RBI Monetary Policy – রিজার্ভ ব্যাংকের ঘোষণায়, কপাল খুলে গেল PNB ব্যাংকের গ্রাহকদের

ব্যাংকে আমরা সকলেই টাকা রাখি। আর দেশের সমস্ত ব্যাংকের নিয়ম ঠিক করে RBI Monetary Policy বা রিজার্ভ ব্যাংকের নিয়ম। ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) থেকে শুরু করে MIS, ইন্সিওরেন্স ইত্যাদি সকল সুবিধাই RBI এবং IRDA এর অনুমতিক্রমে চালু হয়। আর এবার RBI এর রেপো রেট বৃদ্ধির ঘোষণার পরই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার (PNB FD Interest Rate) বৃদ্ধির ঘোষণা করলো। যার জেরে সুবিধা পাবেন কোটি কোটি গ্রাহক।

RBI Monetary Policy on PNB FD Interest Rate Hike

ফিক্সড ডিপোজিট তথা Fixed Deposit এ সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের। সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক Punjab National Bank ফিক্সড ডিপোজিটে সুদের হার আগের চেয়ে ১ – ২.৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। সুবিধা পাবেন সকল গ্ৰাহকরা যাদের এই ব্যাংকে একাউন্ট রয়েছে। তবে বেশি লাভ পাবেন যদি আপনি একজন প্রবীণ নাগরিক হন। দেখে নিন কাদের জন্য কত সুদ দিচ্ছে ব্যাংক।

PNB Bank FD Interest Rate

Punjab National Bank এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত এমনটি জানা গেছে। এ বিষয়ে কিছুদিন আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অনলাইনে। এছাড়া আরো একটি বড় সুখবর হলো যে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই ফিক্স ডিপোজিট এর উপর এই নতুন সুদের হার গুলি কার্যকর করা হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন সুদের হার সম্পর্কে সম্প্রতি ঘোষণা করা হয়েছে ওই নোটিশে।

বিভিন্ন মেয়াদের সুদের হারের তালিকা

১. সাধারণ গ্ৰাহকদের জন্য বর্তমানে এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৩.৫% সুদের হার ধার্য করেছে। প্রবীণ নাগরিকরা পাবেন ০.৫০ শতাংশ বেশি সুদ অর্থাৎ ৪ শতাংশ।
২. ১৫ থেকে ২৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ গ্ৰাহকদের জন্য ৩.৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। প্রবীণ নাগরিকরা পাবেন ৪ শতাংশ সুদ।

৩. ৩০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত এফডিতে সুদ দেওয়া হচ্ছে সাধারণ দের ৩.৫ শতাংশ, আর প্রবীণদের ৪ শতাংশ।
৪. ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে সুদের হার ৪.৫০ শতাংশ করা হয়েছে। প্রবীণ নাগরিকরা পাবেন ০.৫০ শতাংশ বেশি সুদ অর্থাৎ ৫ শতাংশ।
৫. ৬০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত মেয়াদে মূলধনের ওপর সুদ দেয়া হবে সাধারণ দের ৪.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের ৫.০০ শতাংশ।

৬. ৯১ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদে নর্মাল সুদ হল ৪.৫০ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৫ শতাংশ সুদ।
৭. ১৮০ দিন থেকে ২৭০ দিনের জন্য টাকা জমা রাখলে তার ওপর সুদ দেওয়া হবে ৬ শতাংশ।প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৫০ শতাংশ সুদ।
৮. ২৭১ থেকে ২৯৯ দিন মেয়াদের ক্ষেত্রে টাকার ওপরে সাধারণ গ্ৰাহকদের ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হবে। প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন শুরু হলো। এই প্রকল্পের সুবিধা কি? কারা যোগ্য ও কিভাবে আবেদন করবেন, জেনে নিন

৯. ৩০০ দিন পর্যন্ত রাখা টাকার ওপর সুদের হার সাধারণ গ্ৰাহকের জন্য হবে ৭.০০ শতাংশ।প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫ শতাংশ সুদ।
১০. ৩০১ দিন থেকে ১ বছর পর্যন্ত সময়ের মেয়াদে মূলধনের ওপর সুদ প্রদান করা হবে ৬.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।

১১. ১ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার প্রদান করা হবে ৬.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ।
১২. ১ বছর থেকে ৩৯৯ দিনের এফডিতে ৬.৮০ শতাংশ সুদ পাবেন সাধারণ এবং ৭.৩০ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিক।
১৩. ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ এবং ৭.৭৫ শতাংশ সুদ মেলে যথাক্রমে সাধারণ এবং প্রবীণ নাগরিকদের।
১৪. ৪০১ থেকে ২ বছর পর্যন্ত এফডি করলে সাধারণদের জন্য ৬.৮ এবং প্রবীণ দের জন্য ৭.৩০ শতাংশ সুদ দেওয়া হয়।

১৫. ২ বছর থেকে ৩ বছরের এফডিতে সাধারণ এবং প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হয় যথাক্রমে ৭.০০ এবং ৭.৫০ শতাংশ।
১৬. ৩ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদী মূলধনের সুদ দেওয়া হচ্ছে ৬.৫ শতাংশ সাধারণ দের, এবং ৭.০০ শতাংশ প্রবীণ নাগরিকদের।
১৭. ৫ থেকে ১০ বছরের মেয়াদের ক্ষেত্রে নরমাল সুদের হার ৬.৫০% দেওয়া হয়। আর প্রবীণ নাগরিক হলে পান ৭.৩০ শতাংশ।

আরও পড়ুন, রেশন কার্ড থাকলেই ৭ ভাবে টাকা দিচ্ছে সরকার। কোন প্রকল্পে আপনি পাবেন, জেনে নিয়ে আবেদন করুন

আর এই সুদ বৃদ্ধির ফলে স্বভাবতই পেনশনভোগী ও বয়স্ক নাগরিকেরা কিছুটা হলেও একটু স্বস্তি পাবেন। যদিও দ্রব্যমূল্য বৃদ্ধির হারের সাথে তুলনা করলে, এই সুদের হার বৃদ্ধি অতি নগন্ন। এই ব্যাপারে রিজার্ভ ব্যাংক তথা RBI Monetary Policy আরও সতর্ক হওয়া উচিত। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment