টাকার দরকার? ব্যাংক ঋণ তথা Bank Loan নেওয়ার কথা ভাবছেন? তবে সহজে লোন পেতে হলে আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অবশ্যই জেনে নিন। টাকার অভাবে অনেক মানুষই ব্যাংকে লোন নিতে যায়। কিন্তু নানা রকম বিধি নিষেধ থাকায় লোন নিতে অনেক ঝক্কি পোহাতে হয় সাধারণ মানুষকে। এমনকি অনেক ব্যাংক লোন দেওয়ার আগে সমস্ত খুঁটিনাটি তার গ্রাহকদের জানায়ও না। যার ফলে পরে বিপদে পড়তে হয় ঋণ গ্রহীতাকে (Reserve Bank Of India).
RBI Rules For Take Instant Bank Loan.
Bank Loan নেওয়ার জন্য কারোর একাউন্ট থেকে কাটা হয় বেশি সুদ। এই সমস্ত সমস্যার শেষ করল এবার আরবিআই। লোন নিয়ে ব্যাংক গুলির ওপর চাপলো কড়া নিয়ম। যার কারণে সহজ হয়ে গেল এরপর থেকে গ্রাহকদের লোন পাওয়া। যদি কোন ব্যাংক এই নিয়ম মেনে তার গ্রাহককে লোন না দেয় তাহলেই পেতে হবে শাস্তি। কি নিয়ম অনল রিজার্ভ ব্যাংক? এর মাধ্যমে কি সুবিধা হলো গ্রাহকদের? দেখুন।
RBI Rules For Take Bank Loan
আর্থিক লেনদেন স্বচ্ছ ও নির্ভুল রেখে সকল মানুষকে সমান পরিষেবা দেওয়াই রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্য। এইজন্যেই সম্প্রতি লোন নিয়ে এই ব্যাংক এনেছে বিশেষ নিয়ম। বিভিন্ন ব্যাংক এবং এনবিএফসি সংস্থা গুলির বিরুদ্ধে লোন সংক্রান্ত নানান অভিযোগ করেছেন ঋণ গ্রহীতারা। ঋণ দিতে অনীহা, ঋণের উপর বেশি সুদ নেওয়া, ঋণে গচ্ছিত রাখা সম্পত্তিতে নিরাপত্তার অভাব ইত্যাদি আরো অনেক।
খুচরো ব্যক্তিগত ঋণ (Personal Bank Loan) থেকে শুরু করে বড়ো অংকের MSME Loan দুই ক্ষেত্রেই এই সব দুর্নীতির হদিস পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাই এবার এই সব সংস্থা গুলির লোনের আদান প্রদানে কড়া নজর রাখবে আরবিআই। আর এর ফলে দেশের কোটি কোটি মানুষদের Bank Loan নিতে খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
KFS Start For Take Instant Bank Loan
KFS এর পুরো নাম হল Key Fact Statement. এটি এমন এক নথি যা স্পষ্টভাবে ঋণের (Bank Loan) শর্তাবলী ব্যাখ্যা করে। এটিতে ঋণ চুক্তি সম্পর্কিত মূল তথ্য গুলি পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে। যেমন বার্ষিক সুদের হার, প্রক্রিয়াকরণ ফি, জরিমানা, বিভিন্ন ঋণের চার্জ ইত্যাদি৷ এর ফলে ঋণ নেওয়ার আগে গ্রাহক সেই সব বিষয়ে সতর্ক হয়ে যান। ঋণ নিয়ে পরে ঝঞ্ঝাটে পড়তে হয় না।
রিজার্ভ ব্যাংক মারফত নির্দেশ এসেছে এরপর থেকে কোন গ্রাহক Bank Loan নিতে গেলেই লোন সংক্রান্ত যাবতীয় তথ্য বা কেএফএস দেখাতে হবে গ্রাহককে। যে কোনো Personal & MSME Loan সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। KFS এর তথ্য একটি চার্জ আকারে লিখিতভাবে জানাতে হবে ব্যাংক গুলিকে। দেশের সমস্ত প্রাইভেট ব্যাংক (Private Bank), পাবলিক সেক্টর ব্যাংক (Public Sector Bank) এবং এনবিএফসি সংস্থা গুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ম মানার জন্য।
সরকারি নিয়ম মেনে ব্যবসা করলে টাকা দেবে সরকার। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?
Customers Benefits For New Bank Loan
কেএফএস উল্লেখ করে দেওয়ার ফলে ঋণ গ্রহীতা সহজেই জানতে পারবে ঋণের সমস্ত খুঁটিনাটি। ফলে তিনি সেই লোন নিতে পারবেন কিনা তা আগে থেকেই আন্দাজ করতে পারবেন। কেএফএস তথ্যে ব্যাংক গুলি আগে থেকেই ঋণের সুদের হার ও চার্জ জানিয়ে দেবে গ্রাহকদের। ফলে পরবর্তীকালে কোন রকম অতিরিক্ত টাকা কাটার ভয় থাকবে না। এইভাবে আর্থিক লেনদেন আরো স্বচ্ছ ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
Written by Nabadip Saha.
স্টেট ব্যাংক গ্রাহকরা মোটা টাকা পাবেন। গ্যারান্টি ছাড়াই দেওয়া হবে!