Taruner Swapna Scheme: তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে দেবে। পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য বিরাট ঘোষণা

তরুণের স্বপ্ন প্রকল্প টাকা কবে দেবে

প্রতি বছর পুজোর পর পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে (Taruner Swapna Scheme) ট্যাবের টাকা দেওয়া হয়। মাধ্যমিক পাশের পর যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হয়, তারা প্রত্যেকে পুজোর পর ট্যাবের টাকা পেয়ে থাকেন। তবে এবছর, এই টাকা দিতে দেরি হয়েছে। তাই অনেক পড়ুয়া জানতে চাইছেন, ট্যাবের টাকা তথা tablet allowance payment কবে দেবে। বছর শেষের দিনে সেই সমস্ত পড়ুয়াদের সুখবর দিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই প্রতিবেদনে জেনে নিন, তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে দেবে। কবে একাউন্টে টাকা ঢুকবে।

Taruner Swapna Scheme Tablet Allowance Payment Date

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প একটা দারুণ সুযোগ। এই স্কিমে সরকার ১০ হাজার টাকা দেয় ট্যাবলেট বা স্মার্টফোন কিনতে। ডিজিটাল শিক্ষাকে আরও সহজ করার জন্য এটা চালু হয়েছে। সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং স্পনসর্ড স্কুল-মাদ্রাসার পড়ুয়ারা এর সুবিধা পান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রক্রিয়া চলছে। অনেক পড়ুয়া এই টাকার অপেক্ষায় আছেন।

তরুণের স্বপ্ন প্রকল্প কী এবং কেন গুরুত্বপূর্ণ

তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের একটা উদ্যোগ। এতে একাদশ শ্রেণির পড়ুয়াদের ডিজিটাল ডিভাইস কিনতে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রী পান ১০ হাজার টাকা এককালীন। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। অনলাইন ক্লাস এবং পড়াশোনার জন্য এটা খুব কাজে লাগে। এতে ডিজিটাল ডিভাইড কমে যায়।

কারা এই সুবিধা পাবেন

সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পনসর্ড স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়ারা যোগ্য। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এতে অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে থাকা দরকার। আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক এবং NPCI ভেরিফাইড হতে হবে। ভালো করে ডকুমেন্টস চেক করুন।

তরুণের স্বপ্ন প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

প্রত্যেক যোগ্য পড়ুয়া পাবেন ১০ হাজার টাকা। এটা ট্যাব, স্মার্টফোন বা অন্য ডিজিটাল ডিভাইস কিনতে ব্যবহার করা যায়। টাকা সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার হয়। কোনো ক্যাশ দেওয়া হয় না। এতে পড়াশোনা আরও সহজ হয়ে যায়। অনেক পড়ুয়া এর সুবিধা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে দেবে?

তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) নিয়ে এই বছরের জন্য অফিসিয়াল নোটিফিকেশন ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি হয়েছে। মেমো নম্বর ১৮৪০-এসসি/অ্যাপটি। টাকা ছাড়া শুরু হবে ৮ জানুয়ারি ২০২৬ থেকে। প্রকল্প উদ্বোধনের পর জেলাভিত্তিক ছাড় হবে। স্কুলগুলো বাংলার শিক্ষা পোর্টালে লিস্ট ফাইনাল করছে। iFMS পোর্টালে বিল জমা দিয়ে প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ৮ জানুয়ারি ২০২৬ থেকে টাকা ছাড়া শুরু। প্রকল্প উদ্বোধনের পর সরাসরি ট্রান্সফার হবে। জেলাভিত্তিক ধাপে ধাপে আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক থাকলে দেরি হয় না। স্কুলে খোঁজ নিন স্ট্যাটাস। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন শুরু হলো। আবেদন করার আগে নিয়ম জেনে নিন

আবেদন প্রক্রিয়া

ছাত্রছাত্রীদের আলাদা করে অনলাইনে আবেদন করতে হয় না। স্কুল থেকেই ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করে ভেরিফাই করা হয়। বাংলার শিক্ষা পোর্টালে ডেটা এন্ট্রি হয়। হেড অফ ইনস্টিটিউশন সার্টিফাই করেন। জেলা পরিদর্শকরা তদারকি করছেন। সঠিক তথ্য দিলে কোনো সমস্যা হয় না।

তরুণের স্বপ্ন প্রকল্প ২০২৫ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পড়ুয়ার স্বপ্ন পূরণ করছে। এই ১০ হাজার টাকা ট্যাব কেনা সহজ করে দিচ্ছে। স্কুলে যোগাযোগ রাখুন আপডেটের জন্য। ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে কি না চেক করুন। এতে ডিজিটাল শিক্ষায় এগিয়ে যাওয়া সহজ হবে। ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ মিলবে।

 

শেয়ার করুন: Sharing is Caring!