Share Market price hike after G20 conference: জি২০ শীর্ষ সম্মেলনে ভারত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স। জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভারত গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স লঞ্চ করে। এই উদ্যোগে সম্মেলনে আসা সকল দেশকে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বায়ো ফুয়েল নিয়ে ঘোষণার পর থেকেই বিষয়টি বেশ চর্চায় রয়েছে। কেননা এরপরই আখ ও চিনির সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি কোম্পানির শেয়ার মূল্য তরতরিয়ে বাড়তে শুরু করেছে। গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স ঘোষণার পর কোন কোন কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে জেনে নিন প্রতিবেদন থেকে।
গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স কী?
গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স আসলে কি তা আগে জেনে নেওয়া দরকার। এই চুক্তির মধ্যে দিয়ে কি করতে চাইছে ভারত? আসলে গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের মধ্যে দিয়ে ইথানলের ব্যাবহার বাড়াতে চাইছে। বর্তমানে ৯০ শতাংশ পেট্রোলের সঙ্গে ১০ শতাংশ ইথানল মিশিয়ে জ্বালানি তৈরি করা হয়। ভারত সরকার পরিমানটা বাড়াতে চাইছে। যেখানে ইথানলের পরিমান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার কথা বলা হয়েছে গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের মধ্যে দিয়ে।
গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের উদ্দেশ্য
গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের মধ্যে দিয়ে ইথানলের ব্যবহার বাড়ানোর দিকে বেশ কিছু কারণও রয়েছে যেমন বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এদিকে ভারত ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে বাইরে থেকে। এতে করে খরচ যেমন বেশি, তেমন পেট্রোল ও ডিজেল পরিবেশের অনেক ক্ষতিও করে। একদিকে খরচ কমাতে, অন্যদিকে পরিবেশ রক্ষা করতে ইথানলের ব্যাবহারের উপর গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।
বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি(Share Market price hike)
কিন্তু প্রশ্ন হল ইথানলের ব্যবহারের সঙ্গে আখ ও চিনির ব্যবসার শেয়ার বৃদ্ধির কি সম্পর্ক রয়েছে। অবশ্যই সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক খুব গভীর। আসলে বায়ো ফুয়েল বা ইথানল এক প্রকার জৈব জ্বালানি। যা সাধারণত খড়, আখের ফেলে দেওয়া অংশ, গাছের বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে তৈরি হয়। একই ভাবে আখ থেকে চিনি তৈরি করার সময় উপজাত দ্রব্য হিসাবে পাওয়া যায় ইথানল। আর তাই বায়ো ফুয়েল অ্যালায়েন্স ঘোষণার পর থেকে আখ ও চিনির সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলির শেয়ার(Share Market) তরতরিয়ে বাড়ছে। কোন কোন কোম্পানির নাম রয়েছে এই তালিকায়, জেনে নিন-
১) ইআইডি প্যারি: দক্ষিণ ভারতে অবস্থিত এই কোম্পানি চিনি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম। গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স ঘোষণার পর থেকে এইড প্যারি নামক এই কোম্পানির শেয়ার একদিনে ৩.৩ শতাংশ বেড়েছে। বর্তমানে এই কোম্পানি এই ব্যবসায় ২৮৬ কোটি টাকা বিনিয়োগ করে দৈনিক ৫৮২ কেজি ইথানল প্রস্তুত করার লক্ষ্যে এগোচ্ছে।
২) ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: ভারতের অন্যতম সুগার প্রস্তুত কারক সংস্থা হলো ডালমিয়া ভারত সুগার। এই চুক্তি ঘোষণার পর এই সংস্থার প্রায় ৬ শতাংশ শেয়ার বৃদ্ধি হয়েছে। এই কোম্পানি দৈনিক ২৫০ কিলো লিটার ইথানল প্রস্তুত করার উদ্দেশ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
৩) শ্রী রেনুকা সুগার: গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স ঘোষণার পর সবচেয়ে বেশি শেয়ার বৃদ্ধি ঘটেছে শ্রী রেনুকা সুগার কোম্পানির। এই সংস্থার প্রায় ৭ শতাংশ শেয়ার বৃদ্ধি ঘটেছে। আর তাই আগামী দিনে দৈনিক ১২৫০ কিলোলিটার ইথানল উৎপন্ন করার দিকে এগোচ্ছে এই কোম্পানি। এর জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগও করেছে সংস্থা।
Disclaimer~
এই প্রতিবেদনটিতে শুধুমাত্র শেয়ার বাজার(Share Market) সম্পর্কিত খবর দেওয়া হয়েছে শেয়ারবাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকিপূর্ণ তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান অর্জন করা প্রয়োজন।
আরোও পড়ুন » Aadhaar Card Fraud – ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?