একের পর এক মামলা, Primary TET Scam তথা শিক্ষক নিয়োগ নিয়ে নতুন মামলা সুপ্রিম কোর্টে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে। সেই জায়গায় আবার নতুন মামলা সুপ্রিম কোর্টে দায়ের হতে চলেছে। এমনটাই জানা গেল চাকরিপ্রার্থীদের কাছ থেকে।যারা নিজেদের বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থী বলে জানাচ্ছেন, তারাই এবার সুপ্রিম কোর্টে প্রাইমারি শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruitment Case) সংক্রান্ত মামলা দায়ের করতে চলেছেন।
২০১৪ সালে ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ২০১৬ সালে তার মধ্যে থেকে ৪২ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়। সেখানে দেখা যায় 6500 জন প্রশিক্ষিত, আর প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী। আর সেখানেই অভিযোগ উঠেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET Scam) বহু প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের নিয়োগ না করে শুধুমাত্র টাকার বিনিময়ে অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের (Primary Teachers Recruitment Cancel) নির্দেশ দেন। সেই সঙ্গে রাজ্য সরকারকে ৩ মাস সময়ের মধ্যে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দেন। পাশাপাশি, ওই শিক্ষকদের প্যারাটিচারের হারে স্যালারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেই এই ৩২ হাজার বাতিল হওয়া শিক্ষকদের তরফে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Primary TET Scam) এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ (Stay Order) দেওয়া হয়। শিক্ষকদের প্যারাটিচারের হারে যে বেতনের নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও বদল করা হয়। তারাও আগের মতই শিক্ষকের বেতন পাবেন বলে জানানো হয়। টাকার বিনিময়ে শিক্ষকদের চাকরি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন আমলা সহ অনেকেই গ্রেফতার হয়েছেন।
এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে নতুন দুর্নীতির (Primary TET Scam) অভিযোগ তোলা হচ্ছে। দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে কাট অফ মার্কসের (Cut Off Marks List) তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কোনো জেলাতেই সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের অভিযোগ, জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কসের তুলনায় সংরক্ষিত চাকরিপ্রার্থীরা বেশি নম্বর পেয়ে থাকলেও তারা রিজার্ভেশন ক্যাটাগরিতেই রয়ে গিয়েছেন।
সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী জেনারেল ক্যাটাগরির চেয়ে বেশি নম্বর যদি কোনো সংরক্ষিত ক্যাটাগরির চাকরিপ্রার্থী পেয়ে থাকেন, তাহলে তাকে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। আর সেই সংরক্ষিত চাকরিপ্রার্থীর আসনে SC,ST,OBC প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়। কিন্তু এখানে কাট অফ মার্কসের তালিকা প্রকাশ হওয়ার পর চাকরিপ্রার্থীদের অভিযোগ রিজার্ভেশনের সেই নিয়ম মানা হয়নি। জেনারেল ক্যাটাগরিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের।
আরও পড়ুন, গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত, আগামী সোমবার থেকেই শুরু হলো।
আর এর ফলে অন্তত ২০ হাজার যোগ্য চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন। চাকরিপ্রার্থীদের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, এই খবর আগে থেকেই ছিল। তবে পর্ষদের তরফে কাট অফ মার্কসের তালিকা প্রকাশ পাওয়ার পরে সেই প্রমাণ পাওয়া গিয়েছে। ২০২১ সালের সাড়ে ১২ হাজার নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। অন্তত ২০ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন। রাজ্যের সমস্ত জেলাতেই এই ধরনের দুর্নীতি হয়েছে।
পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য দুর্দান্ত সুখবর, স্কুল খুলতেই পেলেই বহু প্রতীক্ষিত সুখবরটি।
এবার চাকরিপ্রার্থীদের তরফে এই অভিযোগকে (Primary TET Scam) কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার তোড়জোড় শুরু হয়েছে। ফলে প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তালিকায় আরো একটি মামলা বাড়তে চলেছে।