Ration Card – প্রচুর রেশন কার্ড বাতিল। পরের মাসে অনেকেই পাবেন না রেশন। ৩০ জুনের মধ্যে E Kyc করতে হবে।

রেশন কার্ড সকলের কাছেই প্রয়োজনীয় এক জিনিস। Ration Card থাকলে তবেই পাওয়া যায় রেশন দ্রব্য। যার দ্বারা খাদ্য সংস্থান ঘটে থাকে কোটি কোটি নিম্ন বিত্ত মানুষের। পাশাপাশি এই কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবেও কাজে লাগে অনেক সরকারি ক্ষেত্রে। তাই কোন কারণে যদি আপনার এই কার্ড বাতিল হয়ে যায় তাহলে বড়ই সমস্যা। কিন্তু এমনটাই হতে চলেছে ৩০ শে জুনের পর। কোটি কোটি উপভোক্তার রেশন কার্ড বাতিল করবে কেন্দ্রীয় সরকার। যার কারণে পরের মাস থেকে আর রেশনও মিলবে না সেই সব উপভোক্তাদের। কিন্তু আপনি চাইলে এখনই এই বিপদ আটকাতে পারেন। তার জন্য ৩০ শে জুনের আগেই সারতে হবে ঝটপট এই কাজ।

Ration Card e KYC – রেশন কার্ড ই কেওয়াইসি

আজকাল প্রতিটি জিনিসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক করেছে কেন্দ্র। ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুতেই আধার নম্বর সংযুক্ত থাকতে হবে।। গরিবের রেশনেও এর ব্যতিক্রম হয়নি। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি করা নিয়ে অনেক দিন থেকেই সতর্ক বার্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনো অনেকেই প্রক্রিয়া করেননি বলে খবর। তাদেরকেই আরো একবার সচেতন করলো সরকার। নিয়ম অনুযায়ী পরিবারের সকল কার্ড হোল্ডারকে নিজের নিজের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। না হলে এই মাস পেরোলেই আগামী মাস থেকে তাদের কার্ডে লাল কালি ফেলে দেবে কেন্দ্র।

কিভাবে করবেন রেশন কার্ডের ই কেওয়াইসি?

এই কাজটি অনলাইন বা অফলাইন দুভাবেই আপনি করতে পারেন।

অনলাইন পদ্ধতি

অনলাইনে ওটিপি ভিত্তিক কেওয়াইসি সম্পন্ন করার জন্য,
১. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. Ration Card সেকশনে প্রবেশ করে Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।

৩. নিজের রেশন কার্ডের নম্বর লিখন ও ক্যাটাগরী নির্বাচন করুন।
৪. ক্যাপচা কোড এন্টার করে সার্চ বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কার্ডের স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে। যদি স্ট্যাটাস Active দেখায় বুঝবেন আপনার কেওয়াইসি করা আছে আর যদি Inactive দেখাই তাহলে কেওয়াইসি করা নেই। অবিলম্বে তা করে নিন।

৫. এজন্য পুনরায় হোমপেজে ফিরে এসে Do E-KYC অপশনের উপর ক্লিক করে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards লিংকে ক্লিক করুন।
৬. নতুন পেজ খুলবে। এখানে নিজের রেশন কার্ডের নম্বর ও ক্যাটেগরি পুনরায় লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
৭. পরের পেজে গিয়ে Link Adhaar and Mobile No. অপশনে ক্লিক করুন।

৮. নিজের মোবাইল নম্বর বসিয়ে ওটিপি ভেরিফিকেশনের জন্য Send OTP বাটনে ক্লিক করুন।
৯. একবার ফোনে ওটিপি যাওয়ার পর সেটি লিখে Submit করে দিন।
১০. সবশেষে নিজের সমস্ত তথ্য পুনরায় রিভিউ করে নিয়ে Verify and Submit বাটন ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন। আপনার কার্ড সঙ্গে সঙ্গে একটিভ হয়ে যাবে।

আরও পড়ুন, আরো 3 কোটি মানুষ পাবেন আবাস যোজনার টাকা। আপনিও কি পাবেন? এইভাবে করতে হবে আবেদন।

অফলাইন পদ্ধতি

অফলাইনে রেশন কার্ডের বায়োমেট্রিক ভিত্তিক KYC করানো যাচ্ছে ডিলারদের রেশন দোকানগুলি তেই।
১. আপনি যেখানে রেশন তোলেন সেখানে গিয়ে যোগাযোগ করুন।
২. ইকেওয়াইসি করার জন্য ডিলার ePOS মেশিনে আপনার আঙুলের ছাপ নেবে।
৩. তারপর সেটি সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনার কার্ড একটিভ হয়ে যাবে।

কত তারিখ পর্যন্ত করা যাবে এই কাজ?

আগেই বলা হয়েছে যে সরকার এক্ষেত্রে ডেডলাইন জারি করে দিয়ে দিয়েছে সমস্ত উপভোক্তার উদ্দেশ্যে। আগামী ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত Ration কার্ডের কেওয়াইসি করানোর সুযোগ দেওয়া হয়েছে সকলকে। যারা এই তারিখের মধ্যে তা করাবেন না তাদের কার্ড পরের মাস থেকেই বাতিল করে দেবে সরকার।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment