চাকরির পাশাপাশি এই পার্ট টাইম বিজনেস করুন – Second Income Ideas.
যারা চাকরি করেন, তাদের মধ্যে অনেকেই আছেন, চাকরির পাশাপাশি পার্ট টাইম কোনো বিজনেস বা Second Income Ideas, Part Time Business করার পরিকল্পনা করেন। কিন্তু চাকরিকে বাঁচিয়ে রেখে পার্ট টাইম বিজনেস করতে গেলে কি করা যেতে পারে, ভেবে কুল কিনারা পান না অনেকেই। কারণ চাকরির পরে যে সময়টুকু তিনি বার করতে পারবেন বা ছুটি পান যে দিনগুলোতে, সেই সময়কে কাজে লাগিয়েই এই পার্ট টাইম বা সাইড বিজনেস করতে হবে। এছাড়া চাকরী করলে অন্য সংস্থায় কাজ করার অনুমতি ও থাকে না সার্ভিস রুল অনুযায়ী। কিন্তু এমন কিছু Second Income Ideas রয়েছে, যেখানে আপনি ট্যাক্স ফাইলে এই ইনকাম ও Income From other sources এ লিখতে পারবেন।
চাকরী বা শিক্ষকতার চাকরিতে যারা নিযুক্ত রয়েছেন, তারাও পাশাপাশি সাইড বিজনেস (Second Income Ideas) নিয়ে ভাবতেই পারেন। বর্তমানে শিক্ষকতাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে, তাতে শিক্ষক শব্দের সঙ্গে একটা সময় যে সম্মান এবং শ্রদ্ধা মিশে থাকত সেটা বর্তমানে আছে কিনা তাই নিয়ে বিতর্ক তৈরি হতেই পারে। সে যাই হোক, শিক্ষকতার সঙ্গেও পার্টটাইম বিজনেস Side Business করা যেতে পারে। এবার এমন কোন বিজনেস রয়েছে, যা শিক্ষকতার পেশার সঙ্গে ফাঁকা সময়ে করা যায়, একবার বিস্তারিত (Second Income Ideas) জেনে নেওয়া যাক।
Top 7 Second Income Ideas:
১. অনলাইন কোচিং Online Coaching-
শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকলে তারা পাশাপাশি অনলাইনে টিউশন দিতেই পারেন। বিভিন্ন এডুকেশনাল অ্যাপে পড়ানোর জন্য শিক্ষকের খোঁজ করা হয়। সেখানেও আপনি আবেদন করে শিক্ষকতার কাজ করতে পারেন। এই অ্যাপগুলি শিক্ষকতার বদলে ভালোই টাকা দিয়ে থাকে। এছাড়াও অনলাইনের মাধ্যমেই গৃহ শিক্ষকতাও করা যায়। বড় কোনো ওয়েবসাইটে পড়ানোর মাধ্যমে আপনি বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী পেয়ে যাবেন এবং সেখানে আপনার ওয়েবসাইট তাদের Policy অনুযায়ী ভালো টাকাই পেমেন্ট করবে।
২. ই-বুক রাইটিং E-Book Writing-
যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, সে ক্ষেত্রে আপনি বই বা ই-বুক লিখতে পারেন। নির্দিষ্ট কোনো বিষয়ের ওপরে আপনার ই-বুক PDF বা অন্যান্য কোনো ফরম্যাটে লিখে বিক্রি করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে এই ই-বুক বিক্রি করার জন্য অপশন পাবেন। এছাড়াও নিজে ওয়েবসাইট খুলেও বিক্রি করা যায়। যদি নির্দিষ্ট কোনো শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বই লিখতে পারেন বা প্রশ্নোত্তরের কোনো বই লিখতে পারেন, তাহলে সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাও উপকৃত হয়। পাশাপাশি আপনিও টাকা উপার্জন করতে পারবেন।
৩. ব্লগিং বা কনটেন্ট রাইটিং Blogging or Content Writing-
যদি কোনো বিষয়ের ওপর ভালো দখল থাকে, সেই বিষয় সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর থাকে, তাহলে নির্দিষ্ট সেই বিষয়ের উপরে ব্লগিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেমন একদিকে নিজে Domain এবং Hosting নিয়ে ব্লগিং শুরু করতে পারেন, তেমনি কনটেন্ট রাইটিং এর মাধ্যমেও বিভিন্ন ওয়েবসাইটে আপনার লেখা পাঠাতে পারেন।
আরও একটি জনপ্রিয় ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI রিজার্ভ ব্যাংক। টাকা তোলায় নিষেধাজ্ঞা।
নিজে ডোমেন এবং হোস্টিং নিয়ে পার্ট টাইম বিজনেস হিসেবে এই ব্লগিং করতে পারবেন। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই কনটেন্ট লিখে পাবলিশ করে মাসের শেষে ভালো টাকা উপার্জন করতে পারবেন।
তবে ব্লগিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথমেই ভালো রোজগার নাও হতে পারে। নিয়মিত ভালো কনটেন্ট লিখে পোস্ট করলে মানুষ যখন আপনার Blog পছন্দ করবে, তখন আপনার ভিজিটর বাড়বে এবং সেই পদ্ধতিতে আপনি মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট Social Media Management-
ইন্টারনেটের যুগে সবকিছুই সোশ্যাল মিডিয়া নির্ভর। যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দল বা কোনো সংস্থা, সকলেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়মিত খবর আপডেট দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের ভিডিও, ছবি, টেক্সট পোস্ট করে থাকেন। তাতে ক্রেতারাও আকৃষ্ট হন।
আপনি সেই সমস্ত প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেও টাকা উপার্জন করতে পারবেন। নিয়মিত আপনাকে সেই কোম্পানির প্রোডাক্ট এর ভিডিও, ক্রেতাদের রিভিউ পোস্ট করতে হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনাকে কনটেন্ট দিয়ে দেবে এবং আপনি সেটি নিয়মিত পোস্ট করতে থাকবেন। যার ফলে ক্রেতারা সেই পণ্যের উপরে আকৃষ্ট হবে এবং প্রতিষ্ঠানের বিক্রি বাড়বে। আপনি ইন্টারনেট ঘেটেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ পেয়ে যাবেন। ভালো টাকা উপার্জন (Second Income Ideas) করতে পারবেন।
বাজেটে মিড ডে মিলের বরাদ্দ কমালো কেন্দ্র, তাহলে কি কমে যাবে খাবারের মান।
৫. গাড়ি এবং বাড়ি ভাড়া Car and House Rent-
এটার জন্য একেবারে চাকরিজীবী বা শিক্ষক হতেই হবে এমন ব্যাপার নেই। এই সাইড ইনকামের পদ্ধতি সকলেই ব্যবহার করতে পারেন। যার বাড়িতে বেশ কিছু ঘর খালি রয়েছে, তারা এখন ভাড়া দেওয়ার জন্য বললেই নিমেষের মধ্যে ভাড়াটিয়া পেয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে বাড়ি ভাড়ার যথেষ্ট চাহিদা রয়েছে। ঠিক এরকম ভাবে গাড়ি ভাড়াও দিতে পারেন। আপনি কোনো ব্যক্তির কাছে গাড়ির যখন দরকার থাকবে না, তখন ভাড়া দিতে পারবেন। এভাবে প্রতি মাসে মোটামুটি একটা ভালো টাকা উপার্জন (Second Income Ideas) করতে পারবেন সহজেই।
৬. নাচ, গান, যোগা, আবৃত্তি শেখানোর ট্রেনিং সেন্টার Dance, Song,Yoga, Recitation Training Center-
পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে সমস্ত ছাত্র ছাত্রীরা কিছু না কিছু এক্সট্রা স্কিল নিয়েই থাকে। সেক্ষেত্রে গান নাচ আবৃত্তি ছবি আঁকা যোগা করা সাঁতার কাটা এই ধরনের বহু এক্সট্রা একটিভিটি রয়েছে, যা ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি শেখে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সাথে এর মধ্যে যে বিষয়ে আপনি পারদর্শী সেটি শেখাতে পারেন। শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা পার্ট টাইমে বিভিন্ন ট্রেনিং সেন্টারেও ছাত্র-ছাত্রীদের শেখাতে পারেন। এছাড়া নিজের বাড়িতেও বা কোনো জায়গা থাকলে সেখানে সেন্টার খুলে ছাত্র-ছাত্রীদের শিখিয়ে টাকা উপার্জন (Second Income Ideas) করতে পারেন।
৭. Personality Development Training-
চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন এক ব্যক্তি, তখন তার আচার-আচরণ, ব্যবহার, কথা বলা, হাঁটাচলা কি ধরনের হবে সেই বিষয়ে গ্রুমিং করাকেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলা হয়। একজন ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী সঠিকভাবে কথা বলতে শেখানো, কোন পরিবেশে কি ধরনের জবাব দিতে হয়, কোনো প্রশ্ন বুঝতে না পারলে কিভাবে সেই প্রশ্ন পুনরায় জেনে নিতে হয়, উত্তর দেওয়ার সময় বডি ল্যাঙ্গুয়েজ কিরকম থাকা উচিত, এই ধরনের বিষয়ে ট্রেনিং দিয়ে মাসের শেষে মোটা টাকা উপার্জন করা যায়। শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই ধরনের পার্টটাইম (Second Income Ideas) কাজ করতে পারেন।
Written by Rajib Ghosh.
পশ্চিমবঙ্গে ডিএ শুধুমাত্র কেন্দ্রের অর্ডারের অপেক্ষায় আটকে,