Shah Rukh Khan Scholarship: মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সমস্ত খরচ দেবে শাহরুখ খান। কিভাবে এই স্কলারশিপে আবেদন করবেন?

মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যাতে কোনভাবেই বাধাপ্রাপ্ত না হয়, তার জন্যই চালু রয়েছে বিভিন্ন বৃত্তি প্রকল্প। আর Shah Rukh Khan Scholarship তার নবতম সংযোজন। এটি একটি প্রাইভেট স্কলারশিপ (Private Scholarship), তাই আবেদনের আগে সমস্ত তথ্য জেনে নেওয়া জরুরী।

Shah Rukh Khan Scholarship

সরকারি ও বেসরকারি তরফে চালু থাকা বিভিন্ন স্কলারশিপগুলি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে। ভারতবর্ষের জনপ্রিয় বেশ কিছু স্কলারশিপ সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। তবে আজকে আলোচনা করব শাহরুখ খান বৃত্তি সম্পর্কে (Shah Rukh Khan Scholarship)। এই বৃত্তি প্রকল্পটি সম্পর্কে অনেকেই জানেন না (Shah Rukh Khan Scholarship)। তাই আপনাদের জন্য রইল পর্যাপ্ত সমস্ত তথ্য।

আপনারা নিশ্চয়ই ভাবছেন কিভাবে এই স্কলারশিপের আবেদন জমা করবেন, কিভাবে এই স্কলারশিপের আবেদনের সময় জানা যাবে, স্কলারশিপের আবেদন যোগ্যতা কি ও‌ স্কলারশিপের জন্য কোন কোন নিয়ম মানতে হবে (Shah Rukh Khan Scholarship)। আসুন সেই বিষয়ে এবার বিস্তারিত জানা যাক।

Shah Rukh Khan La Trobe University PhD Scholarship

২০১৯ সালে বলিউডের বাদশা শাহরুখ খান এই বৃত্তি প্রকল্প চালু করেছিলেন। অর্থাৎ আজ থেকে কয়েক বছর আগে, অস্ট্রেলিয়ায় অবস্থিত লা ট্রোব ইউনিভার্সিটি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন মিলে ‘শাহরুখ খান স্কলারশিপ’টি আরম্ভ করেছিলেন। কিন্তু ২০১৯ সালের পর থেকে করোনা অবহে সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়ে। তাই মাঝে দুই বছরের জন্য বন্ধ হয়ে যায় সংশ্লিষ্ট বৃত্তি প্রকল্পটি। কিন্তু আবার ২০২২ সালে বৃত্তিটি পুনরায় চালু করা হয়। ২০২৪ সালে ‘শাহরুখ খান স্কলারশিপে’ (Shah Rukh Khan) কিভাবে আপনি আবেদন জমা করবেন, চলতি বছর আবেদনের ক্ষেত্রে কোন কোন নিয়ম মানতে হবে (Shah Rukh Khan Scholarship) বিস্তারিত জেনে নেওয়া যাক।

Shah Rukh Khan Scholarship Amount

প্রধানত শাহরুখ খান স্কলারশিপটি বিশ্বের দরবারে মেয়েদের আরো স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে ও তাঁদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়। এই স্কলারশিপ যেটি পূর্ণ নামে ‘The Shah Rukh Khan La Trobe University PhD Scholarship’ নামে পরিচিত, সেটি ভারতীয় নারীদের রিসার্চ স্কলারশিপ হিসেবে চার বছরের জন্য খরচ বহন করে। যার মূল পরিমাণ ২ লক্ষ ২৫ হাজার AUD (Australian Dollar) অর্থাৎ তা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা।

এই স্কলারশিপে নারীরা চার বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রিসার্চ করার সুবিধা পাবেন। এক একজনের জন্য খরচ-এর পরিমাণ ৩৩ হাজার AUD। এর পাশাপাশি, স্বাস্থ্যবীমা তথা Medibank-এর সুবিধা প্রদান করা হয়। বহন করা হয় ভিসার যাবতীয় খরচ। তিনি যদি ভারত থেকে মেলবোর্ন যেতে চান তাহলে সেই খরচের হিসেবে ৩ হাজার AUD থাকবে।

Shah Rukh Khan Scholarship Eligibility

এখন প্রশ্ন হল শাহরুখ খান স্কলারশিপ কারা পাবেন? আসুন জেনে নেওয়া যাক স্কলারশিপের আবেদন যোগ্যতা সম্পর্কে।

১) এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন ভারতীয় মহিলারা।
২) ভারতীয় মহিলারা যারা মাস্টার্স গ্রাজুয়েট করেছেন, তাঁরা এই বৃত্তির জন্য উপযুক্ত।
৩) সিলেক্টেড মহিলা শিক্ষার্থী ইউনিভার্সিটি থেকে মোট আটটি বিষয়ে পিএইচডি করতে পারবেন।
৪) শিক্ষার্থীকে অবশ্যই ইউনিভার্সিটির থেকে তুল্যমূল্য নম্বর হিসেবে ৭০% নম্বর পেয়ে থাকতে হবে।

La Trobe University PhD Scholarship

একজন শিক্ষার্থী যিনি শাহরুখ খান স্কলারশিপ এর দ্বারা উপকৃত হচ্ছেন, তিনি আটটি বিষয়ে পিএইচডি করতে পারবেন সেটি আমরা জেনেছি। এখন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে PHD করা যাবে। অর্থাৎ কোন কোন প্রজেক্টে রিসার্চ করা যাবে।

১) ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুদের পাদুকা বিষয়ে,
২) ব্যাক্টেরিওফাজ এর বিষয়ে গবেষণা,
৩) বৃদ্ধাবস্থায় ভালো থাকার উপায়,
৪) যত্ন নেবার রীতিনীতি,

আরও পড়ুন, আবেদন করুন বিরাট কোহলী স্কলারশিপে। প্রত্যেকে ১২,০০০ টাকা করে পাবেন। কীভাবে আবেদন করবেন?

৫) সারা বিশ্বে ভারতীয় ওষুধের বানিজ্যিক প্রভাব,
৬) আবহাওয়ার পরিবর্তনে মাটির উর্বরতা,
৭) মাটি বিষয়ক গবেষণা,
৮) যৌন নিগ্রহে অ্যালকোহল এবং অন্যান্য ওষুধের প্রভাব।

Shah Rukh Khan Scholarship Application Procedure

এবার চলে আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। তা হলো স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। শিক্ষার্থী যদি এই স্কলারশিপের আবেদন জমা করতে চান, তাহলে ২০২৪ সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখের মধ্যে EOI (Expression of Interest) এর আবেদন জমা করতে হবে। সফল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে অক্টোবর মাসের মধ্যে। যাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তাঁরা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন জমা করবেন।

click here red button

আগামী বছরের শুরুর দিকে ঘোষণা করা হবে কারা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হলেন। ২০২৫ সালের মাঝামাঝি থেকে সেই শিক্ষার্থী নিজের রিসার্চ শুরু করতে পারবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে নজর রাখুন বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে।
এছাড়া স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment