উচ্চপ্রাথমিকে শূন্যপদ থাকলেও নিয়োগ না করার অভিযোগ

২০১৪ সালের নোটিফিকেশন অনুযায়ী ২০১৫ সালের ১৬ আগস্ট গৃহীত হয় উচ্চ-প্রাথমিক চাকরির পরীক্ষা। অথচ ২০২১ সাল অতিক্রান্ত আজও বিভিন্ন কারণে নিয়োগ অধরা। এই দীর্ঘ ৮ বছর উচ্চ-প্রাথমিক স্কুল গুলিতে নিয়োগ না হওয়ায় যথেষ্ট শূন্যপদ সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত,এটাই উচ্চ-প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের প্রথম পরীক্ষা। কলকাতা গেজেটে উল্লিখিত ইন্টারভিউ নেওয়ার ১৫ দিন আগে পর্যন্ত বর্ধিত শূন্যপদ যোগ হওয়ার কথা। অথচ West Bengal Central School Service Commission তা যোগ না করে ১৪ হাজার ৩৯৯ টি শূন্যপদে চলতি আগস্ট মাসের ৪ তারিখ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে। এমনকি ইন্টারভিউ প্রক্রিয়াতে যে ২৫০০ হাজার মতো শূন্যপদ খালি হয়েছে তাও পরবর্তী নিয়োগে যুক্ত হবে বলে ঘোষণা করেছেন কমিশনের চেয়ারম্যান।এমত পরিস্থিতিতে বর্তমানে কমিশন প্রকাশিত Not Included এবং Rejected List সহ অন্যান্য চাকরি প্রার্থী ও তাদের পরিবার পরিজন হতাশাগ্রস্ত। তারা দীর্ঘ ৮ বছর অনেক মানসিক যন্ত্রণা,নানা জনের নানা কটূক্তি,তাচ্ছিল্য সহ্য করার পরও বঞ্চিত বলে মনে করছেন।তাদের বক্তব্য-বিকাশ ভবনের স্কুল শিক্ষাদপ্তরে RTI(Memo no.2049-GA/OM-21/2010 Dated 16/08/2019)মারফত New Setup School এর ৫১০৮ টি এবং School Service Commission কর্তৃক কোর্টে ঘোষিত ৫০০১ টি শূন্যপদের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কমিশন তাদের বঞ্চিত করছে। তাদের দাবি একই নিয়োগ প্রক্রিয়ায় প্রাইমারিতে দ্বিতীয়বার নিয়োগ হলেও উচ্চ-প্রাথমিকে ৫১০৮+৫০০১+২৫০০ সহ প্রায় ৪০ হাজার পদ থাকা সত্ত্বেও তারা বঞ্চিত।তাছাড়া প্রত্যেক বছর নিয়মিত পরীক্ষা হলে তারা উপরের শূন্যপদ গুলিতে অনেকেই চাকরি পেয়ে যেতেন বলে তারা মনে করছেন।এছাড়া নবম থেকে দ্বাদশ এর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী মানবিকভাবে নানা পদক্ষেপ নিলেও তাদের বিষয়ে কিছু ভাবা হচ্ছে না বলে তাদের অভিযোগ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment