Krishi Vikas Yojana – বেশিরভাগ কৃষক জানেন না কৃষি বিকাশ যোজনা কি? আবেদন করলেই পাবেন প্রচুর সুবিধা।

ভোটের আগেই চাকা ঘুরে গেল কৃষকদের ভাগ্যের। এই মাসেই কৃষকদের জন্য মিলল এক বিরাট সুখবর (Krishi Vikas Yojana). কেন্দ্রীয় সরকারের নতুন স্কিমে দারুন লাভবান হতে চলেছেন কৃষকরা। এটি এমন একটি স্কিম যার কথা ৭০ শতাংশ কৃষকই এখনো জানে না দেশের মধ্যে। তারা যে কি সুবিধা হারাচ্ছেন তা নিজেরাও জানেন না। সে কারণেই কৃষকদের (Farmer) সুবিধার্থে আজ এই স্কিমের কথা আলোচনা করব এখানে।

Krishi Vikas Yojana 2024.

আর আমাদের দেশের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু (Krishak Bandhu) এবং ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan Yojana) অনেকদিন আগেই শুরু করা হয়েছে। আর এবারে সকলের উচিত এই নতুন Krishi Vikas Yojana প্রকল্পের মাধ্যমে নতুন নতুন সুবিধা গ্রহণ করা। আগে এর বিষয়ে জেনে নিন এবং তারপর ঝটপট লাভ ওঠাতে শুরু করুন।

Krishi Vikas Yojana Important Update

কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ স্কিম গুলির মধ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (Krishi Vikas Yojana) প্রথম সারিতে রয়েছে। এটি ভারত সরকারের দ্বারা ২০০৭ সালে চালু করা হয়েছে। এই স্কিমের লক্ষ্য হলো কৃষি এবং সংশ্লিষ্ট খাত গুলিকে পুনরুজ্জীবিত করা এবং ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষিকাজে কৃষকদের প্রচেষ্টা ও ঝুঁকি কমিয়ে, এবং কৃষি ব্যবসা উদ্যোক্তাদের শক্তিশালী করে পিসিকে একটি ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে।

Krishi Vikas Yojana Benefits

১. কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতে উন্নতির জন্য রাজ্য গুলিকে ইনসেনটিভ প্রদান করে কেন্দ্র।
২. ফসল কাটার আগে এবং পরে উপযুক্ত পরিকাঠামো যেমন মান সম্পন্ন ইনপুট, স্টোরেজ এবং বাজার ফ্যাসিলিটি উন্নতির মাধ্যমে ফলন বাড়ানো।
৩. কৃষি জলবায়ু পরিস্থিতি, প্রযুক্তির প্রাপ্যতা এবং প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে জেলা ও রাজ্যস্তরে কৃষি পদ্ধতির জন্য পরিকল্পনা নির্দিষ্ট করে সরকার।

৪. কেন্দ্রীয় হস্তক্ষেপ বৃদ্ধি করে দেশের প্রতিটি রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানো।
৫. কৃষি ও সংশ্লিষ্ট খাতে কৃষকদের সর্বোচ্চ আয় তৈরি করা।
৬. কৃষকদের পরিশ্রম ও ঝুঁকি কমাতে বিশেষ কৃষি পদ্ধতি যেমন সমন্বিত চাষ, মৌমাছি চাষ, ফুল চাষ, মাশরুম চাষ ইত্যাদিতে ফোকাস বাড়ানো।
৭. কৃষিতে উন্নতির জন্য কৃষিকে একটি ব্যবসায়িক মডেলে পরিণত করা এবং যুব সম্প্রদায়কে তাতে আকৃষ্ট করে কৃষিতে দক্ষতা এবং উদ্ভাবন বাড়ানো।

Krishi Vikas Yojana Funding Return

১. উত্তর পূর্ব রাজ্য – এই গুলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 90% এবং তাদের রাজ্য সরকারের থেকে ১০ শতাংশ অনুদান পায়।
২. কেন্দ্রশাসিত অঞ্চল – এই গুলি কেবল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০০% অনুদান পায়।
৩. অন্যান্য রাজ্য – এই গুলি কেন্দ্রের কাছ থেকে ৬০% এবং তাদের রাজ্য সরকারের থেকে ৪০ শতাংশ অনুদান পায়।

Krishi Vikas Yojana Apply Qualification

১. এই Krishi Vikas Yojana যোগ্যতা আলাদা করে নির্দিষ্ট করেনি কেন্দ্র। কৃষি পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্য গুলিকে যে অর্থ দেওয়া হবে এবং রাজ্য গুলির সংশ্লিষ্ট খাতে ব্যয় এর বেসলাইন শতাংশের ওপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হবে।
২. ফসল চাষ দুগ্ধ ও মৎস্য উৎপাদন, কৃষি গবেষণা, পশুপালন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, মাটি ও জল সংরক্ষণ, কৃষি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতে নিযুক্ত কর্মীরাই সুবিধা পাবেন।

Top 5 Govt Scheme in india for women (মহিলাদের জন্য প্রকল্প)

Krishi Vikas Yojana Online Apply Process

এই জন্য আবেদন করা যাবে অফলাইনে। রাজ্য অথবা জাতীয় স্তরে SFAC তে কৃষকরা আবেদন জমা করতে পারেন। সবকিছু ভালোভাবে পরীক্ষা করা হবে এবং তারপর প্রস্তাবটি মুখ্য সচিবের বিবেচনার জন্য এস এল এস সি তে পাঠানো হবে। তারা অনুমোদন দিলে রাজ্য সরকার কৃষকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্কিমের ব্যাপারে। এরপরই সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হবে।

কৃষকবন্ধুদের 16 তম কিস্তির টাকা এখনো ঢোকেনি? কি করলে আপনার টাকা ঢুকবে?

আর এই Krishi Vikas Yojana বা কৃষি বিকাশ যোজনা প্রকল্প সম্পর্কে এখনো অনেকেই জানতেন না। আর এই কারণের জন্য আপনারা ভালো করে এই প্রতিবেদনটি পড়ে নিয়ে তবেই আবেদন করতে পারবেন। আর আপনারা এই প্রকল্পের জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতি অনুসারে আবেদন করে নিতে পারবেন। এই প্রকল্প সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.

SBI থেকে PNB সব ব্যাংকের এটিএম কার্ড নিয়ে মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ খবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment