Post Office RD Interest – হাতখরচের টাকা বাঁচিয়ে মাসে মাসে পোষ্ট অফিসে রেকারিং করুন, এককালীন ৮ লাখ টাকা পাবেন।

মাসে মাসে যারা সঞ্চয় করতে চান, তাদের জন্য Post Office RD Interest বা Post Office Recurring Deposit Scheme বা পোষ্ট অফিসে রেকারিং সঞ্চয় প্রকল্প সবচেয়ে জনপ্রিয় ও সময়োপযোগী বিনিয়োগ ক্ষেত্র। কিভাবে এই সঞ্চয় পত্র শুরু করবেন, কাদের জন্য এই সুবিধা, কত বছরের স্কীম, কি কি সুবিধা পাবেন, জেনে নিন।

পোষ্ট অফিসে রেকারিং Post Office RD Interest বা Post Office Recurring Deposit Scheme করলে মিলবে ৮ থেকে ১৬ লাখ টাকা।

কষ্ট করে উপার্জন করা টাকা এমন একটা জায়গায় বিনিয়োগ করতে চান অধিকাংশ মানুষ, যে বিনিয়োগে পকেটে বেশ কিছু লাভের টাকা ঢুকতে পারে। আবার লাভ বেশি করতে চাইলে, সেই ধরনের স্কিমে আবার ঝুঁকিও থেকে যায়। অধিকাংশ মানুষই কষ্টের টাকায় বেশি ঝুঁকি নিতে চান না। তাই সকলেই এমন একটি বিনিয়োগ করার স্কিম খোঁজেন, যেখানে ঝুঁকিও থাকবে না, আবার নিরাপদে, নিশ্চিন্তে একটা মেয়াদ পূর্তির উপরে মোটা টাকা সুদ পাওয়া যাবে।

এই মুহূর্তে ঝুঁকিহীন বিনিয়োগের কথা বললে প্রথমেই উঠে আসে পোস্ট অফিসের (Post Office Savings Scheme) বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প (Post Office RD Interest Rate)। পোস্ট অফিসে যেকোনো প্রকল্পই টাকা বিনিয়োগ করুন না কেন, সেখানে অনেকটাই অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়। পোস্ট অফিসের একাধিক স্কীম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট মেয়াদের পরে মোটা টাকা লাভ তুলতে পারবেন।

Dhan Varsha LIC Policy ( এলআইসি ধনবর্ষা পলিসি)

এবার দেখে নেওয়া যাক, এমন একটি প্রকল্প সম্বন্ধে যেখানে খুব কম টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। আবার সেখানে উচ্চহারে রিটার্ন পাওয়া যায়।
পোস্ট অফিসের এরকম একটি স্কিম হলো, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট Post Office RD Interest Account.

আরও পড়ুন, লটারি জেতার আসল রহস্য, চুপি চুপি জেনে রাখুন।

কত টাকা বিনিয়োগে কত পাবেন?
Post Office RD Interest Rate স্কীম নিতে হলে প্রতি মাসে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করা যায়। এখানে সামান্য টাকা দিয়েই রেকারিং ডিপোজিট একাউন্ট খুলে লাভ তোলা যেতে পারে। সেক্ষেত্রে ৫ বছরের জন্য এই রেকারিং ডিপোজিট একাউন্ট খোলা যায়। এই স্কিমে বার্ষিক ভিত্তিতে সুর দেওয়া হয়ে থাকে। ১ এপ্রিল ২০২০ থেকে সুদের হার প্রযোজ্য হয়েছে। এই মুহূর্তে ৫.৮% হারে সুদ দেওয়া হচ্ছে রেকারিং ডিপোজিট একাউন্টে। প্রতি ৩ মাস অন্তর রেকারিং ডিপোজিট একাউন্টে সুদের হার নির্ধারণ করা হয়।

সঞ্চয় ও রিটার্ন এর হিসাবঃ
Post Office RD Interest Rate Calculator
যদি কেউ ১০ বছরের জন্য বিনিয়োগ করেঃ
প্রতিমাসে ১০০ টাকায় ১০ বছরে পাবে, ১৬ হাজার টাকা।
প্রতিমাসে ১০০০ টাকায় ১০ বছরে পাবে, ১ লাখ ৬০ হাজার টাকা।
প্রতিমাসে ৫০০০ টাকায় ১০ বছরে পাবে, ৮ লাখ টাকা।
প্রতিমাসে ১০০০০ টাকায় ১০ বছরে পাবে, ১৬ লাখ টাকা।
অর্থাৎ এই অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করে, তাহলে ৫.৮% হারের সুদ সমেত মেয়াদ পূর্তির পরে ১৬ লাখ টাকা পাওয়া যাথা

তবে এই অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে। পরপর ৪ বার যদি একাউন্টের টাকা জমা দিতে না পারেন, তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট একাউন্টে নিয়মিত টাকা জমা দিয়ে যেতে হবে। তবে এজেন্টের মাধ্যমে টাকা জমা দিলে, প্রতিমাসে আপনার বাড়ি থেকে টাকা নিয়ে যাবে, সেক্ষেত্রে রেকারিং মিস হবে না। তবে এজেন্ট বিশ্বস্ত হওয়া চাই।
অর্থনৈতিক আরও পোষ্ট পেতে আমাদের সঙ্গে থাকুন।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment