ভালো অফার আর ফ্রি টকটাইম এবং ইন্টারনেট পেলেই নতুন সিম (SIM Card) কেনার দিন শেষ। এমনিতেই জিও আসার পর নতুন সিম কেনার হার অনেকটাই কমে গেছে। আর এবার থেকে কড়া নিয়ম চালু করলো কেন্দ্র সরকার। বেশী সিম নিলেই কেটে দেওয়া হবে আপনার সংযোগ।
কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, যে ব্যক্তিদের একাধিক সিম (SIM Card) আছে, তাঁদের তথ্য যাচাই করতে (Verification) হবে। সেই তথ্য যাচাই না করা হলে একটি ছাড়া বাকি সব নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কোন সিম রাখতে চান, তা বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। বাকিগুলি বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
কেন্দ্রের টেলিকমিউনিকেশন দফতরের তরফের প্রকাশিত সরকারী নির্দেশিকায় বলা হয়েছে, টেলিকমিউনিকেশন দফতরের তরফে তথ্য ইতিমধ্যেই প্রত্যেক গ্রাহকের ভেরিফিকেশন হচ্ছে, যদি কোনও গ্রাহকের নয়টির বেশি মোবাইল সংযোগ থাকে এবং জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং অসমের ক্ষেত্রে ছয়টির বেশী সিম রয়েছে, তাহলে তাঁদের তথ্য পুনরায় যাচাই করা হবে (SIM Card)।
কেন্দ্রের তরফে আরো জানানো হয়েছে, শুধু কোনও নির্দিষ্ট টেলিকম সংস্থার নয়টি সিম নয়, সব সংস্থা মিলিয়েই নয়টির বেশি সিমকার্ড থাকলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে (SIM Card rules in india)। এবং যেহেতু আধার লিঙ্ক করেই এখন সিম কার্ড দেওয়া হয়, তাই কোন গ্রাহকের কতগুলো সিম সেটা জানতে বেশী বেগ পেতে হবে না টেলিকমিউনিকেশন দফতরের।
বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে এখুনি দেখুন
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আর্থিক দুর্নীতি, ভুয়ো ফোন, জালিয়াতির মতো বিষয়ে রাশ টানতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত গ্রাহকের ভেরিফিকেমন করা যায়নি, সেই নম্বরগুলি ডেটাবেস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নিয়ম মোতাবেক, যাদের ভেরিফিকেমন হয়নি, সেগুলির গ্রাহকরা যদি সিম ছেড়ে দিতে চান, তাহলে সেই সিমগুলির ডেটা পরিষেবা-সহ আউটগোয়িং’ পরিষেবা দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। ইনকামিং পরিষেবা বন্ধ হয়ে যাবে ৪৫ দিনের মধ্যে। যদি গ্রাহকরা পুনরায় তথ্য যাচাই না করেন, তাহলে ৬০ দিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যে সময়সীমা ইতিমধ্যেই ৭ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
কম বাজেটে বছরের সেরা ফোন, পাবেন বড় ডিস্কাউন্ট
আরও পড়ুন, বছর শেষে ধামাকা অফার, ১০৭ টাকায় আনলিমিটেড