স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলার (SSC Verdict) বড় আপডেট। আজ সুপ্রীম কোর্টে SSC Case Update তথা নিয়োগ দুর্নীতি মামলায় কি সিদ্ধান্ত হলো, মামলা কোন দিকে গড়ালো, জেনে নিন।
SSC Case Update 7th May 2024
আজকের মূল তথ্য
- SSC কি তথ্য দিলো
- ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ
- বিকাশ ভট্টাচার্য্যের যুক্তি
- সুপ্রীম কোর্টের নির্দেশ।
প্রসঙ্গত গত মাসে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এরপরই মামলার রায়ের চ্যালেঞ্জ করে উচ্চ আদালত তথা সুপ্রীমকোর্টে যায়। আর সেই মামলার আজ শুনানি ছিলো। আজকের শুনানিতে SSC মামলা নিয়ে সুপ্রিমকোর্টে মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE), SSC, ও চাকরিহারাদের তরফ থেকে জানানো হয়েছে, যোগ্য ও অযোগ্য বিচার করা সম্ভব। মোট 8324 জনের নিয়োগ অবৈধ। আর এই প্যানেলের সবাই দোষী নয়। তাই হাইকোর্টের এই রায়ের ফলে ১৭ থেকে ১৮ হাজার কার্যত যোগ্য শিক্ষক ভুক্তভোগী।
SSC Case Update today
এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই নিয়ে প্রশ্ন তোলেন, যে এই সংখ্যা বা ৮৩২৪ জন যোগ্য, সেটা কিভাবে বুঝলেন?
তখন SSC জানান নাইসার কাছ থেকে তথ্য পাওয়া গেছে, এবং CBI তদন্তে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের উপর ভিত্তি করে ৮৩২৪ জনের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হলে, এঁদের চাকরিতে বহাল রাখা হোক। মাথা ব্যাথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেবো, এটা হতে পারে না। সবার চাকরি চলে গেলে হটাত করে শিক্ষক পাবো কোথায়?
এই শওয়ালের পর পাল্টা প্রশ্ন তোলে আদালত, পাল্টা সুপ্রিম কোর্ট SSC এর কাছে জানতে চায়, OMR শিট স্ক্যানিং করার জন্য যথাযথ ভাবে টেন্ডার ডাকেনি কেন School Service Commission? এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা? এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ?
অন্যদিকে মামলাকারীদের পুরো প্যানেল বাতিলের আবেদনের পেক্ষিতে আদালত (SSC Case Update) প্রশ্ন তোলেন, যে ৮৩২৪ জন অবৈধ হলে পুরো প্যানেল বাতিলের আবেদন কেন? তখন, মামলাকারী আইনজীবী পাল্টা আদালতকে জানান, টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে। এই ৮৩২৪ জনের বাইরে যে কোনও অবৈধ নেই, সেটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। স্বয়ং SSC ও নিশ্চিত করে বলতে পারছে না। SSC যদি হলফনামা দিয়ে সেই তথ্য জানায় আমাদের আপত্তি নেই। তবে বাস্তব হলো, এই পুরো নিয়োগ প্রক্রিয়ায় ১৭ রকমের দুর্নীতি করা হয়েছে। তাই এই প্রক্রিয়াটাই বাতিল করা উচিত।
এই মামলায় স্থগিতাদেশ হবে?
SSC এই মামলায় স্থগিতাদেশের আবেদন জানালে সুপ্রিম কোর্ট তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন, ‘‘পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। তার আগে আমরা কোনও শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নই।’’ এদিকে বিচারপতি পারদিওয়ালা জানান, ‘‘ প্রথমে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগই (SSC Case Update) তো বাতিল হবেই।
প্রতিমাসে কতবার ফ্রিতে ATM থেকে টাকা তুলতে পারবেন? নতুন নিয়ম জেনে নিন।
আজকে আদালতের সংক্ষিপ্ত রায় (প্রাথমিক পর্যবেক্ষণ)
১) কোলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে।
২) চাকরি বাতিল, বেতন ফেরত ও মন্ত্রী কেবিনেটের উপর তদন্তে অন্তরবর্তী স্থগিতাদেশ।
৩) তবে অযোগ্য প্রমানিত হলে, বেতন ফেরত দিতে হবে। শিক্ষকদের সেই মুচলেকা দিতে হবে।
৩) ১৬ ই জুলাই পরবর্তী শুনানি।
৪) যোগ্য ও অযোগ্য প্রার্থী আলাদা করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়।
৫) তদন্ত প্রক্রিয়া চলবে।
অর্থাৎ আগামী ১৬ই জুলাইয়ের মধ্যে যদি সঠিক যোগ্যদের তালিকা আলাদা করতে পারে তবে পুরো প্যানেল কার্যত বাতিল হবে না। আপডেট পেতে EK24 News ফলো করুন।