Primary TET – সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো, ভাগ্য খুলছে চাকরী প্রার্থীদের।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET) তৎপর কমিশন। আগের ঘোষণা অনুযায়ী প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপেক্ষমান চাকরি প্রার্থীদের প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করার পরে আরও ৭৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary TET 2014) পর কয়েক হাজার প্রার্থীর নাম প্রকাশিত না হওয়ায় আদালতে মামলা হয়। এরপর আদালত নিয়োগের নির্দেশ দিলে পর্ষদ ঘোষণা করে সকলকে নিয়োগ দেওয়া হবে। এর পর পর্ষদ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে প্রশ্ন ভুল মামলার ফলে যেসব চাকরিপ্রার্থীরা পুনরায় নির্বাচিত হয়েছেন তাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

সংবাদ সুত্রে জানা যাচ্ছে, যে সমস্ত চাকরিপ্রার্থীরা ৬ নম্বর পেয়ে প্রাথমিক টেট ২০১৪ পরীক্ষায় (Primary TET) উত্তীর্ণ হয়েছেন তাদের জন্যই এই তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের ২২শে ডিসেম্বর ২০২১ থেকে ২৮ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। অর্থাৎ চলতি সপ্তাহেই শুরু হচ্ছে।

এদিন প্রাথমিকের (২০১৪) ৭৩৮ জনের প্রশ্ন ভুল মামলার লিষ্ট প্রকাশিত হল। কলকাতা ডিপিএসসি অফিসে লিস্টে প্রকাশিত ডেট, সময় ও টেবিল অনুসারে মামলাকারীদের scrutiny, verification, personal interview, aptitude হবে। (Primary TET)

যদিও, এর আগে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, রাজ্যে মোট ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET) করার প্রক্রিয়া এখনও চলছে। এই চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল।

আরও পড়ুন, শিক্ষক কতদিন পর জয়েন করতে পারবেন?

এবং যাঁরা অনলাইনে আবেদন করতে পারেননি এমন ৪৭৮ জন এমন চাকরিপ্রার্থী অফলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই পর্ষদ মেধা তালিকা তৈরি করেছে। যাঁরা প্রথম মেধা তালিকায় স্থান পাননি, এ ক্ষেত্রে তাঁদের আবেদনও বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে। পরবর্তী আপডেট আসছে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment