মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন বিদ্যাসারথি স্কলারশিপ, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন, জেনে নিন।

পড়াশোনার খরচ দিচ্ছে বিদ্যাসারথি স্কলারশিপ।

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার পালা উচ্চশিক্ষার পথে পা বাড়ানোর। আর বিদ্যাসারথি স্কলারশিপ (vidhyasarathi scholarship) দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ। আমাদের দেশের অনেক পড়ুয়া মেধাবী হওয়া সত্বেও আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন না। সেই সকল পড়ুয়াদের স্বার্থে বিদ্যাসারথি স্কলারশিপ প্রোগ্রাম দিয়েছে এক দারুন সুখবর। দেশে অনেক ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। তবে সবাই সমস্ত স্কলারশিপ এর জন্য বিবেচিত হন না। তাই কোন স্কলারশিপ কাদের জন্য, এগুলো জেনে নিয়ে তারপর আবেদন করলে, স্কলারশিপ পেতে সুবিধা হয়।

আজকে এমন একটি স্কলারশিপের সম্পর্কে জানানো হচ্ছে, যেটিতে আবেদনের মাধ্যমে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সুযোগ এবং তার সাথে মোটা টাকার আর্থিক সুবিধা। এই স্কলারশিপের নাম, কত টাকা পাওয়া যাবে? আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি সকল কিছু বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। এবং পড়ুয়াদের স্বার্থে কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে, সেগুলো ও দেখে নেবেন।

স্কলারশিপের নাম

বিদ্যাসারথি স্কলারশিপ (vidhyasarathi scholarship).
এটি একটি বেসরকারি স্কলারশিপ। যেটি প্রতিবছর Protean eGov Technologies Limited বা তৎকালীন NSDL e-Governance Infrastructure Limited এর পক্ষ থেকে যোগ্য শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে।

স্কলারশিপের পরিমান

আবেদনের মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। শ্রেণী অনুযায়ী টাকার অংক নির্ধারিত হয়।
স্কুল পড়ুয়াদের স্কলারশিপের পরিমাণ ৫০০০ টাকা পর্যন্ত।
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ২০০০০ টাকা পর্যন্ত পেতে পারে্ন।
ITI পড়ুয়ারা ২০০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
B.E./B.TECH বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য, বৃত্তির পরিমাণ ৩০০০০ পর্যন্ত।
স্নাতক বা BA, BSc, BCom পড়ুয়াদের জন্য, ৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা

১) আবেদনকারী পড়ুয়াদের নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হতে হবে।
৩) ITI ও Diploma পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
৪) যে কোর্সে খরচ যত বেশি, সেই কোর্সের স্কলারশিপের পরিমান তত বেশি।

আবেদন করতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, উচ্চশিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এছাড়া সাধারণ, তপশিলি, ওবিসি সমস্ত ক্যাটেগরির পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদনের পর আবেদনপত্রটি সংস্থার তরফে গ্রহণ করা হলে এবং স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হলে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে। এরপর ভেরিফাই করা হবে। সেটি সম্পন্ন হলে আবেদনের স্ট্যাটাস জানা যাবে। অনলাইনে স্ট্যাটাস চেক করে যদি দেখা যায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তাহলে স্কলারশিপের টাকা তথ্যে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করা যাবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে আবেদনকারীকে নাম নথিভুক্ত করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। গুরুত্বপূর্ণ নথিপত্র নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

১) পরিচয়পত্র হিসেবে আধার/ ভোটার কার্ড,
২) শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট,
৩) নতুন শ্রেণীতে ভর্তির রশিদ,
৪) স্থায়ী বসবাসের সার্টিফিকেট,
৫) ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য,
৬) সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো,
৭) গেজেটেড অফিসার প্রদত্ত পরিবারের ইনকাম সার্টিফিকেট।

অফিশিয়াল ওয়েবসাইট

http://vidyasaarathi.co.in/
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Choti.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment