School Reopen WB – প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস কবে খুলবে, জানালেন শিক্ষামন্ত্রী

অবশেষে দীর্ঘ কুড়ি মাস পর আগামী মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে স্কুলের দরজা (School Reopen WB)। করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস করোনা বিধি মেনেই হবে রাজ্যে। রবিবার শিক্ষামন্ত্রী আরও একটা খুশির খবর জানিয়েছেন।

আজ কলকাতার কলেজ স্কোয়ারে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে (School Reopen WB)। তবে কলেজ বিশ্ববিদ্যালয়েরও ক্লাস চালু হচ্ছে। এরপর ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরুর ভাবনা রয়েছে শিক্ষা দফতরের। তিনি আরও বলেছেন, শিক্ষা দফতরের চিন্তাভাবনা রয়েছে ধাপে ধাপে বাকি শ্রেণির ক্লাস যত দ্রুত সম্ভব খোলা যায়। তবে সবটাই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। যেহেতু ১ থেকে ১৮ বছরের কারোরই টিকাকরণ হয় নি, তাই আগামী মঙ্গলবার থেকে স্কুল খুললেও চিন্তায় রয়েছে শিক্ষা দফতরের। তাই অফলাইনের সঙ্গেই অনলাইন ক্লাসকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের বোর্ড পরীক্ষা রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবেই আগে উঁচু ক্লাস খোলা হয়েছে, সেই সাথে স্বাস্থ্যের দিকটাও মাথায় রাখতে হবে।

আরও পড়ুন,  সুখবর, ফুল পেন দিয়ে স্কুলে স্বাগত জানানো হবে রাজ্যের পড়ুয়াদের

অন্যদিকে স্কুল খোলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। ক্লাসে মাস্ক পরা, টিফিন শেয়ার না করা, দূরত্ব বজায় রাখা, ক্লাস শুরুর আধঘন্টা আগে আসতে হবে, এইধরনের একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। যদিও করোনার টিকা না পাওয়া পড়ুয়াদের স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। যদিও সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়ে স্কুল খুলতে (School Reopen WB) রাজ্যকে নির্দেশ দেয় আদালত। মামলাকারীর আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানায়, প্রতিদিন ১০ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হলে স্কুলের ১৫ শতাংশ পড়ুয়াই উপস্থিত থাকবে।

দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সব রাজ্যে অনেক আগেই স্কুল খুলে গিয়েছে। তাই করোনা বিধি মেনেই রাজ্যে খুলছে স্কুল। রাজ্যের এই জবাবে সন্তুষ্ট হয়ে স্কুল খোলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। (School Reopen WB)

Breaking News –  স্কুল খোলার প্রাক্কালে শিক্ষকদের জন্য শিক্ষাদপ্তরের একগুচ্ছ নির্দেশিকা(পড়তে ক্লিক করুন)।

দুদিন আগেই স্কুল খোলা নিয়ে অভিভাবকদের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্কুলে আসা নিয়ে কোনও রকম জোরাজুরি করা হবে না। পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বাবা মা চাইলে তবেই পড়ুয়াদের স্কুলে পাঠাবেন।

এদিকে শিক্ষাবর্ষও শেষের পথে, তাই প্রথম দুই সপ্তাহ পর্যবেক্ষণে রেখে বাকি ক্লাস গুলো খুলতে চায় শিক্ষাদপ্তর, প্রাথমিক শিক্ষা বোর্ড (WBBPE) এবং মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যদি ক্লাস চালু করা যায় সেক্ষেত্রে কিছুটা সিলেবাস শেষ করা যাবে। আর সেই ভাবনাচিন্তাই চলছে। যদিও পুরো ডিসেম্বর মাস রেজাল্ট, বদলী, ও ছাত্র ভর্তির কাজ হয়। তাই কার্যত ক্লাস চালু না হলেও, খোলা থাকছে স্কুল।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment