Savings Account Interest Rate – এবার সেভিংস একাউন্টেই মিলবে ফিক্সড ডিপোজিটের হারে সুদ।

Savings Account Interest Rate – সেভিংস একাউন্টেই ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাওয়া যাবে।

আর ফিক্সড ডিপোজিট নয় এবার সেভিংস একাউন্টেই মিলবে ফিক্সড ডিপোজিটের মত সুদ (Savings Account Interest Rate)। আর যখন খুশি তখন টাকাও তুলে নিতে পারবেন। আর ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রেও ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সাধারণ মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য একটি দারুণ সুখবর, এবার আপনার ক্ষুদ্র বা বৃহৎ আমানত থেকে নিশ্চিত ভাবে বেশি সুদ পেতে আর ফিক্সড ডিপোজিট করার দরকার নেই। কারণ এখন এই তিন বেসরকারি ব্যাংকের সেভিংস একাউন্টেই (Savings Account Interest Rate) আপনাকে দিচ্ছে ফিক্সড ডিপোজিট এর মতই সুদ। এতে করে একদিকে যেমন আপনার সুদও বাড়ল ঠিক তেমনই প্রয়োজনের সময় টাকা তোলা নিয়ে আর ভাবনা রইল না।

জেনে নিন কোন কোন ব্যাংক থেকে আপনি এই সুবিধা (Savings Account Interest Rate) পেতে পারেন এবং কত পরিমান টাকা ওই ব্যাঙ্ক গুলিতে রাখলে এই সুবিধা পাবেন:

১) DCB BANK:

সেভিংস একাউন্টে সবচেয়ে বেশি পরিমাণ সুদ দেওয়ার শীর্ষে রয়েছে DCB BANK. এই ব্যাংকে টাকা রাখলে সর্বোচ্চ সুদ পাবেন 6.75 শতাংশ। তবে টাকা রাখার তারতম্য অনুযায়ী সুদের হ্রাস বৃদ্ধি রয়েছে (Savings Account Interest Rate)। যেমন-

আপনার সঞ্চয় যদি 50 লক্ষ থেকে 2 কোটি হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন- 6.75%,
আপনার সঞ্চয় যদি 25 থেকে 50 লক্ষ হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন-6.50%,
আপনার সঞ্চয় যদি 10 থেকে 25 লক্ষ হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন-6.25%,

আপনার সঞ্চয় যদি 2 লক্ষ থেকে 10 লক্ষ হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন-5%,
আপনার সঞ্চয় যদি 1লক্ষ থেকে 2 লক্ষ হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন-4.5%,
আর আপনার সঞ্চয় যদি 1 লাখ পর্যন্ত হয় তাহলে বাৎসরিক সুদ পাবেন -2.5%।

২) RBL BANK:

আপনার সেভিংস একাউন্ট এর ওপর বেশি সুদ দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আর বি এল ব্যাঙ্ক। এই ব্যাংকে যদি আপনি আপনার সেভিংস একাউন্টে 10 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত রাখেন তাহলে এই ব্যাংক আপনাকে সুদ দেবে বাৎসরিক 6.25 শতাংশ হারে.

তবে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এই ব্যাংক আপনাকে সুদ দেবে 5.5 শতাংশ হারে,
আর সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত রাখলে এ ব্যাংক আপনাকে সুদ দেবে 4.25 শতাংশ হারে। (Savings Account Interest Rate)

৩) BANDHAN BANK:

তবে আপনি আপনার সঞ্চয়ের টাকা বন্ধন ব্যাংকেও রাখতে পারেন কারণ সেভিংস একাউন্টে সুদ (Savings Account Interest Rate) দেওয়ার ক্ষেত্রে এই ব্যাংক রয়েছে তৃতীয় স্থানে।

10 লক্ষ থেকে 2 কোটি পর্যন্ত টাকার ওপর এই ব্যাংক সুদ দেয় 6% হারে ,
1 থেকে 10 লাখ টাকা রাখলে এই ব্যাংক সুদ দেয় 5 শতাংশ হারে,
এবং এক লাখ পর্যন্ত টাকার ওপর এই ব্যাংক সুদ দেয় বাৎসরিক 3 শতাংশ হারে।

তাই এবার থেকে আর আপনার প্রয়োজনীয় কাজ গুলি করার জন্য ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, চট করে একাউন্ট খুলে ফেলুন এই তিন ব্যাংকের মধ্যে যে কোনো একটিতে, আর সুবিধা ভোগ করুন ফিক্সড ডিপোজিট এর মত সুদের হারের।

বিনিয়োগের ৬ মাসের মধ্যেই জ্যাকপট! এবার কোটিপতি হবেন আপনিও।

বিনিয়োগ সংক্রান্ত (Savings Account Interest Rate) আরও পোষ্ট পেতে নিচের লিঙ্ক গুলোতে প্রেস করুন।
Written By Tanushree das.

অবসর জীবন সুরক্ষিত করতে পোষ্ট অফিসের সেরা প্রকল্প, দেখতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment