School Reopen Supreme Court Order – স্কুল খোলা নিয়ে আজ কি নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

অতিমারীর ফলে দেড় বছর ধরে বন্ধ স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (School Reopen Supreme Court Order)। সেই একাধিক মামলার কজ মেটার একই হওয়ায় একই সাথে শুনানি হয়। আর সেই মামলায় কি নির্দেশ দিলো সুপ্রীম কোর্ট, সুপ্রীম কোর্টের কি পর্যবেক্ষণ, সেই নিয়ে রইলো বিস্তারিত আলোচনা।

করোনার দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও উৎসবের আবহে নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে পুজো মিটলেই বাংলায় স্কুল খোলার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে করোনা মহামারী শুরুর পর থেকে গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। কিন্তু করোনা ফাঁস আলগা হতেই এবার দেশের প্রায় প্রতিটা রাজ্যেই নতুন করে শুরু হয়েছে স্কুল কলেজ খোলার তোড়জোর। আর স্কুল কলেজ খোলা নিয়ে একাধিক মামলা ও চলছে সুপ্রীম কোর্টে। সেই মামলার শুনানিতে সুপ্রীম কোর্টের পর্যবেক্ষণ, বেঁধে দেওয়া যাবে না নির্দিষ্ট সময়। School Reopen Supreme Court Order

এদিকে স্কুল খোলার দাবিতে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। বিচারপতিদের সাফ দাবি বর্তমানে যে সঙ্কট চলছে তা মাথায় রেখে তারা তারা কোনোভাবই কোনও রাজ্যকে অফলাইন মোডে পড়াশোনা পুনরায় চালু করার জন্য নির্দেশ দিতে পারে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পটতই বলছেন, এই বিষয়ে এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারি না। পুনরায় স্কুল চালু বা অফলাইন মোডে শিক্ষাব্যবস্থা শুরু করার পক্ষে এখনও অনেক পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। School Reopen Supreme Court Order

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সাফ কথা, আমরা সবেমাত্র দ্বিতীয় তরঙ্গ (COVID) থেকে বেরিয়ে এসেছি। আমরা জানি না পরবর্তী ঢেউ কবে কখন আসবে। উদ্বেগ রয়েছে চারপাশে। এমতাবস্থায় শিশুদের ফের স্কুলে ফেরানোর সিদ্ধান্ত পুরোপুরি ভাবই স্বতন্ত্র পদ্ধতিতে রাজ্যগুলি নেবে। School Reopen Supreme Court Order

তবেকি পুজোর পরও স্কুল খুলবে না? (School Reopen) প্রসঙ্গত ইতিমধ্যেই শিশুদের ভ্যাক্সিন দেওয়া নিয়ে সবুজ সঙ্কেত মিলেছে। অন্যদিকে সুপ্রীম কোর্ট রাজ্যের পরিস্থিতির উপর সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছেড়ে দিয়েছে। আবার সারা ভারতের কোভিড কেস যেখানে বেশি, সেই মহারাষ্ট্রে ৪ নভেম্বর থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে। এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সুত্রের খবর, সবকিছু ঠিক ঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝি স্কুল খুলছে রাজ্যে।

অন্যদিকে অনলাইনে ক্লাস (online class) করার জন্য অনলাইনেই পরীক্ষা (online exam) নেওয়ার দাবিতে বৃহত্তর জনমত গড়ে তুলছে Students Unity Forum. অনলাইনে পিটিশন সাইন করছেন তারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া ও অভিবাবক তাতে সাইন করছেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment