RBI Suspend Another Bank – আরেকটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক।
নিয়ম না মানায় আরও একটি ব্যাংকের লাইসেন্স বাতিল (RBI Suspend Another Bank) করলো, দেশের সর্বোচ্চ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কিং নীতির অবমাননা এবং বিভিন্ন কারনে বন্ধ করে দেওয়া হলো এই ব্যাংক। এবার যে সমস্ত গ্রাহকের টাকা ব্যাংকে রয়েছে তাদের কি করতে হবে, কি কি নিয়ম রয়েছে, এই বিষয়ে রইলো বিস্তারিত বিবরণ।
দেশের আর্থিক পরিস্থিতি দেখেই কার্যত ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে আর বি আই (RBI- Reserve Bank of India)। আর হটাৎ করেই ব্যাংক বন্ধ করে (RBI Suspend Another Bank) দেওয়ায় গ্রাহকের মাথায় কার্যত বাজ পড়লো। লাইসেন্স বাতিলের ফলে আর পরিষেবা মিলবে না এই ব্যাংকের।
কোন ব্যাংক বাতিল হলো?
সংবাদসুত্রে জানা গেছে, মহারাষ্ট্রের মান্থা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের (Mantha Urban Cooperative Bank) খারাপ আর্থিক পরিস্থিতি এবং ব্যাঙ্কিং গাইডলাইন্স না মানার কারনে লাইসেন্স বাতিল (RBI Suspend Another Bank) করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। প্রসঙ্গত গত মাসে মহারাষ্ট্রেরই আরেকটি ব্যাংক, ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (Independence Co-operative Bank Ltd) এর লাইসেন্স বাতিল করেছিলো রিজার্ভ ব্যাংক।
রিজার্ভ ব্যাংকের ঘোষণাঃ
আরবিআই এর তরফে জানানো হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি ২০২২ ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর বা কার্জ দিবসের পর থেকে ব্যাঙ্কের সমস্ত পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ অর্থাৎ ঐ তারিখের পরের কোনও ট্রানজেকশন, পোষ্ট ডেটেড চেক সহ সমস্ত ধরনের আর্থিক লেনদেন কাজ করবে না।
তাই যে সমস্ত গ্রাহকের বিভিন্ন সংস্থায় ইন্সটলমেন্ট, পোষ্ট ডেটেড চেক, লোন, পাওয়া, বকেয়া, পেমেন্ট রয়েছে তাদের অন্য ব্যাবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে কার্যত বিনামেঘে বজ্রপাতের মতনই। কারন চেক বাউন্স করলে ফাইন হবে, লোনের কিস্তি জমা না পড়লে ক্রেডিট স্কোর কমে যাবে। RBI Suspend Another Bank
এদিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই তাদের বয়ানে জানিয়েছে, সংশ্লিষ্ট কো-অপারেটিভ কমিশনার এবং কো-অপারেটিভ সোসাইটিজের রেজিস্ট্রার মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করার জন্য এবং ব্যাঙ্কের সমস্ত নতিপত্র এবং বর্তমানে কত টাকা লিকুইড মানি আছে তা হিসাব করার জন্য একটি কমিটি নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করার জন্য অনুরোধ জানিয়েছিল। আর সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে তা সত্যিই চোখ কপালে ওঠার মতো।
বাতিল কেন হলো?
উক্ত বয়ানে আরও জানানো হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া উক্ত ব্যাঙ্কের লাইসেন্স বাতিল (RBI Suspend Another Bank) করে দিয়েছে কারন ঐ ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি এবং ভবিষ্যতে আয় করার সম্ভাবনা নেই, যা গ্রাহকদের জন্য ক্ষতির কারন হতে পারে৷
ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে আরবিআই আরও জানিয়েছে, যে অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত (RBI Suspend Another Bank) নেওয়া হয়েছে৷ কারন বর্তমানে ব্যাঙ্কের যা আর্থিক পরিস্থিতি তাতে সমস্ত ডিপোজিটারদের যা গচ্ছিত টাকা রয়েছে, তা দেওয়ার সামর্থ্য উক্ত ব্যাংকের নেই৷ তাই সমস্ত পরিষেবা ব্যান করে দেওয়া হয়েছে৷
এবার তাহলে গ্রাহকদের টাকার কি হবে?
দেশের সর্বোচ্চ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যাঙ্কিং নীতির অবমাননা এবং বিভিন্ন কারনে বন্ধ (RBI Suspend Another Bank) করে দেওয়া হলো মহারাষ্ট্রের মান্থা আর্বান কো-অপারেটিভ ব্যাংক। তবে লিকিইডেশনে প্রতি ডিপোজিটার DICGC অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লক্ষ টাকার মানিটরি সিলিংয়ে জমা সীমা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন৷
অর্থাৎ সহজ কথায় টাকা ফেরত পাওয়ার জন্য আইন অনুযায়ী দাবী করতে পারেন। তবে টাকা যত বেশীই থাক সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন, বাকি টাকা ঝাড়। যদিও RBI এর তরফে আরও জানানো হয়েছে, ব্যাঙ্কের ৯৯% গ্রাহকদের একাউন্টে ৫ লাখের চেয়ে কম টাকা ছিলো। অর্থাৎ ৯৯% গ্রাহকই পুরো টাকা ফেরত পাবেন।
যদিও ভাগ্য ভালো যে এই ব্যাংকের বেশিরভাগ গ্রাহকদের একাউন্টে ৫ লাখের কম টাকা ছিলো। কিন্তু বেশী থাকলে কি হতো? ব্যাংকের নিয়ম অনুযায়ী এই সীমা ছিল ২ লাখ টাকা পর্যন্ত, গত বছরই এই টাকার সীমা বাড়িয়ে ৫ লাখ করে হয়েছে। তাই সকলেই সাবধান থাকবেন। আপনার টাকা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারই। মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করবেন।
আরও পড়ুন, প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পান ১০ লাখ টাকা, পোষ্ট অফিসের নয়া স্কীম।
পোষ্ট অফিসে এককালীন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন লাখ লাখ টাকা, নতুন বছরের সেরা স্কীম