গত ২২ এপ্রিল হাইকোর্টের নির্দেশে চাকরি যাবার পর স্কুল সার্ভিস কমিশনের ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর মামলা তথা SSC Case Update আপাতত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে বিচারের জন্য। আগামী ১৬ই জুলাই এই শিক্ষক নিয়োগ মামলাত শুনানির দিন দেওয়া হয়েছে আদালতে। কিন্তু তার আগেই সেই ২৬০০০ চাকরিহারাদের সম্পর্কে সর্বোচ্চ আদালতের কাছে বিরাট আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন।
SSC Case Update before Supreme Court Hearing
সংবাদ সুত্রে জানা গেছে, এই শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) তথ্যে নাকি গরমিল পাওয়া গেছে অনেকের। আর সেই প্রমাণ নিয়েই সুপ্রিম কোর্টে (Supreme Court) হাজির হতে চলেছে এখন SSC. এর উত্তরে কোর্ট কি বলে তার ওপরে নির্ভর করবে সেই ২৬০০০ চাকরি হারার ভাগ্য।
কী প্রমাণ করবে SSC?
সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের (SSC) সুপারিশ করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের হিসাবের সাথে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) হিসাব মেলে না। এই তথ্যগত গরমিল নিয়েই বারবার আলোচনা হয়েছিল কলকাতা হাইকোর্টে। SSC কর্তৃপক্ষ এখন তৎপরতার সাথে কাজ করে চলেছে যাতে তথ্যগত গরমিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে তুলে ধরা যায়। পর্ষদের সাথে SSC এর সুপারিশের মধ্যে যে পার্থক্য রয়েছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা করতে হবে তাদের।
আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরো ১৬ শতাংশ বাড়লো। এই তারিখ থেকেই পাবেন, কাদের জন্য এই অর্ডার?
আইনজীবীদের মত
এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, “কলকাতা হাইকোর্টে এই মামলা চলার সময় বোর্ড এবং SSC এই SSC Case Update এর হলফনামা জমা করেছিল। সেখানে দেখা গিয়েছিল যে, তাদের হিসাবে মিল নেই। এই তথ্যগত গরমিলের ভিত্তিতেই CBI তদন্তও হয়েছে।”
তিনি আরও বলেন, “SSC যদি সুপ্রিম কোর্টে আগের দেওয়া তথ্যের সাথে ভিন্ন তথ্য দেয়, তাহলে আদালত অবশ্যই সেটা বিবেচনা করবেন।”
কী হবে শিক্ষকদের ভাগ্য?
এই শিক্ষক নিয়োগ মামলার ফলাফলের (SSC Case Update) উপর নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যত। SSC এর আইনজীবীরা আশাবাদী যে, তথ্যগত গরমিলের ব্যাখ্যা আদালতকে সন্তুষ্ট করতে পারবে।
এই মামলার রায় শুধুমাত্র ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যই নয়, বরং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট SSC-এর ব্যাখ্যায় কতটা সন্তুষ্ট হবে, সেটা ১৬ই জুলাইয়ের শুনানিতেই স্পষ্ট হয়ে যাবে।
Written by Nabadip Saha.