স্টেট ব্যাংক হল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এখন SBI Charges বা স্টেট ব্যাংকের তরফে গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। আর এই খবর সামনে আসতেই সকল গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে কেন, কত ও কিসের জন্য এই এই টাকা কেটে নেওয়া হচ্ছে? এই সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানিয়ে দিতে চলেছি। টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পোস্ট অফিস বা ব্যাংক।
New SBI Charges Taken By Bank.
এখন প্রায় সকলের ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার (SBI Charges) এস এম এস আসছে। কিসের জন্য এই টাকাটি কাটা হচ্ছে? এই প্রসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? আমরা সকলেই ব্যাংক হ্যাকিং এর বিষয়টি নিয়ে চিন্তিত থাকি। চারিদিকে শোনা যায় হ্যাকাররা ব্যাংক একাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ লুট করে নেয়। ব্যাংকের একাউন্ট হ্যাকিং এর বিষয়টি নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি।
ঠিক এই মুহূর্তে আবার অনেকের ব্যাংক একাউন্টের (SBI Bank Account) সাথে লিংক করা মোবাইলে এসএমএস আসছে যে ১৪৭.৫০ টাকা কেটে নেওয়া (SBI Charges) হয়েছে ব্যাংক একাউন্টটি থেকে। অনেকে আবার এই বিষয়ে ব্যাঙ্কে গিয়েও কথা বলেছেন। SBI ডেবিট কার্ডের চার্জ – ব্যাংক একাউন্টটি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে (SBI) থাকে তাহলে বহু গ্রাহকের মোবাইলেই ম্যাসেজ এসেছে যে তার একাউন্ট থেকে ১৪৭.৫০ টাকা কেটে নেওয়া হচ্ছে।
তবে এই বিষয়ে বলে রাখি দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই প্রসঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে গ্রাহকরা যে টাকাটি কেটে নেওয়ার ম্যাসেজ পাচ্ছে সেই টাকাটি ডেবিট কার্ডের চার্জ (Debit Card SBI Charges) হিসেবে নেওয়া হচ্ছে। যারা ডেবিট কার্ড (SBI Debit Card) ব্যবহার করেন তাদের কাছ থেকে বছরে একবার রক্ষণাবেক্ষণের জন্য ১৪৭.৫০ টাকা চার্জ নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এর মধ্যে ডেবিট কার্ডের জন্য ১২৫ টাকা এবং জিএসটি হিসাবে ২২.৫ টাকা চার্জ করা হয়েছে।
ডেবিট কার্ড পরিবর্তনের জন্য চার্জ – যদি কখনো কোনো কারনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড চেঞ্জ করতে যাওয়া হয় সে ক্ষেত্রে নির্দিষ্ট অংকের চার্জ পে (SBI Charges) করতে হয় ব্যাংককে। এই টাকার অংকটি হল ৩০০। তবে কম বেশি সমস্ত ব্যাংকেই ডেবিট কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের পেমেন্ট করতে হয় ব্যাংক কর্তৃপক্ষকে। একাউন্টে ব্যালান্স না থাকার চার্জ – যে সকল গ্রাহকদের জিরো ব্যালেন্সের একাউন্ট আছে তাদের একাউন্টে ব্যালেন্স (SBI Charges) না থাকলেও কোনো চার্জ দিতে হয় না।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি? রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন।
কিন্তু যে সকল গ্রাহকদের জিরো ব্যালেন্সের একাউন্ট নয় তাদের একাউন্টে যদি ব্যালেন্স না থাকে তার উপর যদি তারা পেমেন্টের চেষ্টা করে তবে প্রতিবার ব্যর্থ পেমেন্টের জন্য ২০ টাকা করে চার্জ দিতে হয় ব্যাংক কর্তৃপক্ষকে। স্টেট ব্যাংক শুধু চার্জ (SBI Charges) নিচ্ছে সেটা না। পাশাপাশি Axis bank, HDFC Bank, Yes Bank, ICICI Bank প্রভৃতি ব্যাংক গুলো ব্যালেন্স না থাকার কারণে ব্যর্থ হওয়ার লেনদেনের জন্য চার্জ নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। Written By Nupur Chattopadhyay.
দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই