Sitaram Jindal Scholarship 2022 – সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 এ আবেদন চলছে।
স্কুল ও কলেজ পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করতে এগিয়ে এসেছে সিতারাম ফাউন্ডেশন, আর Sitaram Jindal Scholarship 2022 বা সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 এর মাধ্যমে পড়ুয়াদের সরাসরি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই স্কলারশীপে আবেদন চলছে, আবেদন করতে কি কি করতে হবে, নিয়ম কি আছে, এক নজরে দেখে নেওয়া যাক।
মাত্র ৫০% নম্বরেই পেয়ে যান সীতারাম জিন্দাল স্কলারশিপ, আবেদন চলছে, জানুন বিস্তারিত..
আপনি কি একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থী? তাহলে আপনি সহজেই পেয়ে যেতে পারবেন সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সীতারাম জিন্দাল স্কলারশিপ।
এই স্কলারশিপটি একটি বেসরকারি স্কলারশিপ, যার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক দিক থেকে অসচ্ছল অথচ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য করা। ৫০% নম্বর থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যায়।
বিভিন্ন কোর্সের জন্য এই স্কলারশিপটি বিভিন্ন অঙ্কের বৃত্তি প্রদান করে থাকে প্রতিবছর। আসুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক বিস্তারিত।
যোগ্যতা:
১) প্রথমত, আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীর পরিবারের মোট বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৩) যেসব পড়ুয়ার পরিবারে কেউ চাকরি করে তাদের পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।
৪) এই স্কলারশিপে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
৫) আপনি যদি ১ বছরেরও কম সময়ের জন্য কোনো কোর্স করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই স্কলারশিপটি প্রদান করা হবে না।
প্রয়োজনীয় নম্বর:
১) যেসব পড়ুয়ারা একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠরত তাদের এই স্কলারশিপে আবেদন করতে হলে, ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নম্বর পেতে হবে।
২) ITI এর পড়ুয়ারা যদি সরকারি ITI-এ পড়েন তাহলে কেবল পাশ মার্কস পেতে হবে এবং প্রাইভেট ITI-তে পাঠরত থাকলে ছেলেদের ৪৫% এবং মেয়েদের ৩৫% নম্বর পেতে হবে।
৩) জেনারেল স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রদের ৬০% এবং ছাত্রীদের ৫৫% নম্বর পেতে হবে এখানে আবেদন করার জন্য।
৪) ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে চাইলে, ছাত্রদের ৬৫% এবং ছাত্রীদের ৬০% নম্বর পেতে হবে।
৫) এছাড়াও, ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে চাইলে ছাত্রদের ৫৫% ও ছাত্রীদের ৫০% নম্বর পেতে হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দুর্দান্ত নতুন Scholarship, আবেদন করলেই পাবেন 12 থেকে 50 হাজার
সীতারাম জিন্দাল স্কলারশিপ এর বৃত্তিমূল্য:
১) একাদশ, দ্বাদশ শ্রেণী এবং আইটিআই-এর পড়ুয়াদের মধ্যে, ছাত্রদের বছরে ৬,০০০ টাকা এবং ছাত্রীদের বছরে ৮,৪০০ টাকা দেওয়া হয়।
২) B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM ইত্যাদি অর্থাৎ সাধারণ স্নাতক কোর্সে পাঠরত ছাত্রদের বার্ষিক ১৩,২০০ টাকা এবং ছাত্রীদের বছরে ১৬,৮০০ টাকা দেওয়া হয়।
৩) M.A., M.Sc, M.Phil, M.Com, M.Lib (Science), MBA ইত্যাদি অর্থাৎ স্নাতকোত্তর কোর্সে পাঠরত ছাত্রদের বার্ষিক ১৮,০০০ টাকা এবং ছাত্রীদের বার্ষিক ২১,৬০০ টাকা দেওয়া হয়।
৪) ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকস্তরে পাঠরত পড়ুয়াদের মধ্যে ছাত্রদের প্রতি বছর ২৪,০০০ টাকা এবং ছাত্রীদের প্রতি বছর ২৭,৬০০ টাকা দেওয়া হয়।
৫) ডাক্তারি পড়ুয়াদের মধ্যে ছাত্রদের বার্ষিক ৩০,০০০ টাকা এবং ছাত্রীদের বছরে ৩৬,০০০ টাকা দেওয়া হয়।
৬) ডিপ্লোমা পড়ুয়াদের মধ্যে ছাত্রদের বছরে ১২,০০০ টাকা এবং ছাত্রীদের বছরে ১৪,৪০০ টাকা দেওয়া হয়।
৭) উপরের বৃত্তিমূল্য ছাড়াও, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদেরকে আরও ১,২০০ থেকে ১,৮০০ টাকা প্রতি মাসে দেওয়া হয়। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন।
প্রয়োজনীয় নথিপত্র:
এই স্কলারশিপে আবেদন করতে গেলে, আপনার লাগবে:
আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
আপনার জন্মের প্রমাণপত্র
আপনার পরিবারের মোট ইনকাম সার্টিফিকেট
প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদন পদ্ধতি:
কেবলমাত্র অফনাইনের মাধ্যমেই আবেদন করা যায় এখানে। তাই, আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকেও আবেদন করতে হবে অফলাইনেই।
তার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় আবেদনপত্রটি ডাউনলোড করে সেটির প্রিন্ট আউট বের করে নিতে হবে।
তারপর আবেদনপত্রটি ভালো করে পড়ে নিয়ে, নিজের ডিটেইলস দিয়ে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
নীচে দেওয়া ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে-
The Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073.
Written by Antara Banerjee