মোবাইল ইন্টারনেট এর যুগ চলতে চলতেই আমরা সকলে Satellite Internet এর যুগে আর কিছুদিনের মধ্যেই প্রবেশ করতে চলেছি বলেই মনে হচ্ছে। এমনই ব্যবস্থা করতে চলেছেন স্টারলিংক (Starlink Internet) এর কর্ণধার ইলন মাস্ক (Elon Musk). বর্তমান সময়ে ভারতীয় টেলিকম বাজারে যে নামটি সব থেকে বেশি শোনা যায়, তাহলে জিও (JIO). মুকেশ আম্বানির (Mukesh Ambani) তৈরি জিও কোম্পানিটি আসার পর টেলিকম বাজারে আমুল পরিবর্তন নিয়ে এসেছে।
Satellite Internet Started By Elon Musk In India?
রিলায়েন্সের জিওকে টেক্কা দেওয়ার চেষ্টা করে চলেছে এয়ারটেল (Airtel) থেকে শুরু করে বিএসএনএল (BSNL) ভোডাফোন-আইডিয়া (VI) সব কোম্পানিই। তবে এবার আম্বানির জিওর বড় ঝটকা খাবার পালা। কিছুদিনের মধ্যেই ভারত কাঁপাতে বাজারে আসতে চলেছে, ইলন মাস্কের স্টার লিংক। আর স্টারলিংক বাজারে তাদের Satellite Internet নিয়ে আসলে তা জিও কোম্পানির পক্ষে সুখবর হবে না।
২০১৬ সালে প্রথম বাজারে আত্মপ্রকাশ করে জিও কোম্পানি। জিও বাজারে আসার পর কিছুদিন তার কাস্টমারদের ফ্রি সার্ভিস দিতে থাকে। ওই সময় বহু কাস্টমার বিএসএনএল, ভারতি এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার কানেকশন ছেড়ে জিও তে চলে আসে বা নিজেদের নম্বর রুপান্তরিত করে নেন। টেলিকম বাজারে ভারতি এয়ারটেলের অবস্থা কিছুটা ভালো হলেও বিএসএনএল এবং ভোডাফোন-আইডিয়ার অবস্থা একদমই ভালো নয়। কিন্তু এবারে Satellite Internet চলে আসলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।
টেলিকম বছরের জিও একচ্ছত্র আধিপত্য চালালেও সম্প্রতি এই কোম্পানির দিকে এক বড় ধরনের ঝটকা আসতে চলেছে। আর এই কোম্পানিটির ধাক্কা খাবে সংসদে প্রস্তাবিত নতুন টেলিকমিউনিকেশন বিলের কারণে। অনেকদিন থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার স্টার লিংক Satellite Internet নিয়ে ভারতের বাজারে প্রবেশ করবেন।
তবে ইলন মাস্কের স্টার লিংক এর Satellite Internet প্রবেশ করার পথ আরো প্রশস্ত করে দিল টেলি কমিউনিকেশন বিল ২০২৩। ইলন মাস্ক তাঁর তৈরি স্টার লিংক এর মত স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা ভারতবর্ষের বাজারে আনার জন্য পরিকল্পনা করছে। তবে তার পরিকল্পনায় এতদিন পর্যন্ত বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল স্পেকক্ট্রাম লাইসেন্স। তবে নতুন টেলিকমিউনিকেশন বিল সংসদে পেশ হবার পরে ইলন মাস্কের পথের কাঁটা কার্যত দূর হয়ে গেল (Satellite Internet).
জিও স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য স্পেক্ট্রাম নিলামে তোলার আশা করছে তবে এর জন্য একটি লাইসেন্সিং সিস্টেম আনা যেতে পারে। নতুন বিলটি স্টার লিংক এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপার এর জন্য একটি জয়। কারণ নিলামের প্যাটার্নটি বিদেশি সংস্থা গুলিকে আরো বেশি ব্যয় করতে এবং বিনিয়োগ করতে সাহায্য করেছে। যার মাধ্যমে তারা Satellite Internet নিয়ে আসতে পারবেন।
এর আগে রিলায়েন্স কেন্দ্র সরকারকে (Central Government) জানিয়েছিল যে নিলামই হল একমাত্র সঠিক উপায়। বিদেশি স্যাটেলাইট পরিষেবা (Satellite Internet) সরবরাহকারীরা ভয়েস এবং ডেটা পরিষেবার সাথে পুরনো টেলিকম সংস্থা গুলির সাথে প্রতিযোগিতাও করতে পারে। পরিশেষে বলা যায় নিলামে সুযোগ সকলেরই রয়েছে। বিদেশি সংস্থা গুলি একটি লাইসেন্সিং পদ্ধতির দাবি জানিয়েছিল।
ঘুম উড়লো Jio কোম্পানির। ভারতে ফ্রি ইন্টারনেট দেবে Elon Musk.
কারণ নিলামে খরচ এবং বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তবে ভারতে স্টার লিংক কবে তাদের Satellite Internet পরিষেবা দেওয়ার শুরু করবে সেই বিষয়েই রয়েছে সকলের নজর। আর এছাড়াও কি তারা বিনামূল্যে এই পরিষেবা দিতে চলেছে কিনা সেই দিকেও তাকিয়ে অনেকে। এই নতুন প্রযুক্তি নিয়ে সকলের মধ্যে এক নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন অনেকে।
Written By Nupur Chattopadhyay.
বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম
Welcome Elon musk.we are waiting for your starlink.