আপনি কি ব্যাংক থেকে লোন নেন? কিন্তু লোন সময় মত শোধ (Loan Default) করতে পারেন না? এই জন্য ব্যাংক থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে? আর কোন ভয় নেই এবার থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় ব্যাংকিং লোনের ৫ টি নিয়মে গুরুত্বপূর্ণ বদল ঘোষণা করেছে Reserve Bank Of India. যার ফলে এরপর থেকে চরম সুবিধা হতে চলেছে ঋণগ্রহীতাদের (Loan Default).
RBI Rules on Bank Loan Default and Loan Repayment in India.
যদি আপনি লোন নিয়ে ঠিক সময় মতো তা রিপেমেন্ট (Loan Repayment) না করতে পারেন তবে ব্যাংক আর কোনভাবেই আপনাকে ভয় দেখাতে বা লোন শোধ করার জন্য চাপ দিতে পারবেনা। এমনকি এজন্য কোন শাস্তি ও হবে না আপনার। শাস্তি বাআইনি পদক্ষেপের আগে নিজের সুবিধা এবং সময়মতো টাকা মেটানোর সুযোগ দেওয়া হবে আপনাকে। আপনি যদি একজন ঋণগ্রহীতা হয়ে থাকেন অথবা প্রায়শই লোন নেওয়ার প্রয়োজন পড়ে, তবে এই Loan Default এর নিয়ম অবশ্যই জেনে রাখা দরকার। উপকৃত হবেন।
RBI 5 Rules On Repayment Of Bank Loan Default
১. নোটিশ দেওয়াঃ
আপনার যদি লোন পরিশোধ করতে দুই দিন দেরি হয় তবে ব্যাংক আপনাকে কোনভাবেই ভয় দেখাতে বা চাপ সৃষ্টি করতে অথবা আপনার সম্পত্তি কেড়ে নিতে পারে না। এই কাজকে বেআইনি বলে মনে করেছে রিজার্ভ ব্যাংক (RBI Loan Default Rules) লোনের টাকা অনেককেই কষ্ট করে শোধ করতে হয়। সে ক্ষেত্রে কয়েক দিন সময় বেশি লাগতেই পারে।
তাই রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India) বলেছে, যদি কোনো ঋনগ্রহীতা টাকা শোধ (Loan Repayment) করতে দেরি করেন তবে ব্যাংকের তরফ থেকে প্রথমে তাকে নোটিশ জারি করতে হবে। টাকা রি-পেমেন্টের (Loan Repayment) জন্য আরো বেশ কিছু দিন সময় দিতে হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে ব্যাংক।
২. সম্পত্তি বাজেয়াপ্ত করাঃ
লোনের টাকা যারা ঠিক সময় মত পরিশোধ করতে অক্ষম হন তাদের গচ্ছিত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক বলেছে এই কাজ করা সঠিক, কিন্তু ব্যাংকের আগে অবশ্যই দেখা উচিত কয়েক দিন। কোন ঋণগ্রহীতা সময় মতো ঋণ না মেটাতে পারলে সঙ্গে সঙ্গেই ব্যাংক তার সম্পত্তি কেড়ে নিতে পারে না।
যেমনটা উপরে বলা হলো প্রথমে নোটিশ জারি করতে হবে। যদি নোটিশ পেয়েও ঋণগ্রহীতার কোন সাড়া না মেলে অথবা তিনি লোন শোধ (Loan Default) করতে নাকচ করে দেন তখনই আইনগতভাবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ব্যাংক।
৩. সম্পত্তির নিলাম করাঃ
ব্যাংক থেকে কোন ব্যক্তি যদি লোন নেয় এবং ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে না পারেন, তখন তার সম্পত্তিটি নন পারফর্মিং এসেট (NPA) হয়ে যায় যা আর ব্যাংককে কোন লাভ দেয় না। এক্ষেত্রে গচ্ছিত সম্পত্তি বিক্রি করে দিতে পারে ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই জন্য ৬০ দিন পেরোলে সংশ্লিষ্ট বিষয়ে ঋণগ্রহীতা কে নোটিশ (Loan Default Notice) দিতে হবে ব্যাংক থেকে আগে।
যদি তারপরও ঋণ গ্রহীতা কোন সাড়া শব্দ না করে অথবা লোন মেটাতে না চান তখনই সম্পত্তি নিলাম (Property Auction For Loan Default) করে দিতে পারবে ব্যাংক। তার আগে কোনোভাবেই এই কাজ করা বৈধ নয়। আর এই কাজ করার জন্য ব্যাংককে কেউই আটকাতে পারবেন না বলেই জানানো হয়েছে।
৪. সম্পত্তির সঠিক মূল্য স্থির করাঃ
ঋণ গ্রহীতার যে সম্পত্তি ব্যাংক বিক্রি করছে তার সঠিক মূল্য আগে পেতে হবে, তবেই সেই সম্পত্তি বিক্রি করা যাবে, বলেছে রিজার্ভ ব্যাংক। সঠিক দর কষাকষি, নিলামের আয়োজন এবং বিজ্ঞপ্তি জারি করার জন্য কমপক্ষে ৯০ দিন সময় নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি সেই ঋণগ্রহীতা ঋণ (Bank Loan Default) মিটিয়ে ফেলতে পারেন তখন তার সম্পত্তি মাফ করে দিতে হবে ব্যাংককে।
ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করবেন?
৫. লোকপালের কাছে আবেদনঃ
রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই নির্দেশিকা জারি করে সতর্ক করা হয়েছে দেশের প্রতিটি ব্যাংককে। তারপরও জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে, যদি কোন ব্যাংক নিজের সীমা লংঘন করে তবে গ্রাহকদের সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। এজন্য আর বি আই এর লোকপালের কাছে আবেদন জানাতে পারেন তারা। তিনি বিষয়টিকে দেখে কোনটি ঠিক কোনটি ভুল বিচার করবেন এবং যার দোষ (Loan Default) তাকে প্রয়োজনে শাস্তিও দেবেন।
Written by Nabadip Saha.
আয়কর নিয়ে নতুন নিয়ম। না মানলে কত জরিমানা? 31শে মার্চের আগেই অবশ্যই জানুন।