স্টেট ব্যাংক এর ব্যাংকিং (SBI Banking) নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর সকল গ্রাহকদের জেনে নেওয়া উচিত। স্টেট ব্যাংক (SBI) হল আমাদের দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক (Public Sector Bank). কয়েক কোটি মানুষের এই ব্যাংকে একাউন্ট (SBI Savings Account) আছে। আর এই কারণের জন্য ব্যাংকের তরফে কোন ধরণের সিদ্ধান্ত ঘোষণা করা হলে, কয়েক কোটি মানুষরা প্রভাবিত হয়। অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অর্থের প্রয়োজন পরে।
SBI Banking MCLR Rate Change News.
কিন্তু পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় ঋণ নেয়ার প্রয়োজন হয়। আবার পরিবার পরিজনের আকস্মিক অসুস্থতা, গাড়ি বা বাড়ি কেনার জন্য লোনের (SBI Loan) প্রয়োজন হয়। আর লোন নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে যাই। বিভিন্ন ধরনের ব্যাংকে লোনের সুদও বিভিন্ন রকমের হয়। বর্তমান সময়ের স্টেট ব্যাংক (SBI Banking) তার ঋণের সুদ বর্ধিত করেছে ১০.২৫ শতাংশ। আগে এই সুদের পরিমাণ ছিল ১০.১০ শতাংশ।
স্টেট ব্যাংকের সুদের হার বৃদ্ধি (SBI Loan Interest Rate) পাওয়ার ফলে বাড়ি (Home Loan), গাড়ি (Car Loan) এবং ব্যক্তিগত ঋণের (Personal Loan) ইএমআই (EMI) এর পরিমাণও বৃদ্ধি পাবে। নতুন সুদের হার (SBI Banking) কার্যকর হচ্ছে ১৫ ই ডিসেম্বর থেকে। ব্যাংক MCLR (Marginal Cost Of Funds Based Leading Rate) হার ৮ শতাংশে সেট করা হয়েছে।
স্টেট ব্যাংক এর MCLR এর ক্ষেত্রে এক মাস এবং তিন মাসের মেয়াদের জন্য সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। স্টেট ব্যাংকের (SBI Banking) এমন সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে যে অন্যান্য ব্যাংক গুলিও সুদের হার বাড়াতে পারে। ঋণগ্রহীতাদের উপর এর প্রভাব সম্পর্কে বলতে গিয়ে জানানো হয়েছে। স্টেট ব্যাংকের MCLR বৃদ্ধির ফলে।
যে সকল ব্যাক্তিরা ইতিমধ্যেই স্টেট ব্যাংক থেকে ঋণ (SBI Loan) নিয়েছেন তাদের বর্ধিত হারে ভবিষ্যতে ঋণ পরিশোধ করতে হবে। আবার যারা নতুন করে ঋণের (SBI Banking) জন্য আবেদন করবেন তাদেরও কিন্তু বর্ধিত হারে ঋণ পরিশোধ করতে হবে। স্টেট ব্যাংকের এই নতুন রেট অনুসারে। মেয়াদকাল পুরনো নতুন রেট একই সঙ্গে এর আগে আলোচনা করে দেওয়া হল।
ওভার নাইট ৮.00% – ৮.০০%, এক মাস ৮.১৫% – ৮.২০%, তিন মাস ৮.১৫% – ৮.২০%, ছয় মাস ৮.৪৫% – ৮.৫৫%, এক বছর ৮.৫৫% – ৮.৬৫%, দুই বছর ৮.৬৫% – ৮.৭৫%, তিন বছর ৮.৭৫% – ৮.৮৫%। আর এই রেট সম্পর্কে আরও নিস্তারিত জানার জন্য আপনারা স্টেট ব্যাংক (SBI Banking) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।
দেশের নাগরিকদের জন্য LIC এর সর্বশ্রেষ্ঠ পলিসি। একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিত রিটার্ন।
স্টেট ব্যাংকের নতুন সুদের হার বৃদ্ধি করার পর যে সুদের হার দাঁড়ায় তা হল এক মাস ও তিন মাসের জন্য ৮.২০%। ৬ মাসের মেয়াদের জন্য ৮.৫৫% হারে, আবার ১ বছর ও ২ বছরের মেয়াদের জন্য ৮.৬৫% ৮.৭৫%। আর এই বর্ধিত সুদের হার অন্যান্য মেয়াদের সুদের হার কেউ প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে আরও অনেক কিছুর পরিবর্তন হতে পারে বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞ।
Written by Nupur Chattopadhyay.
দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই