Student Credit Card Distribution – New Era Of Bengal

রাজ্যে শুরু স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ, উৎসাহিত পড়ুয়ারা। রাজ্য জুড়ে শুরু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ। প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০ জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছেন বলে নবান্ন সূত্রে খবর। এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে থেকেই ১৭০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সকল পড়ুয়ার হাতে প্রথম দফায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে তার মধ্যে ৩৬ জন উত্তরবঙ্গের। হুগলি জেলায় ৩৭ জন ও পূর্ব বর্ধমান জেলার ৩৩ জন এই কার্ড পেতে চলেছেন। অনান্য জেলাগুলির মধ্যে বাঁকুড়া থেকে ১৪ জন, মালদহ থেকে ১১ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন, উত্তর দিনাজপুর থেকে ৯ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৮ জন এই কার্ড পাবেন৷ এছাড়াও  কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে ১০ জন করে, পশ্চিম বর্ধমান ও হাওড়া থেকে ৬ জন করে, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ও আলিপুরদুয়ার থেকে ৫ জন করে, নদিয়া ও জলপাইগুড়ি থেকে ৩ জন করে, দার্জিলিং থেকে ২ জন এবং কালিম্পং থেকে ১ জন পড়ুয়া এই কার্ড পেতে চলেছেন৷ এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর জন্য সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment