উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চার শিক্ষক এবার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করবেন। এবিষয়ে জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। জেলা শিক্ষাদপ্তর জানিয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যপক কৌশিক চক্রবর্তী ও প্রশান্ত কুমার মহালা, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত এবং রায়গঞ্জের নারায়ণপুর এফপি স্কুলের প্রধান শিক্ষক প্রবীর দেব বর্মন এবার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্ত বলেন, ৫ সেপ্টেম্বর জেলাশাসকের অফিসে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে চার জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, শিক্ষক দিবসের দিন জেলাশাসকের অফিসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে চার জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে স্মারক, শাল, হাত ঘড়ি, ২৫ হাজার টাকার চেক দেওয়া হবে। অন্যদিকে তুফানগঞ্জ মহকুমার দু’জন শিক্ষক এ বছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে কোচবিহার জেলা শাসকের অফিস থেকে ওই দু’জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ ১নম্বর ব্লকের নাটাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত সেন এবং ছাট রামপুর জুনিয়ার বেসিক স্কুলের টিচার ইনচার্জ মৃদুলচন্দ্র দাসকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হবে। খুশির খবরটি জানতে পেরে ওই দুই স্কুলের শিক্ষক-শিক্ষকা সহ শিক্ষাকর্মীরা আনন্দিত। জেলা বিদ্যালয় পরিদর্শক কানাইলাল দে বলেন, শিক্ষরত্ন পুরস্কার দেওয়ার জন্য এ বছর রাজ্য শিক্ষাদপ্তর নাটাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত সেন এবং ব্লকের ছাট রামপুর জুনিয়ার বেসিক স্কুলের টিআইসি মৃদুলচন্দ্র দাসকে মনোনীত করেছে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে জেলাশাসকের দপ্তরে হলঘরে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই দুই শিক্ষকের হাতে মানপত্র এবং স্মারক তুলে দেওয়া হবে। একই কথা জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল।