কলকাতা হাই কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়ার শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাঁদের ক্লাসে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও মিটছে না অশান্তি। রেজিস্ট্রার উপার্চার্যের সঙ্গে গেলে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন চত্বর। বুধবার হাই কোর্ট ওই তিন পড়ুয়ার শাস্তি প্রত্যাহার করার নির্দেশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে। বৃহস্পতিবারই তাঁদের ক্লাসে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পাওয়ার পর বুধবার বিকেলে উপাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান রেজিস্ট্রার। কার্যত কোনও কারণ ছাড়াই সেই সময় রেজিস্ট্রারের গাড়ির সামনে শুয়ে পড়েন ছাত্ররা। কোনওভাবেই রেজিস্ট্রারকে ভিতরে যেতে দেবেন না বলেই জানান তাঁরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর বাধ্য হয়েই গাড়ি ঘুরিয়ে ফিরে যান রেজিস্ট্রার