Business Opportunities – পুজোর সময় এই 5 টি ব্যবসা সারা বছরের রোজগার এনে দেবে।

সামনেই পুজোর মরশুম আর এই পূজোতে সেরা কতগুলো ব্যাবসা (Business Opportunities) করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই সময় মানুষের সবথেকে বেশি টাকার প্রয়োজন হয়। কিন্তু যে হারে ক্রমাগত মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে ক’রে পুজোর সময় পকেটে টান পড়াই স্বাভাবিক।‌ তাহলে কী করবেন? পুজোয় কী‌ কেনাকাটা করবেন‌ না? ঘুরতে যাবেন‌ না! তা‌ বললে কী হয়? আপনাদের জন্য এমন‌ সুযোগ নিয়ে এসেছি যার জন্য এই পুজোর মরশুমে আপনাদের পকেট কখনও ফাঁকা‌ হবে না।

Advertisement

দুর্গাপুজো বাঙালিদের কাছে আনন্দের‌ উৎসব। ব্যবসায়ীরা এই সময় সবথেকে বেশি রোজগার করেন। তাই এই সময় অনেকেই ছোটখাটো ব্যবসা করেন। আপনিও যদি পুজোর মরশুমে ভরপুর আনন্দ করতে চান তাহলে এই ব্যবসাগুলি‌ শুরু করতে পারেন। এই পুজোর মরশুমে আপনাদের জন্য রয়েছে সেরা ৫ টি ব্যবসার সুযোগ (Business Opportunities) বা আইডিয়া। এর মাধ্যমে মোটা টাকা রোজগার করতে পারবেন।‌

Advertisement

Top 5 Durga Puja Business Opportunities

দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। এই সময় যেমন প্রচুর টাকা খরচ হয়, ঠিক একইভাবে ব্যবসায়ীদের রোজগারও হয় প্রচুর। নিজের শহরে এই ৫ টি ব্যবসা শুরু করতে পারলেই পুজোর মরশুমে হতে পারেন লাখপতি। নিজের সামর্থ্য মত টাকা বিনিয়োগ করে শুরু করে ফেলুন এইসব ব্যবসা (Business Opportunities)।

১) পুজোর সরঞ্জাম বিক্রিঃ- সামনেই পুজোর মরশুম। এই সময় দশকর্মার সামগ্রী সব থেকে বেশি বিক্রি হয়। আপনি যদি দশকর্মা ভান্ডার খুলতে পারেন তাহলে খুব কম বিনিয়োগেই ভালো টাকা রোজগার করতে পারবেন। তাছাড়া সব পুজোতেই দশকর্মার ভান্ডার কাজে লাগে। তাই সারা বছর ভালো মতো রোজগার করার অন্যতম মাধ্যম এটি। তবে এই ব্যবসা শুরু করতে গেলে পুজোতে ব্যবহৃত সমস্ত সরঞ্জামের বিষয়ে আপনাকে জানতে হবে। তারপর সেগুলি পাইকারি মূল্যে কিনে এনে বিক্রি করতে পারবেন।

rules-changes-from-1st-october-2023

২) ছেলেদের জামা কাপড়ের কালেকশনঃ- সারা বছর ছেলেরা কিছু না কিনলেও পুজোর আগে অন্তত একটা টিশার্ট বা প্যান্ট তো কেনেই। তবে সব জায়গায় ছেলেদের জামা কাপড়ের কালেকশন কিন্তু ভালো হয় না। তাই আপনি যদি মাত্র ১ লাখ টাকা বিনিয়োগ করে ছেলেদের জন্য ভালো কালেকশন আনেন তাহলে লাভ হবে প্রচুর।

Advertisement

৩) ইলেকট্রিক লাইটঃ- পুজোর সময় সকলেই নিজের বাড়ি ইলেকট্রিক লাইট দিয়ে সাজান। এই সময় যদি আপনি বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক লাইটের ব্যবসা (Business Opportunities) শুরু করতে পারেন তাহলে ভালো রোজগার হবে।

৪) সিটি গোল্ডের জিনিস বিক্রিঃ- সিটি গোল্ডের যে কোন সাজার জিনিস পুজোর সময় বেশ ভালোই বিক্রি হয়। নতুন ডিজাইনের কালেকশন যদি আনতে পারেন তাহলে মোটা টাকা রোজগার করতে পারবেন।

আরোও পড়ুন » LPG Gas Price – রান্নার গ্যাস এবার অর্ধেক দামে মাস চলবে। মা বোনেদের মুখে হাসি।

৫) ফাস্ট ফুডের ব্যবসঃ- পুজোর সময় ফাস্ট ফুড এর ব্যবসা রমরমিয়ে চলে। এই সময় অল্প বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করা যায় ফাস্টফুড বিক্রি করে। সারা বছর এই ব্যবসা না করলেও পুজোর সময় বেশ ভালো রোজগার করতে পারবেন আপনি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment