উচ্চশিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের টিচার্স ট্রেনিং প্রোগ্রামে ভর্তি পদ্ধতি শুরু হবে এই বছরের ১ সেপ্টেম্বর থেকে। বি. এড., এম.এড, বি. পি. এড এবং এম. পি. এড. কোর্সে ভর্তির জন্য বিশেষ কিছু নিয়মনীতি তৈরি করা হয়েছে। সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত কলেজগুলি নিজেরা অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করতে পারবে। সেল্ফ ফাইনান্সড কলেজগুলি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করবে। একইভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যও এই পদ্ধতি প্রযোজ্য। এন.সি.টি.ই. নিয়ম অনুযায়ী ডেপুটেড শিক্ষকদের জন্য আসন সংরক্ষিত থাকবে। হোম ইউনিভার্সিটি এবং অন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৮০:২০ অনুপাতে ভর্তি নেওয়া হবে। স্ক্যানিং, ডকুমেন্টস আপলোডিং, আবেদন পত্র ডাউনলোড করার জন্য কোনও চার্জ লাগবে না। যোগ্য প্রার্থীদের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে চিঠি, ই-মেইল বা ফোন করে জানানো হবে। ফি এর টাকা ই-পেমেন্ট পদ্ধতিতে জমা দিতে হবে। দু’বছরের জন্য সেল্ফ ফিনান্সড কলেজে ফেরৎযোগ্য কশান ফি ৫ হাজার টাকা এবং ডেভেলপমেন্ট ফি ধরে ৭৫ হাজার টাকা লাগবে প্রতি বছরে। এগজামিনেশন ফি আলাদা। সম্পূর্ণ পদ্ধতিটি শেষ হবে ৩০ সেপ্টেম্বর।