বর্তমানে সাবানের ব্যবসা (Soap Business Plan) বা সাবান তৈরির ব্যবসা একটি খুবই কম পূজিতে লাভজনক ব্যবসা হিসাবে পরিচিত।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বলেই দেশের সর্বত্র সাবানের চাহিদা রয়েছে (Soap Business Plan)। আর তাছাড়া অতিমারী আবহে মানুষ আরো বেশী পরিস্কার পরিচ্ছন্ন হওয়ায় সাবানের চাহিদা বহুগুনে বেড়েছে। তাই সাবান তৈরির ব্যবসার মাধ্যমে (Soap Business Ideas) সহজেই লাভ করা সম্ভব।
সাবান তৈরির ব্যবসার (Soap Business Plan) সবথেকে বড় সুবিধা হল কম পূজিতে এবং ছোট স্তরেও এই ব্যবসা শুরু করা যেতে পারে। এবং খুবই সহজেই লোন এবং সরকারী সাহায্য পাওয়া যেতে পারে। এই ব্যবসা কিভাবে শুরু করবেন, কিভাবে লোন পাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে আলোচনা করা হলো।
বিভিন্ন প্রকার সাবান (Soap Business Plan)
লন্ড্রি সাবান (Laundry Soap)
বিউটি সাবান (Beauty Soap)
মেডিকেটেড সাবান (Medicated Soap)
কিচেন সাবান (Kitchen Soap)
পারফিউমড সাবান (Perfumed Soap)
বাজারের চাহিদার ওপরে ভিত্তি করে যে কোনও ধরনের সাবানের ব্যবসা শুরু করা যেতে পারে। কিম্বা আপনার কাছে যেটি সুবিধা হবে সেটি বেছে নিতে পারেন। (Soap Business Plan)
কত টাকা লাগবে?
অনেক কম টাকাতেই সাবান তৈরির কারখানা (Soap Business Plan) খোলা যেতে পারে। আপনার সাধ্য মত বিনিয়োগ করতে পারেন। প্রথমে কম রিস্ক নিতে চাইলে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে এই ব্যাবসা শুরু করতে পারেন। বাকি টাকা লোন পেয়ে যাবেন। এবং পরে চাইলে বিনিয়োগ বাড়াতে পারেন। সাবান তৈরির ব্যবসা (Soap Business Plan) শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের মুদ্রা স্কিমের (MUDRA Yojana Loan) মাধ্যমে লোন এর জন্য আবেদন করতে পারেন। এই মুদ্রা স্কিমের লোনের মাধ্যমে সহজ শর্তে লোন পাবেন এবং সরকার ও আপনাকে সাহায্য করবে।
বড় মেশিন নিয়ে শুরু করতে চাইলে
আপনার যদি একই মেসিনে বিভিন্ন প্রকার সাবান তৈরী করতে চান, এবং বড় মেশিন এবং বেশি উৎপাদন করে আরো বেশি ইনকাম করতে চান তবে সাবান তৈরির বড় ইউনিট বসাতে হবে। আর এই মেশিন বসানোর জন্য প্রায় ১৫,৩০,০০০ টাকার খরচ হয়। এর মধ্যে ইউনিটের জায়গা, মেশিন এবং তিন মাসের ব্যাঙ্কিং ক্যাপিট্যাল যুক্ত রয়েছে। এই ১৫.৩০ লাখ টাকার মধ্যে নিজেদের শুধু ৩.৮২ লাখ টাকা খরচ করতে হবে। বাকি টাকা মুদ্রা স্কিমের মাধ্যমে লোন হিসাবে নেওয়া যেতে পারে। (Soap Business Plan)
কতটা যায়গা প্রয়োজন? (Soap Business Plan)
সাবান তৈরির ইউনিট লাগানোর জন্য প্রায় ৭৫০ বর্গফিট জায়গার প্রয়োজন হয়। এর মধ্যে ৫০০ বর্গফিট জায়গা ঢাকা থাকতে হবে এবং বাকি জায়গা ঢাকা ছাড়াই চলবে।
আয়ের পরিমাণ (Soap Business Plan)
কেন্দ্রীয় সরকারের মুদ্রা স্কিম প্রোজেক্টের প্রোফাইল অনুসারে মিডিয়াম মেসিনে ১ বছরে প্রায় ৪ লাখ কিলোর প্রোডাকশন করা সম্ভব। এর মোট ভ্যালুর পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা। সাবান তৈরির ব্যবসায় অন্য সকল খরচ বাদ দিয়ে বছরে প্রায় ৬ লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সাবান তৈরির ব্যবসায় সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে কমবেশি প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত লাভ হতে পারে। আর বড় মেশিনে বছরে ২০ থেকে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব। (Soap Business Plan)
আরও পড়ুন, আমুলের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করুন
প্রতিযোগিতার বাজারে কিভাবে ব্যাবসা করবেন?
বর্তমানে ব্যাবসায় প্রতিযোগিতা বহুগুনে বেড়ে গেছে। আর শুধু প্রডাক্ট উৎপাদন করলেই হবে না। বরং সেগুলোকে বাজারজাত করতে হবে এবং প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হবে। তারজন্য প্রয়োজন ভালো মানের প্রডাক্ট তৈরী করা, ভালো প্যাকেট করা, প্রোডাক্টের নাম আকর্ষণীয় করা, প্যাকেজিং উন্নত মানের করা এবং সর্বোপরি আকর্ষণীয় বিজ্ঞাপন করা। এই নিয়ম গুলো মেণে চললে যেকোনো ব্যবসাতেই মার্কেটে টিকে থাকতে পারবেন। (Soap Business Plan)
আরও পড়ুন, বাড়িতে এটিএম মেশিন বসিয়ে মাসে ৬০ হাজার টাকা আয় করুন
আরও পড়ুন, 90% সরকারী ভর্তুকি নিয়ে গ্রামে করুন এই ব্যাবসা