ব্যাংক একাউন্ট (Bank Account) এখন সকল মানুষের খুবই দরকারি জিনিস হয়ে উঠেছে। কারণ রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Gas Subsidy) থেকে শুরু করে মাসের মাইনা সব কিছুই এই Bank Account এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর এই জন্য সকল সরকারি বা বেসরকারি ব্যাংকের তরফে নানান সময়ে সকল গ্রাহকদের সুবিধার জন্য অনেক নিয়ম তৈরি করা হয়ে থাকে, আর এই কারণের জন্য সকল গ্রাহকদের Bank Account এর সকল সুবিধা পাওয়ার জন্য অনেক নিয়ম পালন করতে হয়।
Bank Account Holders Will Follow Locker Rule.
আপনার কি স্টেট ব্যাংক (SBI) বা ব্যাংক অফ বরদায় (BOB) ব্যাংক একাউন্ট (Bank Account) আছে? যদি আপনার এই ব্যাংক গুলিতে ব্যাংক একাউন্ট থাকে তবে ৩১ শে ডিসেম্বরের মধ্যে সই করার কাজ গুলি শেষ করুন। আর না শেষ করলে সমস্যায় পড়তে হবে আপনাকেই। তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে নেবেন। দেশের সরকারি এবং বেসরকারি সমস্ত বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকদের জন্য এক নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
এই নির্দেশিকায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, যে সমস্ত গ্রাহকদের ব্যাংকের লকার আছে। লকার ভাড়ার নিয়ম পরিবর্তন হয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশে। আর ব্যাংকের সঙ্গে সেই চুক্তিতে স্বাক্ষর করার শেষ দিন ৩১শে ডিসেম্বর। ৩১ শে ডিসেম্বরের মধ্যে যদি গ্রাহকরা এই চুক্তিতে স্বাক্ষর না করেন তবে Bank Account গ্রাহকদের সমস্যায় পড়তে হবে। এর আগে অনেক সময় দেখা যেত দুষ্কৃতি হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে লকার ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক তার দায়ভার নিতে চাইতো না।
আর এর ফলে Bank Account গ্রাহকরা খুব সমস্যায় পড়তো। কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশে ব্যাংক গুলি এই চুক্তির (Bank Locker Aggrement) পরিবর্তন করেছে। গ্রাহকরা নিরাপত্তার আশায় ব্যাংকের কাছে তাদের দামি জিনিস গুলি গচ্ছিত রাখে। আর এই জিনিস গুলি রাখার জন্য ব্যাংককে নির্দিষ্ট পরিমাণে ভাড়াও পরিশোধ করে। কিন্তু জিনিস গুলির ক্ষতি হলে সেই দায়ভার যদি ব্যাংক না নেয় সে ক্ষেত্রে গ্রাহকদের বড় ক্ষতি হয়ে যায় (Bank Account).
আর সেই কথা মাথায় রেখেই এবার চুক্তির (Bank Account Locker Aggrement) পরিবর্তন করা হলো। এই নতুন চুক্তির ফলে লকারে থাকা জিনিসপত্রে যদি কোনো ক্ষতি হয় সে ক্ষেত্রে দায়ভার নিতে বাধ্য ব্যাংক কর্তৃপক্ষ। নতুন চুক্তিপত্রে পরিষ্কারভাবে লেখা থাকবে যে দুষ্কৃতি হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ে অথবা অগ্নিকাণ্ডে ব্যাংকের লকার ও তার ভেতরে থাকা জিনিসপত্রের যদি কোন ক্ষতি হয় সেক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষের।
লকার বা লকারের ভেতরে থাকা জিনিসপত্রের যদি কোনো ক্ষতি হয় তার ১০০ গুন পর্যন্ত ক্ষতিপূরণ ব্যাংকে দিতে হবে গ্রাহকদের। আবার কোনো গ্রাহক যেন বেআইনি জিনিসপত্র ব্যাংকের লকারে রাখতে না পারে সেই কথাটিও এই চুক্তিপত্রে লেখা থাকবে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমস্ত বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই চুক্তিপত্রে স্বাক্ষর করার কাজটি Bank Account গ্রাহকদের শেষ করতে হবে ৩০ শে জুনের মধ্যে।
পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হয়েছিল। ৩০ শে সেপ্টেম্বরের সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর করা হয়েছে। এরপর আর দিন বাড়ানো হবে না বলে খবর পাওয়া গেছে। ব্যাংকের লকারের নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য গ্রাহকদের নিজের প্যান কার্ড (PAN Card), আধার কার্ড (Aadhaar Card) এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ব্যাংকে যেতে হবে। লকারের চুক্তির জন্য স্ট্যাম্প পেপার (Stamp Paper) ব্যাংক থেকেই প্রদান করবে গ্রাহকদের।
LIC এর বাম্পার পলিসি। হাতখরচের টাকা জমিয়ে প্রতিমাসে পান সারাজীবন 11000 টাকা।
নতুন চুক্তিতে ব্যাংকের দায়ভার বৃদ্ধি পাওয়ায় লকার ভাড়া অনেকটাই একধাপে বেড়ে গিয়েছে। এর ফলে প্রায় ৫৬ শতাংশ লকারের মালিক লকার ছেড়ে দিয়েছে। আর যেই সকল মানুষদের ব্যাংকে লকার (Bank Locker) আছে তাদের এই সকল কিছু সম্পর্কে ৩১শে ডিসেম্বরের আগে একবার হলেও ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া উচিত বলে মনে করছেন অনেকে।
Written By Nupur Chattopadhyay.
বড় জরিমানার শাস্তি পেল LIC ! কোটি কোটি টাকা জরিমানা। মাথায় হাত সকল পলিসি গ্রাহকদের।