গরমের ছুটি নিয়ে বড় আপডেট জানালো রাজ্যের শিক্ষা মহল। ইতিমধ্যেই বছরের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গরমের ছুটি (Summer Vacation) পড়ে গিয়েছে রাজ্যের স্কুলগুলিতে। গত ২২ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে এই ছুটি যা জুন মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা। এদিকে মে মাস শেষ হতে আর মাত্র ১০ দিন। অর্থাৎ স্কুল খোলার সময় এগিয়ে আসছে। কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে ক্রমশ। গরম থেকে স্বস্তি মিলছে না কোনভাবে।
School reopen after Summer Vacation in West Bengal
তাই এই মুহূর্তে রাজ্যে শিক্ষা দপ্তর পরিকল্পনা করছে যদি গরম একই জায়গাতে থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ছুটির মেয়াদ আরো বাড়ানো হবে। অন্যদিকে মাঝে গরম কিছুটা কমায় শিক্ষকদের একাংশ ছুটি কমিয়ে স্কুল শুরু করার আবেদন জানিয়েছিলেন। কারন স্কুলে স্কুলে এখন একাদশ শ্রেণীতে ভর্তি ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়ার কাজ চলছে। তাহলে Summer Vacation কাটিয়ে ঠিকঠাক কবে খুলছে স্কুল? কত তারিখ পর্যন্ত বাড়লো ছুটি? জেনে নেব শিক্ষা দপ্তরের আপডেট।
আপদকালীন গরমের ছুটি
তীব্র গরমের দাবদাহে পুড়ে চলেছে বাংলা। মাঝে এক সপ্তাহ গরমের হাত থেকে রেহাই পেয়েছিল রাজ্যবাসী। আবার যেই কে সেই। বেলা ১০ টা বাজলেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। বিকাল ৪ টা পর্যন্ত রোদের তাপে বাইরে পা রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্কুলগুলিতে দিয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি। বছরের প্রথমে ঘোষণা করা হয়েছিল এ বছর গরমের ছুটির (Summer Vacation) পরিমাণ কমানো হবে। মোট দশ দিন থাকবে সেই ছুটি যা মে মাসের ৬ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু পরে তাপমাত্রার দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী স্বয়ং ২২ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। ১০ দিনের বদলে মোট ২২ দিন ছুটি দেওয়া হয়েছে রবিবার এবং অন্যান্য ছুটির দিনগুলি বাদ দিয়ে। আগামী ২ জুন ছুটি শেষ হয়ে আবার স্কুলগুলি চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে কি খোলার সম্ভাবনা রয়েছে স্কুলগুলি?
আরও পড়ুন, এই প্রকল্পে আবেদন করলেই ছেলে মেয়ে সবাই মাসে ২৫০০ টাকা পাবেন।
চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে খুব দরকার না পড়লে কারোরই বাইরে না বেরোনো ভালো। সেইসঙ্গে প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ জল এবং গ্লুকোজ খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা । কারণ এই গরমে শরীর জলশূন্য হয়ে পড়লেই ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা। তাই এই পরিস্থিতিতে কোন বাড়ির অভিভাবকই তার সন্তানকে স্কুলে ছাড়তে চাইছেন না। কারণ এমনটা শোনা গেছে মাঝেমধ্যেই ক্লাস করতে এসে নাকি অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।
স্কুল কবে খুলবে?
আবার অনেকে অতিরিক্ত গরমে ঘাম হয়ে নিস্তেজ হয়ে পড়েছে। তাই শিক্ষা দপ্তরের কাছে অভিভাবকদের আর্জি গরম না কমা পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হোক। অভিভাবকদের সেই মতকে মান্যতা দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটির (Summer Vacation) পর স্কুল খোলার দিন জানানো হবে। অর্থাৎ যতদিন না আবহাওয়া নিয়ন্ত্রণে আসছে স্কুল খোলার সম্ভাবনা নেই। তবে আজ থেকে দক্ষিনবঙ্গে নিন্মচাপ এর কারনে আবহাওয়া কিছুটা সস্তিদায়ক হবে, এবং জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা ঢোকার কথা। তাই জুন মাসের প্রথম সপ্তাহেই স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.