সাবধান! আপনার কি ব্যাংক একাউন্ট (Saving Bank Account) আছে? তবে এই খবরটি অবশ্যই জেনে নেয়া দরকার। ব্যাংকে একাউন্ট থাকলেই আচমকা উধাও হয়ে যাচ্ছে ৪৫৬ টাকা, বিশেষ করে যাদের PM Jeevan Jyoti Bima Yojana ও PM Suraksha Bima Yojana রয়েছে। গ্রাহকরা বুঝতে পারছেন না কেন এই টাকা কাটা হচ্ছে। কিন্তু অনেকেই ফোনে মেসেজ লাভ করেছেন এই সংক্রান্ত। এই কাজটি যে কোন প্রতারক করছেন তাও নয়। ব্যাংকে গিয়ে জানালে ব্যাংক স্বীকার করছে যে তারাই টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে। তবে কি কারণ থাকতে পারে? কাদের একাউন্ট থেকে কাটা হচ্ছে টাকা? জেনে নেব আজকের প্রতিবেদনে।
Rs 456 deducted from Bank Account
ব্যাংক একাউন্ট থেকে টাকা কাটার কারন কি?
হঠাৎ কেন একাউন্ট থেকে ৪৫৬ টাকা কেটে নিচ্ছে ব্যাংক গুলি, তা জানতে হলে সবার প্রথমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (PM Jeevan Jyoti Bima Yojana) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PM Suraksha Bima Yojana) বিষয়ে জানতে হবে আপনাদের।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি?
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যোজনা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের গরীব দুঃখী মানুষদের জীবন সুরক্ষার জন্য ২০১৫ সালে এই যোজনাটি আরম্ভ করেন। এর আওতায় যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। ব্যক্তি কোন দুর্ঘটনায় মারা গেলে আপনার পরিবারের সদস্যরা সেই অর্থ পান। তবে বীমার নথিভুক্তি করনের 45 দিনের মধ্যে যদি সেই ব্যক্তি মারা যান সে ক্ষেত্রে কোন রকম আর্থিক সুবিধা দেওয়া হয় না তার পরিবারকে।
একজন ব্যক্তি ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে থাকলেই এই বিমা স্কিমের জন্য আবেদন জানাতে পারেন। এই বিমার অধীনে অ্যাকাউন্ট চালু করলে প্রতিবছর ৩৩০ টাকা করে প্রিমিয়াম জমা দিতে হতো আগে। এখন তার পরিমান বাড়িয়ে ৪৩৬ টাকা করা হয়েছে। বছরের নির্দিষ্ট সময়ে ব্যাংক একাউন্ট থেকে অটো ডেবিট করে নেওয়া হয় বিমার প্রিমিয়াম।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি?
PMJBY এর মত আরও একটি ইন্সুরেন্স স্কিম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা PMSBY. এটিও পিএম নরেন্দ্র মোদী কর্তৃক ২০১৫ সালে চালু করা হয়েছিল দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য। এর আওতায় নাম নথিভুক্ত করালে ১ লক্ষ বা ২ লক্ষ টাকা বিমার সুবিধা মেলে। পলিসি কারী ব্যক্তি যদি কোন দুর্ঘটনায় মারা যান সে ক্ষেত্রে তার পরিবারকে ২ লক্ষ টাকা বিমার সুবিধা দেওয়া হয়।
অন্যদিকে তিনি যদি বেঁচে থাকেন কিন্তু শারীরিক দিক থেকে অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়া যায়।
একজন ব্যক্তি ১৮ থেকে ৭০ বছর বয়সের মধ্যে হলেই PMSBY বীমার জন্য আবেদন জানাতে পারেন। বীমা একবার শুরু করলে প্রতিবছর ১২ টাকা করে প্রিমিয়াম জমা দিতে হত আগে এর জন্য। সেই পরিমাণ এখন বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। প্রতি বছর ১ জুন বা তার আগেই বীমা কারীদের ব্যাংক একাউন্ট থেকে সেই অর্থ ডেবিট করে নেওয়া হয়।
এবার আশা করি বিষয়টি পরিষ্কার আপনাদের কাছে। এই দুটি ইন্সুরেন্স স্কিমে নাম নথিভুক্ত থাকার কারণেই কিছু কিছু গ্রাহকের একাউন্ট থেকে ওই নির্দিষ্ট চার্জ গুলি কাটা হচ্ছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (PM Jeevan Yoti এর আওতায় যাদের নাম আছে তাদের একাউন্ট থেকে ডেবিট করা হচ্ছে ৪৩৬ টাকা। আর যাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার তালিকায় নাম আছে তাদের দিতে হচ্ছে ২০ টাকা করে।
তবে আপনি যদি চান বীমার সুবিধা বন্ধ করে দিতে পারেন। তাহলে আর ব্যাংক কোন টাকা কাটবে না একাউন্ট থেকে। কিন্তু মনে রাখবেন, সে ক্ষেত্রে এতদিন ধরে যা প্রিমিয়াম দিয়েছেন তার একটি টাকাও ফেরত পাবেন না আপনি।
Written by Nabadip Saha.