উপাচার্যের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী-পড়ুয়াদের হাতাহাতি-ধস্তাধস্তি, উত্তপ্ত বিশ্বভারতী

উপাচার্যের বাড়ির সামনে ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় উঠল বিশ্বভারতী। পড়ুয়ারা ওই ব্যানার লাগাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেন বলে অভিযোগ। তাতেই তুলকালাম শুরু হয়ে য়ায়। আজ সোমবার সকালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বাড়ির গেটে ব্যানার লাগাতে যায় পড়ুয়ারা। তাতে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, হাতাহাতি। বেশ কিছুক্ষণ ধরে চলে এমন পরিস্থিতি। পড়ুয়াদের অভিযোগ, তাদের ধাক্কাধাক্কি করেছে নিরাপত্তারক্ষীরা। ছাত্রদের বরখাস্ত করা নিয়ে গত তিনদিন ধরে পড়ুয়ারা একটি ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের সঙ্গে কর্তৃপক্ষের কেউই কথা বলছিলেন না। এরপরই নাগরিক মঞ্চের ব্যানারে উপাচার্যের বাড়ি পর্যন্ত একটি মিছিল করা হয়। সেই মিছিল সামিল হন বিশ্বভারতীর বর্তমান ও প্রাক্তন পড়ুয়া সহ এলাকার মানুষজন। ওই পদযাত্রা শেষে উপাচার্ষের বাড়ির সামনের গেটে ব্যানার লাগাতে যান। তখনই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment