একটা সময় ছিলো একেকটি রেশন কার্ডে প্রায় ১ লিটার কেরোসিন তেল তথা Kerosene in Ration Card বা রেশনে কেরোসিন তেল দেওয়া হতো। কিন্তু সময় বদলেছে, সময়ের সাথে সাথে যেমন হেরিকেন এর ব্যবহার বিলুপ্ত হয়েছে, ঠিক তেমনি রেশনে কেরোসিন তেল দেওয়ার পরিমান ও কমেছে। তবুও এখন যতটুকু পেয়ে থাকেন, সেই বরাদ্দে ও ঘাটতির আশংকা সৃষ্টি হয়েছে। তাই এখনও ও যারা Kerosene in Ration Card বা রেশনে কেরোসিনের আসায় অপেক্ষা করেন, তাদের জন্য হতাশার খবর সামনে এলো।
রেশন দোকানে আবারো কেরোসিন তেলের বরাদ্দ (Kerosene in Ration Shop) নিয়ে টানাটানি। মে ও জুন মাস থেকেই রেশনে পরিমানের তুলনায় কম কেরোসিন তেল (Kerosene in Ration Card) পাবেন উপভোক্তারা। এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রের খবর অনুযায়ী। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে প্রতিমাসেই রাজ্য গুলিকে নির্দিষ্ট পরিমাণ কেরোসিন তেল পাঠানো হয়। এই কেরোসিন তেল রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের (Kerosene in Ration Card) মধ্যে সরবরাহ করা হয়।
PDS Kerosene in Ration Card.
যেমনটা জানা যাচ্ছে, মে মাস থেকে রাজ্যের জন্য বরাদ্দ করা রেশনে কেরোসিন তেলের পরিমাণ (Kerosene in Ration Card) কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এরপর থেকে ওজনে কম কেরোসিন পাবেন উপভোক্তারা। আবার অনেকে পাবেনও না। প্রতি মাসের শুরুতেই সেই মাসের জন্য বিভিন্ন উপভোক্তার রেশন সামগ্রী (Ration Items List) নির্ধারণ করে রাজ্য সরকার। অন্যান্য জিনিসের সঙ্গে থাকে কেরোসিন তেলও।
Kerosene in Ration Shop
যা রেশন দোকান গুলিতে (PDS Kerosene in Ration Shop) দেওয়া হয় নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকদের। ফলে উপকৃত হন তারা। কারণ এখনো কিছু কিছু ঘরে কেরোসিন তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে গ্রাম বাংলার বহু বাড়িতে এই রেওয়াজ দেখা যাবে এখনো। তাই রেশনে কেরোসিন তেল নিয়ে যদি টানাটানি হয় তার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই পরিবার গুলি। এর আগেও বহুবার এই দুর্ভোগ হয়েছে। আবার তা হতে চলেছে।
রেশনে কেরোসিন তেলের বরাদ্দ
এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে মোট ৫৮ হাজার কিলোলিটার কেরোসিন তেল এসে পৌঁছেছিল এই রাজ্যে। তার আগের মাসেও পর্যাপ্ত পরিমাণ তেল পাওয়া গিয়েছিল কিন্তু মে মাসে সরকারের তরফ থেকে যে বরাদ্দ নির্দিষ্ট করা হয়েছে রাজ্যের জন্য তা পরিমাণে অনেক কম বলে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্য খাদ্য দপ্তরের কাছে চিঠি দিয়ে জানিয়েছে যে মে এবং জুন মাসে কেরোসিন তেল কম মিলবে রাজ্যের হাতে।
এই দুই মাস মোট ৩৯ হাজার ২১২ কিলো লিটার কেরোসিন তেল নির্দিষ্ট করা হয়েছে রাজ্যকে দেওয়ার জন্য।
এই দিকে কেন্দ্রের তরফ থেকে হঠাৎ করে যে তেলের বরাদ কমিয়ে দেওয়া হবে তা রাজ্য কখনো ভাবতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ার অবস্থা রাজ্য সরকারের (Government Of West Bengal). আগামী মাস গুলোতে যে তেল (Kerosene in Ration Card) আসবে তা গ্রাহকদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
অর্থাৎ রেশনে বরাদ্দ না বাড়লে, বিগত মাসে যারা রেশনে কেরোসিন তেল পাতেন, তারা যতটা পরিমানে তেল পেতেন, আগামীতে হয়তো পরিমানে আরও কম তেল পাবেন। অন্যদিকে চলতিমাসে কোন রেশন কার্ডে কতটা পরিমান রেশন সামগ্রী পাবেন, তার তালিকা দেয়া আছে, এখানে ক্লিক করে জেনে নিন।
এখন কি করনীয়?
ফলে পর্যাপ্ত পরিমাণ তেল রেশনে (Kerosene in Ration Card) দিতে হলে আগের বরাত থেকেই বাঁচিয়ে রাখতে হবে রাজ্যকে। যার কারনে এই মাসেও কম তেল পাবেন উপভোক্তারা। আর এই কারণের জন্য অনেকেরই সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু কবে পর্যাপ্ত পরিমাণে এর সাপ্লাই করা হবে সেই নিয়ে কোন ধরণের খবর পাওয়া যায়নি। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রকল্প সংক্রান্ত আরও প্রয়োজনীয় তথ্য পেতে নিচের লিংকে ক্লিক করে পড়ে নিন।
Written by Nabadip Saha.
- যুবশ্রী প্রকল্পে ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। আবেদন করুন।
- বাংলার কৃষকবন্ধুদের একাউন্টে ঢুকবে ২০০০ টাকা।
- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে কবে ঢুকবে?
- পশ্চিমবঙ্গে এই প্রকল্পে আবেদন করলেই পাবেন ৫০০০ টাকা।
- মহিলাদের জন্য ৫টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন জেনে নিন।
- পশ্চিমবঙ্গের এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই টাকা পাবেন।
পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার মুখে বিড়ি বিক্রয়। বিড়ি শ্রমিক ও ধূমপায়ীদের দুঃসংবাদ!