Voter Card Update – নিজের ভোটার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না? অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার উপায়।

আধার কার্ডের (Aadhaar Card) মতই একটি গুরুত্বপূর্ণ নথি হল ভোটার কার্ড (Voter Card Update). এর বহুমুখী ব্যবহার রয়েছে। সর্ব প্রথম এটি একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ। দ্বিতীয়ত এটি আধার কার্ডের মতই একটি গুরুত্বপূর্ণ ফটো আইডেন্টিটি প্রুফ। আবার তৃতীয়ত এটি ঠিকানার প্রমাণ হিসেবেও কাজে লাগে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে এই ভোটার কার্ডে (Voter Card) নাম, ঠিকানা, জন্ম তারিখ বা ছবি ইত্যাদিতে ভুল আসে অনেকেরই।

Voter Card Update Process.

এত গুরুত্বপূর্ণ একটি নথি, সেখানে ভুল হলে তো সব দিক থেকেই বিপদ, তাই না। সে ক্ষেত্রে কি করার? সাধারণত এই কাজ করতে গেলে আমাদের এতদিন ধর্না দিতে হত কোনো সাইবার ক্যাফেতে গিয়ে। কিন্তু এখন এজন্য আর কোনো ঝক্কি পোহাতে হবে না। বাড়িতে বসেই এক নিমেষে আপনি নিজের ভোটার কার্ডের (Voter Card Update) তথ্য বদলে নিতে পারেন। আপনার হাতের স্মার্টফোন থেকেই হবে সেই কাজ। জেনে নিন কিভাবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

  • ভোটার কার্ডের ছবি পরিবর্তনের (Voter Card Update) পাশাপাশি অন্য কোনো তথ্য একই সঙ্গে আপডেট করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা আবেদন করার প্রয়োজন নেই।
  • ফটো আপডেট এর ক্ষেত্রে একটি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, যার মাপ হবে ৩.৫ সেমি × ৪.৫ সেমি।
  • ছবির রেজোলিউশন ৩০০ ডিপিআই এর বেশি হতে হবে।
  • ছবিটি এমন ভাবে তোলা থাকতে হবে যাতে আপনার মুখ স্পষ্ট বোঝা যায়। কোন ঝাপসা বা ঘোলা ভাব ছবিতে থাকলে চলবে না।
  • ছবি আপডেট (Voter Card Update) করার জন্য ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে।

Voter Card Update প্রয়োজনীয় নথিপত্র

  1. আধার কার্ড (Aadhaar Card).
  2. মোবাইল নম্বর।
  3. Email ID.
  4. ভোটার আইডি কার্ড (Voter Card Update).
  5. ছবি আপডেট এর জন্য পাসপোর্ট সাইজের নতুন ছবি।

Voter Card Update অনলাইন পদ্ধতি

  • প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের (Election Commission) অফিসিয়াল ওয়েবসাইট www.voters.eci.gov.in এ যেতে হবে।
  • এরপর Sign Up বাটানে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।
  • প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login অপশনে ক্লিক করে পোর্টালে লগইন করুন।
  • এরপর Fill Form 8 বাটানে ক্লিক করুন (Voter Card Update).
  • এরপর Self বা Other Elector বেছে নিন।
  • ভোটার কার্ড নম্বর (Epic Number) লিখে Submit করে OK করুন।
  • এরপর Correction Of Entries In Existing Electoral Roll সিলেক্ট করে ok তে ক্লিক করুন।
  • এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি লিখে Next বাটনে ক্লিক করুন।
এয়ারটেলের নতুন রিচার্জ অফার (Airtel Offer)
  • আপনি যে তথ্য পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।
  • এরপর ছবি আপডেটের ক্ষেত্রে Upload Photo তে ক্লিক করে নতুন ছবি আপলোড করুন। অন্যান্য তথ্য পরিবর্তন করতে চাইলে সেগুলিও পূরণ করুন।
  • সবশেষে Submit বাটনে ক্লিক করুন।

নতুন বছরে ৪০০ দিনের সঞ্চয় পত্র চালু করলো মোদী সরকার। এবার টাকা বাড়বে ঝড়ের গতিতে।

এরপর আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। সেটিকে যত্ন করে রেখে দিন। ভবিষ্যতে নিজের কার্ডের স্ট্যাটাস চেক (Voter ID Card Status Check) করতে বা অন্য কোন কাজে তা লাগবে। ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে Track Application Status অপশনে ক্লিক করতে হবে। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের ভোটার কার্ড (Voter Card) আপডেট করে নিতে পারবেন।
Written by Nabadip Saha.

রেশন কার্ড ছাড়াই তৈরি হবে আয়ুষ্মান কার্ড! নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment