রাজ্যে স্কুল খোলার (School Reopen) পর শুরু হয়েছে নিয়মিত ক্লাস, তবে উপস্থিতি নিয়ে ভাবাচ্ছে প্রশাসনকে। অন্যদিকে প্রতিদিন ক্লাস করানোর নিদান দিচ্ছেন শিক্ষকেরা। আবার অভিভাবকদের আক্ষেপ, ভিডিও গেমে মেতে আছে পড়ুয়ারা। তাই নয়া সিদ্ধান্ত শিক্ষাদপ্তরের। এবার পড়ুয়াদের বাড়িতে গিয়ে স্কুলে ফেরাতে হবে ছাত্রছাত্রীদের।
রাজ্য স্কুল শিক্ষাদপ্তর সুত্রে জানা গেছে, উপস্থিতির হার বৃদ্ধি করতে এবার স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠাল বিকাশ ভবন। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিজেরদের উদ্যোগেই, বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফেরার আবেদন করছেন শিক্ষকরাও। করোনা ভাইরাসের ভয় তো আছেই, সেই সঙ্গে অনেক পড়ুয়া স্কুল বন্ধ থাকায় অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তাই এই অনীহা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার সরকারী ভাবেই তৎপরতার সঙ্গে বিষয়টাতে নজর দেওয়ার কথা বলেছে শিক্ষা দফতর (School Reopen)।
RTE Act বা শিক্ষার অধিকার থেকে একজনও যেন বঞ্চিত না হয় তাই দুয়ারে পৌঁছে যাচ্ছেন বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন জেলায় দেখা গিয়েছে সেই ছবি। দক্ষিন ২৪ পরগনা সহ একাধিক জেলায় স্কুল পরিদর্শকের তরফে স্কুলে অনুপস্থিত পড়ুয়াদের স্কুলে ফেরানোর নির্দেশ পাওয়ার পরেই স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের বাড়িতে পৌঁছে যান। তাদের স্কুলে ফিরিয়ে আনার অভিযান শুরু হয়। School Reopen
রাজ্যের এক স্কুল পরিদর্শক বলেন, অধিকাংশ স্কুলেই পরুয়ার সংখ্যা স্বাভাবিক। তবে উপস্থিতির হার কমেছে অনেক স্কুলেই। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকা এর অন্যতম কারন। তাই বাচ্চারা যাতে ড্রপ আউট না হয়, তাই শিক্ষকেরাই পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে অবস্থা খতিয়ে দেখেছে।
আরও পড়ুন, উপস্থিতি কম, আবার চালু হচ্ছে প্রতিদিন ক্লাস, প্রস্তাব গেল।
স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কম, তা স্বীকার করেছেন শিক্ষকেরাও। এবার শিক্ষকদেরই পদক্ষেপ নিতে হবে। এবার তাই সরকারী নির্দেশ এলো বিভিন্ন জেলায়। সংবাদসুত্র, এইসময়। আরো আপডেট আসছে। (School Reopen)