WB 7th Pay Comission: DA দেওয়ার বদলে, বাংলায় কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বিরাট আপডেট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার দাবি তুলে আসছিলেন সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Comission) গঠন করার। যদিও রাজ্য সরকার এখন এসব নিয়ে ভাবতে নারাজ।কেন্দ্রের থেকে এখনো পিছিয়ে আছে রাজ্য। মহার্ঘ ভাতা থেকে অন্যান্য সুবিধা, কেন্দ্রের সরকারি কর্মীদের তুলনায় পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তবে এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি আরও জোরালো হল।

WB 7th Pay Comission Update

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি ছিল কেন্দ্র সরকারি কর্মীদের হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance). আর তাই নিয়ে মামলার জল গড়িয়েছে আদালতে। আর পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মীদের অনেক দিন ধরেই। এবার তাঁরা অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন। তাঁদের তরফে দাবি করা হয়েছে, এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং অর্থসচিবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আর সেখানেই দাবি তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মী দের কড়া সুর, ডিসেম্বরের মধ্যে কমিশন যাতে সুপারিশ জমা দেয়, নিশ্চিত করতে হবে। রাজ্যে ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে।

তাহলে কী ৭ম বেতন কমিশন কার্যকর হতে চলেছে?

পশ্চিমবঙ্গে অনেক আগেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল। তারপর থেকে একাধিকবার এই কমিশনের মেয়াদ বেড়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন না করা হলে আবারও বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা হবে। যার দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন, বকেয়া ডিএ না দিলেও সরকারি কর্মীদের উৎসাহ ভাতা দেবে সরকার। কত টাকা পাবেন?

পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সাল নাগাদ। কর্মচারী সংগঠনের তরফে এও বলা হয়েছে যে, ‘বর্তমান রোপা ২০১৯ এর (ষষ্ঠ বেতন কমিশন) তার দশ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ। পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারি, যদি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ অথবা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। যদি রিপোর্ট প্রকাশে বিলম্ব হয় তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম ৫০ শতাংশ হারে আইআর বা ইন্টেরিম রিলিফ প্রদান করতে হবে।

আরও পড়ুন, বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে। কিভাবে পাবেন?

উপসংহার

সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলে ধরেছেন। তবে পে কমিশন গঠন হবে নাকি তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত ডিএ মামলা নিয়ে জটিলতা অব্যাহত। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী। তবে এখন এটাই দেখার সরকার কী সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন: Sharing is Caring!