স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Offer) দেশের অন্যতম সরকারী ব্যাঙ্ক, আর সবচেয়ে বেশি গ্রাহক এই ব্যাঙ্কে। এই বিপুল সংখ্যক গ্রাহকদের সুখবর দিয়ে নতুন অফার দিলো SBI.
সারা দেশের কোটি কোটি SBI গ্রাহকদের সুখবর দিয়ে নতুন স্কীম (SBI Offer) চালু করলো দেশের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক State Bank of India. ইতিমধ্যেই কিছু দিন আগে State Bank of India একটি ট্যুইট মাধ্যমে জানায় যে এখন থেকে স্টেট ব্যাঙ্কের যেকোনো শাখায় অ্যাকাউন্ট থাকলেই এইকি সাথে এই তিনটি সুবিধা সম্পূর্ণ বিনামুল্যে নিতে পারবেন। যা জন্য নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 3 in 1 Account. যেখানে গ্রাহকরা পেয়ে যাবেন একটি অ্যাকাউন্ট এ তিনটি সুবিধা।
3-in-1 Account এ কি কি মিলবে (SBI Offer) ?
আগে যেসমস্ত গ্রাহকেরা সেভিংস এর সাথে সাথে শেয়ার মার্কেট, ট্রেডিং প্রভৃতিতে লেনদেন করতেন, তাদের আলাদা করে একাউন্ট খুলতে হতো এবং তা খরচ সাপেক্ষ ছিলো। তবে এবার থেকে গ্রাহকদের সুখবর দিতে তা সম্পূর্ণ ফ্রী করে দেওয়া হলো। এবং এখন থেকে একটি একাউন্টেই বিনামুল্যে সমস্ত পরিষেবা ব্যাবহার করতে পারবেন। এবার থেকে এই 3-in-1 Account খুললেই হবে একই কাজ। SBI এর আধিকারিকদের মতে, গ্রাহকদের সুবিধার জন্য এবং পেপারলেস ডকুমেন্ট ব্যাবস্থাকে আরও সাবলীল করতে এই ব্যবস্থা আনা হয়েছে। (SBI Offer)
SBI 3-in-1 Account Facility:
যেসমস্ত গ্রাহক সখে কিম্বা শেখার তাগিদে অথবা প্রফেসনালী শেয়ার ও স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য ডিম্যাট (Demat) ও (Trading account)ট্রেডিং অ্যাকাউন্ট বাধ্যতামূলক। যারা শেয়ার বাজারে বিনিয়গে ইছুক, তাঁরা ব্যাঙ্কের e-margin facility-র মাধ্যমে 3-in-1 Account পরিষেবা গ্রহন করতে পারবেন। এই ব্যাপারে তাঁরা একই স্থানে পেয়ে যাবেন savings account, Demat account, trading account-এর সুবিধা।
আরও পড়ুন, অল্প আয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন, উপায় দেখতে ক্লিক করুন
কি কি ডকুমেন্টস লাগবে?
PAN or Form 60
Photograph
Passport
Aadhar Card
Driving License
Voter ID Card
Job Card (MNREGA) প্রভৃতি
SBI ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্রঃ
Passport size photograph
Pan card
Aadhar card
বাতিল চেকের পাতার ছবি/ সাম্প্রতিক ব্যাঙ্ক স্টেটমেন্ট