SBI এর গ্রাহক হলে আর দেরি না করে এক্ষুনি স্টেট ব্যাংকে যান, নাহলে সমস্যায় পড়বেন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে সমস্ত গ্রাহকদের নতুন নির্দেশ জারি করা হয়েছে, ৩০ জুনের মধ্যে এই নির্দেশ অনুযায়ী গ্রাহকদের নির্দিষ্ট কাজটি না করলে তাতে সমস্যা তৈরি হতে পারে। আর ইতিমধ্যেই সেই কারণে SBI এর তরফে সমস্ত গ্রাহকদের কাছে আবেদন জানানো হয়েছে। যে বিরাট পরিবর্তন করতে চলেছে এসবিআই, তাতে কোটি কোটি গ্রাহক প্রভাবিত হতে পারেন। আর সেই কারণেই যদি আপনি স্টেট ব্যাংক এর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে অবশ্যই এই বিষয়টি সম্বন্ধে জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ করা প্রয়োজন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানুয়ারি মাসেই সমস্ত ব্যাংককে নতুন করে গ্রাহকদের সঙ্গে লকার এগ্রিমেন্ট (Locker Agreement) করার নির্দেশ জারি করা হয়। ৩০ জুনের মধ্যে ৫০ শতাংশ গ্রাহক এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫% গ্রাহক যাতে এই নতুন লকার এগ্রিমেন্ট এর স্বাক্ষর করেন, সেই বিষয়ে সমস্ত ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।
আর তারপরেই স্টেট ব্যাংক এর তরফে অফিসিয়াল টুইটারে গ্রাহকদের প্রতি লকার এগ্রিমেন্ট নিয়ে আবেদন জানানো হয়েছে। সেখানে এসবিআই জানাচ্ছে, প্রিয় গ্রাহক, যত শীঘ্র সম্ভব লকার এগ্রিমেন্ট নিষ্পত্তি করার জন্য স্থানীয় ব্যাংকের শাখায় আসুন। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নয়, ব্যাঙ্ক অফ বরোদার (BOB) তরফেও গ্রাহকদের লকার এগ্রিমেন্ট নিষ্পত্তি করার জন্য গ্রাহকদের কাছে আবেদন জানানো হয়েছে।
নতুন লকার এগ্রিমেন্টে কি বলা আছে?
RBI- এর তরফে এই নতুন লকার এগ্রিমেন্টে (New Locker Agreement) জানানো হয়েছে, যদি চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, ব্যাংকের কোনো কর্মচারীর অবহেলার কারণে লকারের গ্রাহকের রাখা সম্পদের ক্ষতি হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে লকার ভাড়ার 100 গুণ বেশি ক্ষতিপূরণ দিতে হবে নির্দিষ্ট গ্রাহককে। আর তাই যত শীঘ্র সম্ভব গ্রাহকদের এই নতুন লকার এগ্রিমেন্ট সই করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চালু হল এলআইসি এর জনপ্রিয় পলিসি, পাবেন বেশি রিটার্ন আর জীবনের সুরক্ষা।
সাধারণত এসবিআই এর তরফে লকার ভাড়া হিসেবে ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে ধার্য করা হয়। মেট্রো এবং মেট্রোপলিটন সিটিগুলিতে ২ হাজার টাকা, ৪ হাজার টাকা এবং ৮০০০ টাকা লকার ভাড়া নেওয়া হয়ে থাকে। সাধারণত লকারের আকারের উপরেই লকারের ভাড়া নির্ধারিত হয়ে থাকে। এবার যারা ব্যাংকের লকারে গিয়ে সম্পদ গচ্ছিত রেখেছেন, তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই SBI- এর শাখায় গিয়ে লকার এগ্রিমেন্ট স্বাক্ষর করতে হবে।