প্রাইমারী এবং আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে প্রায় কুড়ি লাখ চাকরী প্রার্থী টেট পরীক্ষার (TET Exam) জন্য আবেদন করে। পরীক্ষার আগেই Whatsapp Group এ ঘুরতে থাকে প্রশ্নপত্র। আর সাথে সাথেই দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে ২৩ জন অভিযুক্তকে ঘ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। আর তারপরই শিক্ষক নিয়োগ নিতে তৎপর যোগী সরকার। বাতিল হয় নির্ধারিত পরীক্ষা।
সংবাদসুত্রে জানা গেছে, খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদক্ষেপ নিলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্ধারিত সময়সূচীর পরীক্ষা বাতিল ঘোষনা করেন। এবং খুব শীঘ্রই সমস্ত পরীক্ষার্থীকে আবার পরীক্ষায় (TET Exam) বসতে দেওয়া হবে, তারজন্য আলাদা করে আবেদন করতে হবে না। তার সাথে সাথে প্রশাসন কে নির্দেশ দেন, ওই ২৩ জন অভিযুক্ত প্রকৃত দোষী হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
তাছাড়াও, উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) টেট পরীক্ষার প্রশ্নপত্র (TET Exam) ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সকে, কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্ট অনুযায়ী স্বপ্রোনণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।
পাশাপশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিগত চার বছরে নিরপেক্ষ ভাবে চার লক্ষের থেকেও শিক্ষক নিয়োগ হয়েছে। আগামী দিনেও এই ব্যবস্থা জারি থাকবে। চাকরি হোক আর কোনও পরীক্ষা, সবকিছুই স্বচ্ছ ভাবে করানো আমাদের লক্ষ্য। আজ সকালে আমি খবর পাই যে টেটের (TET Exam) পেপার কিছু অসাধু ব্যক্তি ফাঁস করে দিয়েছে। এরপর আমি সম্পূর্ণ পরীক্ষা (TET Exam) বাতিল করে দিই। যারা এই কাজ করেছে, তাঁদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে সরকারী দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ক্লিক করুন
এর পাশাপাশি তিনি চাকরী প্রার্থীদের (TET Exam) উদ্যেশ্যে আরও বলেন, এক মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আবারও পরীক্ষা নেওয়া হবে। বিনামুল্যে পরীক্ষার হলে আসতে পারবেন পরীক্ষার্থীরা।