মিড ডে মিল প্রসঙ্গ এখন স্কুলের প্রাঙ্গন ছাপিয়ে রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে Mid Day Meal এর হিসাব নিয়ে কেন্দ্র ও রাজ্যের এক ঠান্ডা যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরেই। কেন্দ্রের এক দফা ভিজিট এর পর আবার টিম পাঠাচ্ছে দিল্লী। আর অন্যদিকে Mid Day Meal এর হিসেব, রান্না, বাজার প্রভৃতি নিয়ে শিক্ষকদের বাড়তি চাপ পড়ছে, এই দাবীতে মিড ডে মিল থেকে অব্যাহতি চেয়েছিলেন শিক্ষকদের একাংশ। আর সেই দাবীর আংশিক পূরণ হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।
স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে কাজের চাপ অনেকটাই লাঘব হতে চলেছে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এবার রাজ্যের স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে? এবার থেকে স্কুলের মিড ডে মিল (Mid-Day-Meal) পরিচালনা সংক্রান্ত কোনো কাজের দায়িত্বই আর শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের উপর থাকছে না। তার পরিবর্তে স্বনির্ভর গোষ্ঠীগুলির (SHG) মাধ্যমে যে মহাসংঘগুলি তৈরি হয়েছে, তার উপরেই স্কুলের Mid Day Meal পরিচালনা সংক্রান্ত আয় ব্যয়ের হিসাব, খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে শীঘ্রই একটি গাইডলাইন প্রকাশ করবে বলে জানা গিয়েছে।
এতদিন পর্যন্ত স্কুলের মিড ডে মিল পরিচালনা সংক্রান্ত আয় ব্যয়ের হিসাব, খাদ্যদ্রব্য কেনা, আরো Mid Day Meal সংক্রান্ত যাবতীয় কাজের দেখভালের দায়িত্ব ছিল স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের উপরে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যৌথভাবে রাজ্যের বিভিন্ন স্কুলের Mid Day Meal প্রকল্প সরোজমিনে খতিয়ে দেখেছেন। বিরোধীদের তরফে রাজ্যের Mid Day Meal প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। আর সেই অভিযোগের উপর ভিত্তি করে কেন্দ্রীয় প্রতিনিধি দল মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখেছে।
Mid Day Meal প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীঃ
তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সেরকম কোনো দুর্নীতির সংক্রান্ত অভিযোগের প্রমাণ দেখতে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের স্কুলগুলির পরিচালনা সংক্রান্ত আয় ব্যয়, হিসাব নিকাশ সম্পূর্ণ ক্যাগ অডিট (CAG Audit) করতে হবে। এই অডিটের প্রক্রিয়া রাজ্যের তরফে খুব শিগগির শুরু করা হবে। আর যখন মিড ডে মিল সংক্রান্ত হিসাব নিকাশ করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ক্যাগ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তখনই রাজ্য সরকার মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ, খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে তৈরি হওয়া মহাসংঘগুলির উপরে তুলে দিতে চলেছে।
রাজ্যের মুখ্যসচিব ইতিমধ্যে প্রতিটি জেলার জেলাশাসককে যত শীঘ্র সম্ভব স্বনির্ভর গোষ্ঠীগুলির অধীনে মহাসঙ্ঘগুলি তৈরি করার নির্দেশ দিয়েছেন।
প্রথমেই পুরো রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু হচ্ছে না। প্রতিটি জেলার ৪-৫টি ব্লকে মিড ডে মিল প্রকল্পের সম্পূর্ণ হিসাব নিকাশ সহ খুঁটিনাটি দায়িত্ব দেখভালের জন্য তুলে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে মহাসঙ্ঘগুলির উপরে।
আরও পড়ুন, জ্বর, সর্দি, কাশি ভাইরাস মোকাবিলা করতে নির্দেশিকা দিল স্বাস্থ্য দপ্তর। আতঙ্কিত না হয়ে জেনে নিন।
কবে নাগাদ নতুন প্রক্রিয়া চালু হবে?
এপ্রিল মাস থেকে এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। নবান্নের তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থা চালু হওয়ার পরে যদি সাফল্য আসে তাহলে পুরো রাজ্য জুড়ে এই প্রক্রিয়াতে মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা করা হবে।
ফলে রাজ্যের স্কুলগুলিতে চলা মিড ডে মিল প্রকল্পের পুরো প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেদিকেই নজর দিয়েছে নবান্ন। যদিও তৃতীয় কোনওসংস্থায় Mid Day Meal এর দায়িত্ব দিলে খাবারের মান কেমন হবে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
সংবাদসুত্র, নিউজ 18 বাংলা।
Written by Rajib Ghosh.