থেকে কলেজে ভর্তির (centralised admission portal) অপেক্ষায় সকলে। কবে কোন কলেজে ভর্তির (College Admission 2024) আবেদন শুরু? এই নিয়ে চিন্তিত সকলেই। তাদের জন্য এবার রয়েছে সুখবর। কবে কলেজগুলিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে সে বিষয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বক্তব্য রেখেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। কি বললেন তিনি, সেটাই জেনে নেব।

College Admission 2024 in West Bengal

এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজের ভর্তির জন্য সেই কলেজগুলির নিজস্ব আলাদা আলাদা ওয়েবসাইট চালু ছিল। যারা যে কলেজে ভর্তির জন্য আগ্রহী থাকতেন তাদের সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হতো। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তি নিয়ে নতুন নিয়ম লাগু করলো রাজ্য সরকার।

কলেজে ভর্তির নতুন নিয়ম

আগের বছরই কলেজগুলিতে ন্যাশনাল এডুকেশন পলিসি (National Education Policy) চালু হওয়ার কথা ছিল। যার আওতায় একটি সেন্ট্রালাইজড পোর্টাল চালু করা হবে বলে জানানো হয়েছিল সমস্ত কলেজের জন্য। যে কোন প্রান্তের কলেজ কে অ্যাক্সেস করতে পারতেন পড়ুয়ারা এই একটি পোর্টাল থেকেই। অর্থাৎ আবেদন, ভর্তি, কলেজের পরীক্ষার ফর্ম ফিলাপ, এডমিট কার্ড ডাউনলোড, এমনকি পরীক্ষার রেজাল্ট চেক সব কিছুই করা যেত একটি ওয়েবসাইট মারফত। কিন্তু শেষ মুহূর্তে এসেও তা চালু হয়নি।

Centralised Admission Portal

তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিজে এবছর থেকেই কলেজ পড়ুয়াদের জন্য সেন্ট্রালাইজড পোর্টাল (Centralised Admission Portal) চালু করার কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

কবে থেকে চালু হচ্ছে ভর্তি প্রক্রিয়া?

গত শনিবার সেন্ট্রালাইজড কলেজ পোর্টাল চালু নিয়ে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। আর তারপরেই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন কবে থেকে পোর্টাল চালু করা হবে সে বিষয়ে। শিক্ষামন্ত্রী বলেছেন, “মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছি। তারপরেই অফিশিয়ালি উদ্বোধন করা হবে এই পোর্টাল। আর ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে কলেজে এখান থেকে।” সম্ভবত চলতি সপ্তাহের মঙ্গল অথবা বুধবার করে এই পোর্টাল উদ্বোধন করা হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

নতুন পোর্টালে কিভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই ভর্তির জন্য আবেদন জানাতে পারেন এই পোর্টাল থেকে। আবার কেউ চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফে অথবা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও ফর্ম ফিলাপ করতে পারেন।
১. নতুন পোর্টালে আগে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
২. তারপর তার একটি ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন যেটি দিয়ে নিজের একাউন্টে লগইন করতে হবে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 8000 টাকা করে দেওয়া হচ্ছে।

৩. তারপর ভর্তির জন্য আবেদন জমা করতে হবে।
৪. এজন্য ছাত্র বা ছাত্রী যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজ সিলেক্ট করে নির্দিষ্ট আবেদন পত্র পূরণ করতে হবে।
৫. তারপর নিয়মমাফিক প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৬. সবশেষে নির্দিষ্ট ফি অনলাইনের মাধ্যমে জমা করে দিলেই আবেদন সম্পন্ন হবে।।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment